ফিচার ডেস্ক
বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। চীনের এই প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষকে বিলাসবহুল গাড়ির অভিজ্ঞতা দিতে এনেছে তাদের নতুন মডেল সি লায়ন ৬। উন্নত ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি হিসেবে গাড়িটি দেশের অটোমোবাইল শিল্পে নতুন দিক উন্মোচন করতে চলেছে।
বিওয়াইডি সি লায়ন ৬-এর ‘ওশান অ্যাসথেটিকস’ অনুপ্রাণিত নকশা, নিজস্ব ব্লেড ব্যাটারি এবং এ খাতের অন্যতম দক্ষ প্রযুক্তির জন্য অনন্য। এর নান্দনিক ডিজাইন ক্রেতাদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। গাড়িটিতে ৬০ লিটার ফুয়েল ট্যাংক এবং ১৮ দশমিক ২ কিলোওয়াট ব্যাটারি রয়েছে।
এ দুটির সমন্বয়ে গাড়িটির ড্রাইভিং রেঞ্জ ১ হাজার ৯২ কিলোমিটারের বেশি।
এর জিয়াওইয়ুন দেড় লিটারের উচ্চ দক্ষতাসম্পন্ন ইঞ্জিনের মাধ্যমে মাত্র সাড়ে আট সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি অর্জন করা সম্ভব। এ ছাড়া এডিএএস, ৩৬০ ডিগ্রি এইচডি ক্যামেরা, ৬টি এয়ারব্যাগের মতো উন্নত নিরাপত্তা প্রযুক্তি গাড়িটিকে আরও সুরক্ষিত করেছে।
প্রথম ২০০ গ্রাহকের জন্য এ গাড়ির খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৬৩ দশমিক ৯ লাখ টাকা।
সর্বাধুনিক সব ফিচারের পাশাপাশি অনবদ্য ওয়ারেন্টি সুবিধা নিয়ে এসেছে এই গাড়ি। এর মধ্যে রয়েছে ট্র্যাকশন ব্যাটারির জন্য ৮ বছর বা ১ লাখ ৬০ হাজার কিলোমিটার এবং ড্রাইভ ইউনিটের জন্য ৮ বছর বা ১ লাখ ৫০ হাজার কিলোমিটার ওয়ারেন্টি।
বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। চীনের এই প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষকে বিলাসবহুল গাড়ির অভিজ্ঞতা দিতে এনেছে তাদের নতুন মডেল সি লায়ন ৬। উন্নত ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি হিসেবে গাড়িটি দেশের অটোমোবাইল শিল্পে নতুন দিক উন্মোচন করতে চলেছে।
বিওয়াইডি সি লায়ন ৬-এর ‘ওশান অ্যাসথেটিকস’ অনুপ্রাণিত নকশা, নিজস্ব ব্লেড ব্যাটারি এবং এ খাতের অন্যতম দক্ষ প্রযুক্তির জন্য অনন্য। এর নান্দনিক ডিজাইন ক্রেতাদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। গাড়িটিতে ৬০ লিটার ফুয়েল ট্যাংক এবং ১৮ দশমিক ২ কিলোওয়াট ব্যাটারি রয়েছে।
এ দুটির সমন্বয়ে গাড়িটির ড্রাইভিং রেঞ্জ ১ হাজার ৯২ কিলোমিটারের বেশি।
এর জিয়াওইয়ুন দেড় লিটারের উচ্চ দক্ষতাসম্পন্ন ইঞ্জিনের মাধ্যমে মাত্র সাড়ে আট সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি অর্জন করা সম্ভব। এ ছাড়া এডিএএস, ৩৬০ ডিগ্রি এইচডি ক্যামেরা, ৬টি এয়ারব্যাগের মতো উন্নত নিরাপত্তা প্রযুক্তি গাড়িটিকে আরও সুরক্ষিত করেছে।
প্রথম ২০০ গ্রাহকের জন্য এ গাড়ির খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৬৩ দশমিক ৯ লাখ টাকা।
সর্বাধুনিক সব ফিচারের পাশাপাশি অনবদ্য ওয়ারেন্টি সুবিধা নিয়ে এসেছে এই গাড়ি। এর মধ্যে রয়েছে ট্র্যাকশন ব্যাটারির জন্য ৮ বছর বা ১ লাখ ৬০ হাজার কিলোমিটার এবং ড্রাইভ ইউনিটের জন্য ৮ বছর বা ১ লাখ ৫০ হাজার কিলোমিটার ওয়ারেন্টি।
ইউটিউব মনিটাইজেশন চালু করে ভিডিও থেকে অর্থ উপার্জনের সুযোগ পান কনটেন্ট নির্মাতারা। তবে এই সুযোগ নিতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করতে হয়।
১০ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘স্টাডি মোড’ নামের নতুন ফিচার চালু করেছে ওপেনএআই। এই ফিচার একজন বাস্তব শিক্ষকের মতো শিক্ষার্থীদের নিজস্ব বিশ্লেষণ ও চিন্তাশক্তি গড়ে তুলতে সাহায্য করবে। স্টাডি মোড চালু থাকলে চ্যাটজিপিটি সরাসরি উত্তর দেওয়ার বদলে ব্যবহারকারীকে ধাপে ধাপে প্রশ্ন করে
১ দিন আগেযুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এইচ ২০ চিপের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই চিপে নিরাপত্তা বা নজরদারির ঝুঁকি রয়েছে কিনা তা জানতে কোম্পানিটিকে তলব করেছে চীনের সাইবার রেগুলেটরি সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি)।
১ দিন আগেজনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক অভিভাবকদের জন্য নতুন নিয়ন্ত্রণ সুবিধা চালু করেছে। ‘ফ্যামিলি পেয়ারিং’ নামের এই নতুন ফিচারের মাধ্যমে এখন অভিভাবকেরা তাদের সন্তানদের (১৩ থেকে ১৭ বছর বয়সী) অ্যাকাউন্টের সঙ্গে নিজের অ্যাকাউন্ট লিংক করতে পারবেন এবং বিভিন্ন গোপনীয়তা সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন।
১ দিন আগে