Ajker Patrika

দরিদ্র শিক্ষার্থীদের বিনা মূল্যে ফ্রিল্যান্সিং শেখান শুভ

মুহাম্মদ শফিকুর রহমান 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সামনে একটি কম্পিউটার আর যদি প্রশিক্ষণ থাকে, তাহলে পৃথিবীর যেকোনো জায়গায় বসে ফ্রিল্যান্সার হওয়া সম্ভব। বাংলাদেশে শহরের বাইরে থাকা অনেক তরুণ এই কাজের সঙ্গে যুক্ত অনেক দিন ধরে। নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকায় বসে মাসে লাখ টাকা পর্যন্ত উপার্জন করছেন তাঁরা। নিজেরা ফ্রিল্যান্সিং শেখার পর এই তরুণদের অনেকে এখন ফ্রিল্যান্সিংয়ের ওপর প্রশিক্ষণ দিতেও শুরু করেছেন। মাদারীপুর জেলার মেহেদি হাসান শুভ তাঁদেরই একজন।

ফ্রিল্যান্সিং করে সময়ের সঙ্গে আয় বেড়েছে মেহেদি হাসান শুভর। সেই সঙ্গে অনেক তরুণের আয়ের পথ তৈরি করে দিতে ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেন তিনি।

বিনা মূল্যে ফ্রিল্যান্সিং শেখানো

পেইড কোর্সের পাশাপাশি বিনা মূল্যে ফ্রিল্যান্সিং শেখানোর কার্যক্রম শুরু করেছিলেন মেহেদি হাসান শুভ। এখন পর্যন্ত প্রায় ৪ হাজার তরুণ-তরুণীকে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং শিখিয়েছেন তিনি। এখন তাঁদের অনেকে নিজ এলাকায় বসে উপার্জন করছেন। শুধু তা-ই নয়, তাঁদের অনেকে আবার অন্যদের ফ্রিল্যান্সিং শিখিয়ে আয়ের পথ দেখাচ্ছেন। মেহেদি হাসান শুভ শুধু দরিদ্র ও অসহায় শিক্ষার্থীকে সম্পূর্ণ ফ্রি লাইভ সাপোর্ট এবং প্রশিক্ষণই দেন না, তাঁরা কীভাবে নিয়মিত আয় করবেন, সেই দিকনির্দেশনাও দিয়ে পাশে থাকেন। শুভ জানিয়েছেন, তিনি একটি পরিবারের অন্তত একজনকে স্বাবলম্বী করতে চেয়েছেন। যেন সেই ব্যক্তি দেশে রেমিট্যান্স আনতে পারেন। চাকরি না করে যেন চাকরির ক্ষেত্র তৈরি করতে সক্ষম হন।

মেহেদি হাসান শুভ। ছবি: সংগৃহীত
মেহেদি হাসান শুভ। ছবি: সংগৃহীত

বেড়েছে প্রশিক্ষণের পরিধি

শুভসহ কয়েকজন মিলে প্রতিষ্ঠা করেছেন এডু ফিউচার আইটি। আগে মাসে ১৫০ জনের মতো মানুষকে প্রশিক্ষণ দিলেও এখন তা ২০০ ছাড়িয়ে গেছে। অনলাইনে দেশ-বিদেশ থেকে আগ্রহীরা তাঁর প্রশিক্ষণে অংশ নেন। এ বিষয়ে সব তথ্য তাঁর পেজে দেওয়া থাকে। কোর্স করতে আগ্রহীরা রেজিস্ট্রেশন করে কোর্স শুরু করতে পারেন। তাঁর ইউটিউবের ভিডিও থেকেও ফ্রিল্যান্সিংয়ের নানা বিষয়ে জানার সুযোগ আছে।

আয় বেড়েছে

সময়ের সঙ্গে আরও বেশি উপার্জন করছেন মেহেদি হাসান শুভ। বর্তমানে প্রতি মাসে তাঁর আয় প্রায় ২ লাখ টাকা। তবে আয়ের অঙ্কের চেয়ে নিজের দক্ষতার দিকে বেশি নজর দিচ্ছেন তিনি। অন্যদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নিজের দক্ষতাকে প্রতিনিয়ত উন্নত করছেন।

নতুনদের জন্য টিপস

» নিজের পছন্দের কাজ নির্বাচন করতে হবে। এর পর সেই বিষয়ে শেখা শুরু করতে হবে।

» কাজে দক্ষ না হয়ে মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি করা উচিত নয়।

» ইংরেজিতে দুর্বল থাকলে আগে চর্চার মাধ্যমে ঠিক করে নিতে হবে। এ ছাড়া ক্লায়েন্টের সঙ্গে ভালো করে যোগাযোগের দক্ষতা তৈরি করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত