Ajker Patrika

নিয়ন্ত্রণ হারিয়েছিল মহাকাশ স্টেশন

নিয়ন্ত্রণ হারিয়েছিল মহাকাশ স্টেশন

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)। গত বৃহস্পতিবার আচমকাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল এটি। স্টেশনে সদ্য আসা একটি রাশিয়ান রিসার্চ মডিউল থেকে অসাবধানতাবশত জেট থ্রাস্টার সক্রিয় হয়ে যাওয়ার পর এ ঘটনা ঘটে। এতে করে স্বাভাবিক অবস্থান থেকে খানিকটা সরে যায় আইএসএস। স্টেশনে থাকা ৭ ক্রু মেম্বারদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে নাসা। 

নাসা বলছে, ‘নাউকা’ নামক রাশিয়ান ল্যাবরেটরি মডিউল কিছু প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়। এতে করে জেট থ্রাস্টার স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। স্পেস স্টেশনটি তখন তার অবস্থান থেকে সরে যাচ্ছিল। পুরো ৪৫ মিনিট এটি নিজের অবস্থানে ছিল না। এই সময় নাসার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সব ঠিক হয়ে গেলেও বোয়িং-এর নতুন সিএসটি-১০০ স্টারলাইন ক্যাপসুল লঞ্চ করা ৩ আগস্ট পর্যন্ত স্থগিত রেখেছে নাসা। 

কিছুদিন আগে রাশিয়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ‘নাউকা’ নামে তার বৃহত্তম মহাকাশ গবেষণাগার চালু করেছিল। ‘নাউকা’ মানে রুশ ভাষায় বিজ্ঞান। এটিকে মহাকাশে রাশিয়ার সবচেয়ে উন্নত প্রযুক্তির উদাহরণ হিসাবে বিবেচনা করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত