অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো টিউশন ফি পরিশোধে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন গ্রহণের ঘোষণা দিয়েছে স্কটল্যান্ডের একটি বেসরকারি বোর্ডিং স্কুল। চলতি বছরের শরৎকালীন সেশন থেকে এই সিদ্ধান্ত কার্যকর করবে স্কটল্যান্ডের আর্গাইল অ্যান্ড বুট কাউন্টির হেলেনসবার্গে অবস্থিত লোমন্ড স্কুল। বছরে সর্বোচ্চ ৩৮ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ ৩ ৫ হাজার ৭৪৫ টাকা) পর্যন্ত ফি নেয় ব্যয়বহুল স্কুলটি।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু অভিভাবকের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিটকয়েনে ফি নেওয়া হলেও মুদ্রার মূল্যের ওঠানামার ঝুঁকি এড়াতে তা প্রাথমিকভাবে যুক্তরাজ্যের পাউন্ডে রূপান্তর করা হবে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু বিটকয়েনই গ্রহণ করা হবে, অন্য কোনো ক্রিপ্টোকারেন্সি নয়। এই পদক্ষেপকে তারা ‘স্বাধীন চিন্তা ও উদ্ভাবনের মানসিকতার’ অংশ হিসেবে বিবেচনা করছে।
লোমন্ড স্কুলের প্রধান শিক্ষক ক্লেয়ার চিশলম বলেন, ‘এই স্কুল দীর্ঘদিন ধরে অনুসন্ধানী, চিন্তাশীল, যোগাযোগে পারদর্শী ও ঝুঁকি নিতে আগ্রহী শিক্ষার্থীদের গড়ে তুলেছে। তাই এটা খুব একটা বিস্ময়ের নয় যে, টেলিভিশনের আবিষ্কারক জন লোগি বেয়ার্ড আমাদের সাবেক শিক্ষার্থী ছিলেন।’
১৯৭৭ সালে লার্চফিল্ড স্কুল এবং সেন্ট ব্রাইড’স স্কুল ফর গার্লস একত্রিত হয়ে গঠিত হয় লোমন্ড স্কুল। এখানে তিন বছর বয়স থেকে ১৮ বছর পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারে। এটি স্কটল্যান্ডের প্রথম বোর্ডিং স্কুল, যেখানে ছেলেমেয়ে উভয়ের এক ছাদের নিচে থাকার সুযোগ চালু করেছিল। স্কুলটির সহশিক্ষা বোর্ডিং হাউসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত আন্তর্জাতিক শিক্ষার্থীরাও বসবাস করে। হেলেনসবার্গ, কারড্রস, ডাম্বারটন, ব্যালোচ, গ্লাসগো এবং স্কটল্যান্ডের হাইল্যান্ডস ও আইল্যান্ডসসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিশু-কিশোরেরা লোমন্ড স্কুলে পড়াশোনা করে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি বিটকয়েনের লেনদেন হবে ‘নিরাপদ, স্বচ্ছ এবং আইনগত’। যুক্তরাজ্যের অর্থনৈতিক নিয়ন্ত্রণ সংস্থার নীতিমালার আওতায় পরিচালিত হবে লেনদেনগুলো। এই নীতিমালার মধ্যে রয়েছে অর্থ পাচারবিরোধী ও করসংক্রান্ত বিধিমালা।
বিটকয়েনের মাধ্যমে ফি গ্রহণের উদ্যোগটি ঘোষিত হয় জাতীয় পর্যায়ের বিটকয়েন সম্মেলন চিটকোডে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ যেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিটকয়েন একটি বিকেন্দ্রীকৃত ডিজিটাল মুদ্রা, যার ওপর কোনো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নেই। ২০২৪ সালে এর মূল্য কিছুটা বেড়েছে, তবে এটি এcখনো অত্যন্ত অস্থির এবং এর মূল্য যেকোনো সময় হ্রাস বা বৃদ্ধি পেতে পারে।
তথ্যসূত্র: বিবিসি
আরও খবর পড়ুন
