আগামীকাল গ্যালাক্সি এস ২৪ সিরিজ উন্মোচন করবে স্যামসাং। এর আগেই সিরিজটি সম্পর্কে নানা তথ্য ফাঁস হয়েছে। গ্যালাক্সি এস ২৪ সিরিজে সাত বছরের সফটওয়্যার আপডেট সুবিধা থাকতে পারে। এছাড়া প্রি-অর্ডারের ক্ষেত্রে বিশেষ সুবিধা ও এই সিরিজের মডেলগুলোর রং সম্পর্কেও বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড হেডলাইনস বলছে, গ্যালাক্সি এস ২৪ সিরিজ সাত বছরের সফটওয়্যার আপডেটের সমর্থন পাবে। সম্ভবত, অ্যান্ড্রয়েড এবং ওয়ান ইউআইয়ের (স্যামসাংয়ের ইউজার ইন্টারফেস) উভয় ক্ষেত্রেই এই সমর্থন পাওয়া যাবে।
গত বছর গ্যালাক্সি এস ২৩ সিরিজে চার বছরের অ্যান্ড্রয়েড ও পাঁচ বছরের সিকিউরিটি (নিরাপত্তা) আপডেটের সুবিধা দেয় স্যামসাং। যদি নতুন তথ্যটি সত্য হয়, তাহলে অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারকেরাও স্যামসাংয়ের পথ অনুসরণ করতে পারে।
স্যামসাংয়ের প্রধান প্রতিযোগী কোম্পানি গুগলও গত বছরের অক্টোবরে পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো ফোনে সাত বছরের অ্যান্ড্রয়েড আপডেটের সুবিধা দেওয়ার ঘোষণা দেয়।
এছাড়া নতুন সিরিজের ফোনগুলোর রং এবং ইউরোপে গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা ফোন প্রিঅর্ডারের সুবিধাগুলো প্রকাশ করেছে স্যামসাং ফোনের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট স্যাম ইনসাইডার।
গ্যালাক্সি এস ২৪ আল্ট্রাতে তিন ধরনের রং দেখা যেতে পারে। সেগুলো হলো–টাইটেনিয়াম গ্রিন (সবুজ), টাইটেনিয়াম ব্লু (নীল) ও টাইটেনিয়াম অরেঞ্জ (কমলা)। গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাসে জেড গ্রিন, স্যাফেয়ার ব্লু ও স্যান্ডস্টোন অরেঞ্জ–এই তিনটি রং দেখা দিতে পারে।
স্যামসাংয়ের প্রচারণামূলক অফারগুলো আগের বছরের মতোই হতে পারে। গ্যালাক্সি এস ২৪ সংস্করণের অতিরিক্ত চার্জ ছাড়াই দ্বিগুণ স্টোরেজ সুবিধা দেবে। প্রি অর্ডারে গ্রাহকেরা ১২৮ জিবি সংস্করণের দামে ২৫৬ জিবি সংস্করণ কিনতে পারবে। একইভাবে ২৫৬ জিবি সংস্করণের দামে ৫১২ জিবি সংস্করণের মডেল কিনতে পারবে। ১ টিবি স্টোরেজের সংস্করণটি খুচরা বিক্রির জন্য ২ হাজার ইউনিটের মধ্যে সীমাবদ্ধ হতে পারে।
গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা কেনার সময় পুরোনো ফোনের পরিবর্তে ১০০ ইউরো পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল বলছে, স্যামসাং এস ২৪ সিরিজে এআই ভিত্তিক বিভিন্ন ফিচার দেখা যাবে।
সিরিজটির বিভিন্ন স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে। গ্যালাক্সি এস ২৪ আল্ট্রাতে ৬ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে ও ২০০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা থাকবে। গ্যালাক্সি এস ২৪ প্লাসে ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং গ্যালাক্সি এস ২৪—এ ৬ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।
আগামীকাল গ্যালাক্সি এস ২৪ সিরিজ উন্মোচন করবে স্যামসাং। এর আগেই সিরিজটি সম্পর্কে নানা তথ্য ফাঁস হয়েছে। গ্যালাক্সি এস ২৪ সিরিজে সাত বছরের সফটওয়্যার আপডেট সুবিধা থাকতে পারে। এছাড়া প্রি-অর্ডারের ক্ষেত্রে বিশেষ সুবিধা ও এই সিরিজের মডেলগুলোর রং সম্পর্কেও বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড হেডলাইনস বলছে, গ্যালাক্সি এস ২৪ সিরিজ সাত বছরের সফটওয়্যার আপডেটের সমর্থন পাবে। সম্ভবত, অ্যান্ড্রয়েড এবং ওয়ান ইউআইয়ের (স্যামসাংয়ের ইউজার ইন্টারফেস) উভয় ক্ষেত্রেই এই সমর্থন পাওয়া যাবে।
