অনলাইন ডেস্ক
বিশ্ববিখ্যাত মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে সম্প্রতি আবিষ্কৃত হয়েছে শত শত ভুয়া পডকাস্ট, যেগুলোর মূল উদ্দেশ্য হলো মাদক বিক্রি। যুক্তরাষ্ট্রে কড়া নজরদারির মধ্যে এ ঘটনা প্রযুক্তিজগতের জন্য উদ্বেগজনক বার্তা বহন করছে।
বিজনেস ইনসাইডার (বিআই) প্রথম খবর প্রকাশ করে যে, স্পটিফাই অন্তত ২০০ ভুয়া পডকাস্ট সরিয়ে ফেলেছে, যেগুলোতে ওপিওইডসসহ বিভিন্ন প্রেসক্রিপশন ড্রাগ বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল। সিএনএন জানিয়েছে, তারা আরও ডজনখানেক ভুয়া পডকাস্ট খুঁজে পেয়েছে, যেগুলোর অনেকগুলোই মাসের পর মাস সক্রিয় ছিল।
পডকাস্টগুলোর কিছু শিরোনাম শুনেই সন্দেহ জাগার কথা—যেমন: ‘মাই অ্যাডেরাল স্টোর’, ‘এক্সট্রাফার্মা ডটকম’ বা কোনো পর্বের নাম ‘অর্ডার কোডিন অনলাইন সেফ ফার্মেসি লুইজিয়ানা’। অনেক পডকাস্টেই কৃত্রিম কণ্ঠ ব্যবহার করা হয়েছে, কিছু আবার মাত্র ১০ সেকেন্ড দীর্ঘ। এমনকি কিছু পর্বে কোনো অডিওই ছিল না।
সিএনএন জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির ফলে অডিও ও ভয়েস তৈরি এখন অনেক সহজ হয়েছে। একই সঙ্গে টেক্সট-টু-স্পিচ প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটায় অতি দ্রুত ভুয়া পডকাস্ট তৈরি করা এখন আগের যেকোনো সময়ের চেয়ে সহজ। এসব পডকাস্ট থেকে ব্যবহারকারীদের বিভিন্ন সন্দেহজনক ওয়েবসাইটে প্রবেশ করানো হচ্ছিল, যেগুলো প্রতারণামূলক সাইট কিংবা কোনো কোনো ক্ষেত্রে অবৈধ ওষুধ বিক্রির বাজারও হতে পারে। তবে সিএনএন ও বিজনেস ইনসাইডার কেউই নিশ্চিত হতে পারেনি, ওই সাইটগুলো থেকে সত্যিই ওষুধ কেনা সম্ভব কি না।
সিএনএন জানিয়েছে, অনলাইন থেকে কেনা ওষুধ সেবনের ফলে একাধিক কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে অতিরিক্ত মাত্রায় মাদকের ডোজ নেওয়ার কারণে। এ ঘটনায় প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে জনমনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাণঘাতী মাদকের প্রবাহ ঠেকাতে কঠোর শুল্ক আরোপ করেন এবং এই সংকটকে তিনি ‘জাতীয় জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছিলেন।
সিএনএন জানিয়েছে, কখনো কখনো স্পটিফাইয়ের কনটেন্ট মডারেশন ব্যবস্থা এসব ভুয়া পডকাস্ট শনাক্ত করতে সক্ষম হয়েছে।
‘টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট’-এর পরিচালক কেটি পল বলেন, ‘মাদক বেচার ভুয়া পডকাস্টগুলো ঠেকাতে প্রতিষ্ঠানটির প্রবল আগ্রহ আছে বলে মনে হয় না।’
তিনি বলেন, এ ধরনের ভুয়া পডকাস্টসহ ব্যবহারকারীদের তৈরি অনেক কনটেন্টের জন্য অনলাইন প্ল্যাটফর্মগুলোকে সাধারণত কোনো জবাবদিহি করতে হয় না। কারণ, যুক্তরাষ্ট্রের একটি আইন (সেকশন ২৩০) তাদের এসব বিষয় থেকে অনেকটাই সুরক্ষা দেয়।
কেটি পলের মতে, স্পটিফাই যদি পুরো প্ল্যাটফর্মে কঠোর ব্যবস্থা নিতেও চায়, তবু তারা হয়তো এই প্রবণতার সঙ্গে তাল মেলাতে পারবে না। কারণ এগুলো কণ্ঠভিত্তিক কনটেন্ট হওয়ায় সেগুলো মডারেশন বা পর্যবেক্ষণ করা অনেক বেশি কঠিন।
সিএনএন জানিয়েছে, ঠিক কতজন স্পটিফাই ব্যবহারকারী এসব ভুয়া পডকাস্টে প্রবেশ করেছিলেন, তা স্পষ্ট নয়। তবে যেটা জানা গেছে, এসব পডকাস্ট বিভিন্ন প্রেসক্রিপশন ওষুধের নাম দিয়ে খুঁজলে তা সার্চ ফলাফলের ওপরের দিকেই দেখা যাচ্ছিল, যা অনেক ব্যবহারকারী বৈধ স্বাস্থ্যবিষয়ক পডকাস্ট খুঁজতে গিয়ে দেখে থাকতে পারেন।
স্পটিফাইয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, যেসব ভুয়া পডকাস্ট সংবাদমাধ্যমগুলো চিহ্নিত করেছে, সেগুলো অবৈধ বা স্প্যাম কনটেন্ট হিসেবে বিবেচনা করে সরিয়ে ফেলা হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের কনটেন্ট আবার উঠে আসতে পারে কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি তিনি।
কোম্পানিটির মুখপাত্র আরও বলেন, ‘আমরা আমাদের প্ল্যাটফর্মে নিয়ম ভঙ্গকারী কনটেন্ট শনাক্ত ও সরাতে সব সময়ই কাজ করে যাচ্ছি।’
বিশ্ববিখ্যাত মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে সম্প্রতি আবিষ্কৃত হয়েছে শত শত ভুয়া পডকাস্ট, যেগুলোর মূল উদ্দেশ্য হলো মাদক বিক্রি। যুক্তরাষ্ট্রে কড়া নজরদারির মধ্যে এ ঘটনা প্রযুক্তিজগতের জন্য উদ্বেগজনক বার্তা বহন করছে।
বিজনেস ইনসাইডার (বিআই) প্রথম খবর প্রকাশ করে যে, স্পটিফাই অন্তত ২০০ ভুয়া পডকাস্ট সরিয়ে ফেলেছে, যেগুলোতে ওপিওইডসসহ বিভিন্ন প্রেসক্রিপশন ড্রাগ বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল। সিএনএন জানিয়েছে, তারা আরও ডজনখানেক ভুয়া পডকাস্ট খুঁজে পেয়েছে, যেগুলোর অনেকগুলোই মাসের পর মাস সক্রিয় ছিল।
পডকাস্টগুলোর কিছু শিরোনাম শুনেই সন্দেহ জাগার কথা—যেমন: ‘মাই অ্যাডেরাল স্টোর’, ‘এক্সট্রাফার্মা ডটকম’ বা কোনো পর্বের নাম ‘অর্ডার কোডিন অনলাইন সেফ ফার্মেসি লুইজিয়ানা’। অনেক পডকাস্টেই কৃত্রিম কণ্ঠ ব্যবহার করা হয়েছে, কিছু আবার মাত্র ১০ সেকেন্ড দীর্ঘ। এমনকি কিছু পর্বে কোনো অডিওই ছিল না।
সিএনএন জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির ফলে অডিও ও ভয়েস তৈরি এখন অনেক সহজ হয়েছে। একই সঙ্গে টেক্সট-টু-স্পিচ প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটায় অতি দ্রুত ভুয়া পডকাস্ট তৈরি করা এখন আগের যেকোনো সময়ের চেয়ে সহজ। এসব পডকাস্ট থেকে ব্যবহারকারীদের বিভিন্ন সন্দেহজনক ওয়েবসাইটে প্রবেশ করানো হচ্ছিল, যেগুলো প্রতারণামূলক সাইট কিংবা কোনো কোনো ক্ষেত্রে অবৈধ ওষুধ বিক্রির বাজারও হতে পারে। তবে সিএনএন ও বিজনেস ইনসাইডার কেউই নিশ্চিত হতে পারেনি, ওই সাইটগুলো থেকে সত্যিই ওষুধ কেনা সম্ভব কি না।
সিএনএন জানিয়েছে, অনলাইন থেকে কেনা ওষুধ সেবনের ফলে একাধিক কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে অতিরিক্ত মাত্রায় মাদকের ডোজ নেওয়ার কারণে। এ ঘটনায় প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে জনমনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাণঘাতী মাদকের প্রবাহ ঠেকাতে কঠোর শুল্ক আরোপ করেন এবং এই সংকটকে তিনি ‘জাতীয় জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছিলেন।
সিএনএন জানিয়েছে, কখনো কখনো স্পটিফাইয়ের কনটেন্ট মডারেশন ব্যবস্থা এসব ভুয়া পডকাস্ট শনাক্ত করতে সক্ষম হয়েছে।
‘টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট’-এর পরিচালক কেটি পল বলেন, ‘মাদক বেচার ভুয়া পডকাস্টগুলো ঠেকাতে প্রতিষ্ঠানটির প্রবল আগ্রহ আছে বলে মনে হয় না।’
তিনি বলেন, এ ধরনের ভুয়া পডকাস্টসহ ব্যবহারকারীদের তৈরি অনেক কনটেন্টের জন্য অনলাইন প্ল্যাটফর্মগুলোকে সাধারণত কোনো জবাবদিহি করতে হয় না। কারণ, যুক্তরাষ্ট্রের একটি আইন (সেকশন ২৩০) তাদের এসব বিষয় থেকে অনেকটাই সুরক্ষা দেয়।
কেটি পলের মতে, স্পটিফাই যদি পুরো প্ল্যাটফর্মে কঠোর ব্যবস্থা নিতেও চায়, তবু তারা হয়তো এই প্রবণতার সঙ্গে তাল মেলাতে পারবে না। কারণ এগুলো কণ্ঠভিত্তিক কনটেন্ট হওয়ায় সেগুলো মডারেশন বা পর্যবেক্ষণ করা অনেক বেশি কঠিন।
সিএনএন জানিয়েছে, ঠিক কতজন স্পটিফাই ব্যবহারকারী এসব ভুয়া পডকাস্টে প্রবেশ করেছিলেন, তা স্পষ্ট নয়। তবে যেটা জানা গেছে, এসব পডকাস্ট বিভিন্ন প্রেসক্রিপশন ওষুধের নাম দিয়ে খুঁজলে তা সার্চ ফলাফলের ওপরের দিকেই দেখা যাচ্ছিল, যা অনেক ব্যবহারকারী বৈধ স্বাস্থ্যবিষয়ক পডকাস্ট খুঁজতে গিয়ে দেখে থাকতে পারেন।
স্পটিফাইয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, যেসব ভুয়া পডকাস্ট সংবাদমাধ্যমগুলো চিহ্নিত করেছে, সেগুলো অবৈধ বা স্প্যাম কনটেন্ট হিসেবে বিবেচনা করে সরিয়ে ফেলা হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের কনটেন্ট আবার উঠে আসতে পারে কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি তিনি।
কোম্পানিটির মুখপাত্র আরও বলেন, ‘আমরা আমাদের প্ল্যাটফর্মে নিয়ম ভঙ্গকারী কনটেন্ট শনাক্ত ও সরাতে সব সময়ই কাজ করে যাচ্ছি।’
বিশ্ববিখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই আগামী আগস্টে তাদের পরবর্তী প্রজন্মের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল জিপিটি-৫ উন্মোচনের পরিকল্পনা করছে। এ বছরের শুরুতেই মাইক্রোসফটের প্রকৌশলীরা নতুন এই মডেলের জন্য সার্ভার প্রস্তুতির কাজ শুরু করেছিলেন। সে সময়ে গুঞ্জন ছিল, জিপিটি-৫ গত মে মাসের শেষ দিকে...
৩ ঘণ্টা আগেঘটনার সূত্রপাত হয় যখন একজন ব্যবহারকারী কানানাইট দেবতা মোলোচ (শিশু বলিদানের সঙ্গে সম্পর্কিত) সম্পর্কে জানতে চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন। একটি সাধারণ সাংস্কৃতিক ব্যাখ্যা দেওয়ার বদলে চ্যাটবটটি ব্যবহারকারীকে রীতিনীতি ও আচার-অনুষ্ঠানের মাধ্যমে আত্মহনন ও রক্তপাতের মতো কার্যক্রমে উৎসাহিত করতে শুরু করে।
১৪ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা সত্ত্বেও চীনে হঠাৎ বেড়েছে এনভিডিয়ার অত্যাধুনিক এআই চিপ মেরামতের চাহিদা। চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও সাম্প্রতিক সময়ে চীনে এনভিডিয়ার এআই চিপ মেরামতের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১৯ ঘণ্টা আগেস্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্বব্যাপী নেটওয়ার্ক বিভ্রাটের সম্মুখীন হয়েছে। স্টারলিংক এক্স হ্যান্ডলে এ তথ্য নিশ্চিত করেছে।
১ দিন আগে