ডিজিটাল যুগে প্রতিদিনের সঙ্গী স্মার্টফোন বা ল্যাপটপ। দীর্ঘ সময় ব্যবহারের ফলে এসব ডিভাইসের চার্জিং পোর্টে ধুলা বা ময়লা জমে যায়। এ জন্য অনেক সময় ডিভাইসে চার্জ হয় না বা চার্জ হতে দেরি হয়। তাই এগুলো নিয়মিত পরিষ্কার করা জরুরি। তবে নিরাপদ ও সঠিক উপায়ে পরিষ্কার না করলে পোর্টের উল্টো ক্ষতি হতে পারে।
সাবধানে ও সময় নিয়ে স্মার্টফোন ও ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার করতে হবে। আর এগুলো অবশ্যই আলতোভাবে পরিষ্কার করতে হবে। কোনোভাবেই বেশি শক্তি প্রয়োগ করে ঘষামাজা করা যাবে না। সেই সঙ্গে পরিষ্কার করার জন্য কখনোই পানি ব্যবহার করা যাবে না।
অ্যান্ড্রয়েড ও আইফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে
১. পরিষ্কার করার আগে অ্যান্ড্রয়েড ও আইফোন ডিভাইস বন্ধ (পাওয়ার অফ) করতে হবে।
২. তুলার একটি ছোট অংশ ছিঁড়ে নিতে হবে। এরপর সেটি টুথপিকে জড়িয়ে নিতে হবে অথবা কটন বাডস সরাসরিভাবে ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, তুলার আশগুলো যেন বেশি বের হয়ে না থাকে, তা না হলে এগুলো পোর্টের ভেতরে আটকে যাবে।
৩. কম্প্রেসড এয়ারের ক্যান ব্যবহার করে ময়লা পরিষ্কার করে নিতে হবে। তবে বেশিক্ষণ ওই এয়ার ব্যবহার করা ঠিক নয়। আর এই ক্যান না থাকলে এই ধাপটি বাদ দিতে পারেন বা ফুঁ দিয়ে যতটা সম্ভব ময়লা বের করতে পারেন।
৪. এরপর চার্জিং পোর্টে কটন বাডস বা তুলায় মোড়ানো টুথপিকের অগ্রভাগ প্রবেশ করাতে হবে। তবে সেটি ধীরে ধীরে করতে হবে। টুলগুলো যেন সব জায়গায় পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে।
৫. অবশিষ্ট ময়লা দূর করতে আবার কম্প্রেসড এয়ার ব্যবহার করতে হবে।
আর ময়লা বা ধুলাবালু খুব শক্তভাবে লেগে থাকলে কটনবাডসে বা তুলায় মোড়ানো টুথপিকে রাবিং অ্যালকোহল (যে কোনো ওষুধের দোকানে পাওয়া যাবে) লাগিয়ে নিতে পারেন। তবে এটি খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে।
ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে
১. ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কারের জন্য ডিভাইসটি প্রথমে বন্ধ করতে হবে। সেই সঙ্গে পাওয়ার সোর্স থেকে তা প্লাগ বন্ধ করতে হবে। ২. পোর্টের ভেতরের অংশ দেখার জন্য ফ্ল্যাশলাইট ব্যবহার করতে হবে। সেখানে কোনো ভঙ্গুর পিন রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। কারণ পিনগুলো পরিষ্কার করার সময় ভেঙে যেতে পারে। এ ক্ষেত্রে পরিষ্কার না করে মেরামতের জন্য দক্ষ কোনো মেকানিক বা ব্র্যান্ডের কাছে নিয়ে যেতে হবে।
৩. এরপর ফোনের চার্জিং পোর্ট পরিষ্কারের মতো ল্যাপটপের পোর্ট পরিষ্কার করতে হবে।
চার্জিং পোর্টের ক্ষতি প্রতিরোধের উপায়
১. চার্জিং পোর্টে প্লাগিং ও আনপ্লাগিং করার সময় সতর্ক থাকতে হবে।
২. কিছুদিন পর পর পরিষ্কার করতে হবে।
৩. ধুলা ও ময়লা যেন না ঢোকে তখন পোর্ট ঢেকে রাখার জন্য কভার (ডাস্ট প্রোটেক্টিভ কভার) ব্যবহার করতে হবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