গত বছর গ্যালাক্সি এস ২৩ সিরিজে চার বছরের অ্যান্ড্রয়েড ও পাঁচ বছরের সিকিউরিটি (নিরাপত্তা) আপডেটের সুবিধা দেয় স্যামসাং। যদি নতুন তথ্যটি সত্য হয়, তাহলে অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারকেরাও স্যামসাংয়ের পথ অনুসরণ করতে পারে।
স্যামসাংয়ের প্রধান প্রতিযোগী কোম্পানি গুগলও গত বছরের অক্টোবরে পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো ফোনে সাত বছরের অ্যান্ড্রয়েড আপডেটের সুবিধা দেওয়ার ঘোষণা দেয়।
এছাড়া নতুন সিরিজের ফোনগুলোর রং এবং ইউরোপে গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা ফোন প্রিঅর্ডারের সুবিধাগুলো প্রকাশ করেছে স্যামসাং ফোনের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট স্যাম ইনসাইডার।
গ্যালাক্সি এস ২৪ আল্ট্রাতে তিন ধরনের রং দেখা যেতে পারে। সেগুলো হলো–টাইটেনিয়াম গ্রিন (সবুজ), টাইটেনিয়াম ব্লু (নীল) ও টাইটেনিয়াম অরেঞ্জ (কমলা)। গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাসে জেড গ্রিন, স্যাফেয়ার ব্লু ও স্যান্ডস্টোন অরেঞ্জ–এই তিনটি রং দেখা দিতে পারে।
স্যামসাংয়ের প্রচারণামূলক অফারগুলো আগের বছরের মতোই হতে পারে। গ্যালাক্সি এস ২৪ সংস্করণের অতিরিক্ত চার্জ ছাড়াই দ্বিগুণ স্টোরেজ সুবিধা দেবে। প্রি অর্ডারে গ্রাহকেরা ১২৮ জিবি সংস্করণের দামে ২৫৬ জিবি সংস্করণ কিনতে পারবে। একইভাবে ২৫৬ জিবি সংস্করণের দামে ৫১২ জিবি সংস্করণের মডেল কিনতে পারবে। ১ টিবি স্টোরেজের সংস্করণটি খুচরা বিক্রির জন্য ২ হাজার ইউনিটের মধ্যে সীমাবদ্ধ হতে পারে।
গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা কেনার সময় পুরোনো ফোনের পরিবর্তে ১০০ ইউরো পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল বলছে, স্যামসাং এস ২৪ সিরিজে এআই ভিত্তিক বিভিন্ন ফিচার দেখা যাবে।
সিরিজটির বিভিন্ন স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে। গ্যালাক্সি এস ২৪ আল্ট্রাতে ৬ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে ও ২০০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা থাকবে। গ্যালাক্সি এস ২৪ প্লাসে ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং গ্যালাক্সি এস ২৪—এ ৬ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।
নতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৯ মিনিট আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
৩ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ ডিজাইন প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংস গতকাল মঙ্গলবার তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ ডিজাইনের সিরিজ উন্মোচন করেছে। ‘লুমেক্স’ নামের এই নতুন ডিজাইন সেট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে সামনে রেখেই তৈরি, যা স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো মোবাইল ডিভাইসে ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে।
৪ ঘণ্টা আগে