যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নেভাডা অঙ্গরাজ্যের সীমান্তজুড়ে আছে সুনীল জলরাশির হৃদ লেক তাহো। দৃষ্টিনন্দন সবুজ পর্বতে ঘেরা এই হৃদ ঘিরে পর্যটকদের বেশ আনাগোনা আছে। এখানকার সুন্দর সৈকত ও স্কি রিসোর্ট খুব বিখ্যাত। সিলিকন ভ্যালির রাজ্যটির সুন্দর এই জায়গায় অনেক সিনেমা ও টেলিভিশনের শুটিং হয়। সেখানে ফেসবুকের প্রতিষ্ঠাতা মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ গোপনে কিছু একটা করছিলেন— তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা-কল্পনা ছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে চমকপ্রদ এক তথ্য ফাঁস হয়েছে।
ক্যালিফোর্নিয়ার এসএফগেট বলছে, লেক তাহোর তীরে ৭৫ হাজার বর্গফুট জায়গার উপর সাতটি ভবনের বিশাল আবাসন কমপ্লেক্স গড়ার পরিকল্পনা করছেন মেটাপ্রধান। ২০১৮ সালের ডিসেম্বরে প্রয়াত ব্যাংকার রবার্ট কুইস্টের পরিবারের কাছ থেকে ২২০ লাখ ডলারে সাড়ে তিন একর জমি কিনেছিলেন তিনি। এর পরের মাসেই তিনি ক্যারাসোল এস্টেট নামে ৩৭০ লাখ ডলারে পাশের আরেকটি জায়গা কেনেন। তখনই এই পরিকল্পনার ভিত্তি তৈরি করেন জাকারবার্গ।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ক্যারাসোল এস্টেটে বড় ইয়ট ভেড়ার জন্য উপযুক্ত ঘাট, সাতটি বেডরুমের বাড়ি আছে। আর পাশের ব্রাশউড এস্টেটে ৬টি বেডরুম, ৫টি বাথরুম ও ২টি শাওয়ার রুমসহ বিশাল বাড়ি আছে। এসব বাড়ি ভেঙে ফেলে জাকারবার্গ নতুন কম্পাউন্ড গড়ছেন বলে দাবি করছে এসএফগেট।
এসএফগেট বলছে, ২০২২ সালে জমি কেনার জন্য লিমিটেড লাইএবিলিটি কোম্পানি ও গোল্ডেন রেঞ্জ এলএলসি কোম্পানিকে চিঠি পাঠিয়েছে তাহোর রিজিওনাল প্ল্যানিং এজেন্সি (টিআরপিএ)। সেখানে ক্যারাসোল এস্টেট ভেঙে ফেলার অনুমতি দেওয়া হয়েছে।
জাকারবার্গের বাড়ি তৈরির পরিকল্পনার নথিতে অনুসারে, এসব বাড়ি ভেঙে ফেলে জাকারবার্গ সাতটি ভবনের বিশাল কম্পাউন্ড তৈরি করা হবে। এর মধ্যে মূল বাড়িটি হবে ২০ হাজার বর্গফুটের, যার উচ্চতা ৩৫ ফুট।
আরেকটি স্থাপনার জন্য অনুমতি পেয়েছেন জাকারবার্গ, যেখানে বাংকহাউস, জিম, গেট হাউস, অফিস ও গেস্টহাউস থাকবে। এছাড়া এই সম্পত্তিতে কিছু ফায়ার পিট ও সেতুও থাকবে।
ক্যালিফোর্নিয়ার পলো অল্টোতে একটি ও হাওয়াইতে ১ হাজার ২০০ একর জমির মালিক জাকারবার্গ। বিজনেস ইনসাইডারের মতে, জাকারবার্গের সম্পত্তির পরিমাণ প্রায় ২০ কোটি ডলার।
নজকাড়ার পাহাড় ও প্রাকৃতিক বনভূমির জন্য লেক তাহো ধনিদের জনপ্রিয় অবকাশযাপনের গন্তব্য। এখানে বিলাসবহুল স্কি রিসোর্ট ও কোটি ডলারের বাড়ি আছে অনেকের।
ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, কারদাশিয়ানস ও গায়ক লিজা মিনেলির মতো তারকাদের অনেকেরই কোনো না কোনো সময়ে এই এলাকায় বাড়ি বা সম্পত্তি ছিল।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নেভাডা অঙ্গরাজ্যের সীমান্তজুড়ে আছে সুনীল জলরাশির হৃদ লেক তাহো। দৃষ্টিনন্দন সবুজ পর্বতে ঘেরা এই হৃদ ঘিরে পর্যটকদের বেশ আনাগোনা আছে। এখানকার সুন্দর সৈকত ও স্কি রিসোর্ট খুব বিখ্যাত। সিলিকন ভ্যালির রাজ্যটির সুন্দর এই জায়গায় অনেক সিনেমা ও টেলিভিশনের শুটিং হয়। সেখানে ফেসবুকের প্রতিষ্ঠাতা মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ গোপনে কিছু একটা করছিলেন— তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা-কল্পনা ছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে চমকপ্রদ এক তথ্য ফাঁস হয়েছে।