ডিজিটাল যুগে প্রতিদিনের সঙ্গী স্মার্টফোন বা ল্যাপটপ। দীর্ঘ সময় ব্যবহারের ফলে এসব ডিভাইসের চার্জিং পোর্টে ধুলা বা ময়লা জমে যায়। এ জন্য অনেক সময় ডিভাইসে চার্জ হয় না বা চার্জ হতে দেরি হয়। তাই এগুলো নিয়মিত পরিষ্কার করা জরুরি। তবে নিরাপদ ও সঠিক উপায়ে পরিষ্কার না করলে পোর্টের উল্টো ক্ষতি হতে পারে।
সাবধানে ও সময় নিয়ে স্মার্টফোন ও ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার করতে হবে। আর এগুলো অবশ্যই আলতোভাবে পরিষ্কার করতে হবে। কোনোভাবেই বেশি শক্তি প্রয়োগ করে ঘষামাজা করা যাবে না। সেই সঙ্গে পরিষ্কার করার জন্য কখনোই পানি ব্যবহার করা যাবে না।
অ্যান্ড্রয়েড ও আইফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে
১. পরিষ্কার করার আগে অ্যান্ড্রয়েড ও আইফোন ডিভাইস বন্ধ (পাওয়ার অফ) করতে হবে।
২. তুলার একটি ছোট অংশ ছিঁড়ে নিতে হবে। এরপর সেটি টুথপিকে জড়িয়ে নিতে হবে অথবা কটন বাডস সরাসরিভাবে ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, তুলার আশগুলো যেন বেশি বের হয়ে না থাকে, তা না হলে এগুলো পোর্টের ভেতরে আটকে যাবে।
৩. কম্প্রেসড এয়ারের ক্যান ব্যবহার করে ময়লা পরিষ্কার করে নিতে হবে। তবে বেশিক্ষণ ওই এয়ার ব্যবহার করা ঠিক নয়। আর এই ক্যান না থাকলে এই ধাপটি বাদ দিতে পারেন বা ফুঁ দিয়ে যতটা সম্ভব ময়লা বের করতে পারেন।
৪. এরপর চার্জিং পোর্টে কটন বাডস বা তুলায় মোড়ানো টুথপিকের অগ্রভাগ প্রবেশ করাতে হবে। তবে সেটি ধীরে ধীরে করতে হবে। টুলগুলো যেন সব জায়গায় পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে।
৫. অবশিষ্ট ময়লা দূর করতে আবার কম্প্রেসড এয়ার ব্যবহার করতে হবে।
আর ময়লা বা ধুলাবালু খুব শক্তভাবে লেগে থাকলে কটনবাডসে বা তুলায় মোড়ানো টুথপিকে রাবিং অ্যালকোহল (যে কোনো ওষুধের দোকানে পাওয়া যাবে) লাগিয়ে নিতে পারেন। তবে এটি খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে।
ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে
১. ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কারের জন্য ডিভাইসটি প্রথমে বন্ধ করতে হবে। সেই সঙ্গে পাওয়ার সোর্স থেকে তা প্লাগ বন্ধ করতে হবে। ২. পোর্টের ভেতরের অংশ দেখার জন্য ফ্ল্যাশলাইট ব্যবহার করতে হবে। সেখানে কোনো ভঙ্গুর পিন রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। কারণ পিনগুলো পরিষ্কার করার সময় ভেঙে যেতে পারে। এ ক্ষেত্রে পরিষ্কার না করে মেরামতের জন্য দক্ষ কোনো মেকানিক বা ব্র্যান্ডের কাছে নিয়ে যেতে হবে।
৩. এরপর ফোনের চার্জিং পোর্ট পরিষ্কারের মতো ল্যাপটপের পোর্ট পরিষ্কার করতে হবে।
চার্জিং পোর্টের ক্ষতি প্রতিরোধের উপায়
১. চার্জিং পোর্টে প্লাগিং ও আনপ্লাগিং করার সময় সতর্ক থাকতে হবে।
২. কিছুদিন পর পর পরিষ্কার করতে হবে।
৩. ধুলা ও ময়লা যেন না ঢোকে তখন পোর্ট ঢেকে রাখার জন্য কভার (ডাস্ট প্রোটেক্টিভ কভার) ব্যবহার করতে হবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৫ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
২ দিন আগে