ফিচার ডেস্ক
বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। চীনের এই প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষকে বিলাসবহুল গাড়ির অভিজ্ঞতা দিতে এনেছে তাদের নতুন মডেল সি লায়ন ৬। উন্নত ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি হিসেবে গাড়িটি দেশের অটোমোবাইল শিল্পে নতুন দিক উন্মোচন করতে চলেছে।
বিওয়াইডি সি লায়ন ৬-এর ‘ওশান অ্যাসথেটিকস’ অনুপ্রাণিত নকশা, নিজস্ব ব্লেড ব্যাটারি এবং এ খাতের অন্যতম দক্ষ প্রযুক্তির জন্য অনন্য। এর নান্দনিক ডিজাইন ক্রেতাদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। গাড়িটিতে ৬০ লিটার ফুয়েল ট্যাংক এবং ১৮ দশমিক ২ কিলোওয়াট ব্যাটারি রয়েছে।
এ দুটির সমন্বয়ে গাড়িটির ড্রাইভিং রেঞ্জ ১ হাজার ৯২ কিলোমিটারের বেশি।
এর জিয়াওইয়ুন দেড় লিটারের উচ্চ দক্ষতাসম্পন্ন ইঞ্জিনের মাধ্যমে মাত্র সাড়ে আট সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি অর্জন করা সম্ভব। এ ছাড়া এডিএএস, ৩৬০ ডিগ্রি এইচডি ক্যামেরা, ৬টি এয়ারব্যাগের মতো উন্নত নিরাপত্তা প্রযুক্তি গাড়িটিকে আরও সুরক্ষিত করেছে।
প্রথম ২০০ গ্রাহকের জন্য এ গাড়ির খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৬৩ দশমিক ৯ লাখ টাকা।
সর্বাধুনিক সব ফিচারের পাশাপাশি অনবদ্য ওয়ারেন্টি সুবিধা নিয়ে এসেছে এই গাড়ি। এর মধ্যে রয়েছে ট্র্যাকশন ব্যাটারির জন্য ৮ বছর বা ১ লাখ ৬০ হাজার কিলোমিটার এবং ড্রাইভ ইউনিটের জন্য ৮ বছর বা ১ লাখ ৫০ হাজার কিলোমিটার ওয়ারেন্টি।
বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। চীনের এই প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষকে বিলাসবহুল গাড়ির অভিজ্ঞতা দিতে এনেছে তাদের নতুন মডেল সি লায়ন ৬। উন্নত ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি হিসেবে গাড়িটি দেশের অটোমোবাইল শিল্পে নতুন দিক উন্মোচন করতে চলেছে।
বিওয়াইডি সি লায়ন ৬-এর ‘ওশান অ্যাসথেটিকস’ অনুপ্রাণিত নকশা, নিজস্ব ব্লেড ব্যাটারি এবং এ খাতের অন্যতম দক্ষ প্রযুক্তির জন্য অনন্য। এর নান্দনিক ডিজাইন ক্রেতাদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। গাড়িটিতে ৬০ লিটার ফুয়েল ট্যাংক এবং ১৮ দশমিক ২ কিলোওয়াট ব্যাটারি রয়েছে।
এ দুটির সমন্বয়ে গাড়িটির ড্রাইভিং রেঞ্জ ১ হাজার ৯২ কিলোমিটারের বেশি।
এর জিয়াওইয়ুন দেড় লিটারের উচ্চ দক্ষতাসম্পন্ন ইঞ্জিনের মাধ্যমে মাত্র সাড়ে আট সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি অর্জন করা সম্ভব। এ ছাড়া এডিএএস, ৩৬০ ডিগ্রি এইচডি ক্যামেরা, ৬টি এয়ারব্যাগের মতো উন্নত নিরাপত্তা প্রযুক্তি গাড়িটিকে আরও সুরক্ষিত করেছে।
প্রথম ২০০ গ্রাহকের জন্য এ গাড়ির খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৬৩ দশমিক ৯ লাখ টাকা।
সর্বাধুনিক সব ফিচারের পাশাপাশি অনবদ্য ওয়ারেন্টি সুবিধা নিয়ে এসেছে এই গাড়ি। এর মধ্যে রয়েছে ট্র্যাকশন ব্যাটারির জন্য ৮ বছর বা ১ লাখ ৬০ হাজার কিলোমিটার এবং ড্রাইভ ইউনিটের জন্য ৮ বছর বা ১ লাখ ৫০ হাজার কিলোমিটার ওয়ারেন্টি।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
১ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
২ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
২ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৩ দিন আগে