প্রথমবারের মতো টিউশন ফি পরিশোধে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন গ্রহণের ঘোষণা দিয়েছে স্কটল্যান্ডের একটি বেসরকারি বোর্ডিং স্কুল। চলতি বছরের শরৎকালীন সেশন থেকে এই সিদ্ধান্ত কার্যকর করবে স্কটল্যান্ডের আর্গাইল অ্যান্ড বুট কাউন্টির হেলেনসবার্গে অবস্থিত লোমন্ড স্কুল। বছরে সর্বোচ্চ ৩৮ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ ৩ ৫ হাজার ৭৪৫ টাকা) পর্যন্ত ফি নেয় ব্যয়বহুল স্কুলটি।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু অভিভাবকের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিটকয়েনে ফি নেওয়া হলেও মুদ্রার মূল্যের ওঠানামার ঝুঁকি এড়াতে তা প্রাথমিকভাবে যুক্তরাজ্যের পাউন্ডে রূপান্তর করা হবে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু বিটকয়েনই গ্রহণ করা হবে, অন্য কোনো ক্রিপ্টোকারেন্সি নয়। এই পদক্ষেপকে তারা ‘স্বাধীন চিন্তা ও উদ্ভাবনের মানসিকতার’ অংশ হিসেবে বিবেচনা করছে।
লোমন্ড স্কুলের প্রধান শিক্ষক ক্লেয়ার চিশলম বলেন, ‘এই স্কুল দীর্ঘদিন ধরে অনুসন্ধানী, চিন্তাশীল, যোগাযোগে পারদর্শী ও ঝুঁকি নিতে আগ্রহী শিক্ষার্থীদের গড়ে তুলেছে। তাই এটা খুব একটা বিস্ময়ের নয় যে, টেলিভিশনের আবিষ্কারক জন লোগি বেয়ার্ড আমাদের সাবেক শিক্ষার্থী ছিলেন।’
১৯৭৭ সালে লার্চফিল্ড স্কুল এবং সেন্ট ব্রাইড’স স্কুল ফর গার্লস একত্রিত হয়ে গঠিত হয় লোমন্ড স্কুল। এখানে তিন বছর বয়স থেকে ১৮ বছর পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারে। এটি স্কটল্যান্ডের প্রথম বোর্ডিং স্কুল, যেখানে ছেলেমেয়ে উভয়ের এক ছাদের নিচে থাকার সুযোগ চালু করেছিল। স্কুলটির সহশিক্ষা বোর্ডিং হাউসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত আন্তর্জাতিক শিক্ষার্থীরাও বসবাস করে। হেলেনসবার্গ, কারড্রস, ডাম্বারটন, ব্যালোচ, গ্লাসগো এবং স্কটল্যান্ডের হাইল্যান্ডস ও আইল্যান্ডসসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিশু-কিশোরেরা লোমন্ড স্কুলে পড়াশোনা করে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি বিটকয়েনের লেনদেন হবে ‘নিরাপদ, স্বচ্ছ এবং আইনগত’। যুক্তরাজ্যের অর্থনৈতিক নিয়ন্ত্রণ সংস্থার নীতিমালার আওতায় পরিচালিত হবে লেনদেনগুলো। এই নীতিমালার মধ্যে রয়েছে অর্থ পাচারবিরোধী ও করসংক্রান্ত বিধিমালা।
বিটকয়েনের মাধ্যমে ফি গ্রহণের উদ্যোগটি ঘোষিত হয় জাতীয় পর্যায়ের বিটকয়েন সম্মেলন চিটকোডে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ যেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিটকয়েন একটি বিকেন্দ্রীকৃত ডিজিটাল মুদ্রা, যার ওপর কোনো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নেই। ২০২৪ সালে এর মূল্য কিছুটা বেড়েছে, তবে এটি এcখনো অত্যন্ত অস্থির এবং এর মূল্য যেকোনো সময় হ্রাস বা বৃদ্ধি পেতে পারে।
তথ্যসূত্র: বিবিসি
আরও খবর পড়ুন
বৈধ ফেসবুক ব্যবহারকারীর জন্য এটি উদ্বেগের কারণ নয়। তবে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাঁদের অ্যাকাউন্ট ভুলবশত মুছে ফেলা হয়েছে। এর সুযোগ নিয়ে স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠেছে, যারা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
১৩ ঘণ্টা আগেঅ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
২ দিন আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৩ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৪ দিন আগে