ক্যালিফোর্নিয়ার এসএফগেট বলছে, লেক তাহোর তীরে ৭৫ হাজার বর্গফুট জায়গার উপর সাতটি ভবনের বিশাল আবাসন কমপ্লেক্স গড়ার পরিকল্পনা করছেন মেটাপ্রধান। ২০১৮ সালের ডিসেম্বরে প্রয়াত ব্যাংকার রবার্ট কুইস্টের পরিবারের কাছ থেকে ২২০ লাখ ডলারে সাড়ে তিন একর জমি কিনেছিলেন তিনি। এর পরের মাসেই তিনি ক্যারাসোল এস্টেট নামে ৩৭০ লাখ ডলারে পাশের আরেকটি জায়গা কেনেন। তখনই এই পরিকল্পনার ভিত্তি তৈরি করেন জাকারবার্গ।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ক্যারাসোল এস্টেটে বড় ইয়ট ভেড়ার জন্য উপযুক্ত ঘাট, সাতটি বেডরুমের বাড়ি আছে। আর পাশের ব্রাশউড এস্টেটে ৬টি বেডরুম, ৫টি বাথরুম ও ২টি শাওয়ার রুমসহ বিশাল বাড়ি আছে। এসব বাড়ি ভেঙে ফেলে জাকারবার্গ নতুন কম্পাউন্ড গড়ছেন বলে দাবি করছে এসএফগেট।
এসএফগেট বলছে, ২০২২ সালে জমি কেনার জন্য লিমিটেড লাইএবিলিটি কোম্পানি ও গোল্ডেন রেঞ্জ এলএলসি কোম্পানিকে চিঠি পাঠিয়েছে তাহোর রিজিওনাল প্ল্যানিং এজেন্সি (টিআরপিএ)। সেখানে ক্যারাসোল এস্টেট ভেঙে ফেলার অনুমতি দেওয়া হয়েছে।
জাকারবার্গের বাড়ি তৈরির পরিকল্পনার নথিতে অনুসারে, এসব বাড়ি ভেঙে ফেলে জাকারবার্গ সাতটি ভবনের বিশাল কম্পাউন্ড তৈরি করা হবে। এর মধ্যে মূল বাড়িটি হবে ২০ হাজার বর্গফুটের, যার উচ্চতা ৩৫ ফুট।
আরেকটি স্থাপনার জন্য অনুমতি পেয়েছেন জাকারবার্গ, যেখানে বাংকহাউস, জিম, গেট হাউস, অফিস ও গেস্টহাউস থাকবে। এছাড়া এই সম্পত্তিতে কিছু ফায়ার পিট ও সেতুও থাকবে।
ক্যালিফোর্নিয়ার পলো অল্টোতে একটি ও হাওয়াইতে ১ হাজার ২০০ একর জমির মালিক জাকারবার্গ। বিজনেস ইনসাইডারের মতে, জাকারবার্গের সম্পত্তির পরিমাণ প্রায় ২০ কোটি ডলার।
নজকাড়ার পাহাড় ও প্রাকৃতিক বনভূমির জন্য লেক তাহো ধনিদের জনপ্রিয় অবকাশযাপনের গন্তব্য। এখানে বিলাসবহুল স্কি রিসোর্ট ও কোটি ডলারের বাড়ি আছে অনেকের।
ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, কারদাশিয়ানস ও গায়ক লিজা মিনেলির মতো তারকাদের অনেকেরই কোনো না কোনো সময়ে এই এলাকায় বাড়ি বা সম্পত্তি ছিল।
বিশ্বের দ্রুততম ফ্ল্যাশ মেমোরি উদ্ভাবন করে নতুন মাইলফলক স্থাপন করেছেন চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা এমন এক ধরনের নতুন নন-ভোলাটাইল মেমোরি তৈরি করেছেন, যা মাত্র ৪০০ পিকোসেকেন্ডে ডেটা রিড ও রাইট করতে পারে।
১ ঘণ্টা আগেমার্কিন বিচার বিভাগের একচেটিয়া আধিপত্য মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার এবং অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন ভার্জিনিয়ার মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিনকেমা।
২ ঘণ্টা আগেবৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
২০ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগে