কুহেলী রহমান
বর্তমান সময়ে বাইকপ্রেমীদের মূল আকর্ষণ হলো স্পোর্টস বাইক। এতে মেলে সর্বোচ্চ পারফরম্যান্স, ফাস্ট এক্সিলারেশন এবং একটি আকর্ষণীয় লুক।
সম্প্রতি বাংলাদেশের বাজারে এসেছে বাজাজ পালসার এন১৬০ মোটরসাইকেল। এই ১৬০ সিসির মোটরসাইকেলে আছে ডুয়েল-চ্যানেল এবিএস।
নতুন পালসার এন১৬০ বাইকে আছে এলইডি প্রজেক্টর হেডলাইট ও আন্ডারবেলি এগজস্ট। আরও আছে ৩৭এমএম ফ্রন্ট সাসপেনশন। টুইন-চ্যানেল এবিএস ফিচারটি চাকা লক না হওয়া বা আটকে যাওয়া কিংবা যেকোনো রাস্তায় চাকা যেন পিছলে না যায়, তা নিশ্চিত করে। ৩৭ মিলিমিটার টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কসহ ফ্রন্ট সাসপেনশন দুর্দান্তভাবে গতি বাড়াতে ও থামাতে সাহায্য করে। পালসার এন১৬০তে নতুন ডিটিএস প্রযুক্তির ১৬০ দশমিক ৩ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৭ দশমিক ২ পিএস শক্তি ও ১৪ দশমিক ৬ নিউটন মিটার টর্ক পাওয়া যায়। সঙ্গে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, যা চালককে দেবে নতুন শক্তি।
বাইকটিতে কোনো কিক স্টার্টার নেই। রয়েছে সেলফ স্টার্টার। নতুন পালসার এন১৬০ দুই ধাতব রঙের আবহে তৈরি। বাইকটিতে আছে হাইটেক লুক। আধুনিক জীবনকে আরও সহজ করে তুলতে ট্যাংক ফ্ল্যাপের কাছেই রয়েছে ইউএসবি চার্জিং পয়েন্ট। দুটি ১৭ ইঞ্চি চাকার সামনের চাকায় ৩০০ মিলিমিটার ডিস্ক ব্রেক ও পেছনের চাকায় থাকছে ২৩০ মিলিমিটার ডিস্ক ব্রেক। এর সামনের চাকায় ১০০ সেকশন টায়ার ও পেছনের চাকায় ১৩০ সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে।
বাজাজ পালসার এন১৬০ পাওয়া যাচ্ছে উত্তরা মোটরস লিমিটেডের সব ডিলার পয়েন্টে। ব্রুকলিন ব্ল্যাক রঙের বাইকটির দাম ২ লাখ ৬০ হাজার টাকা। পালসার এন১৬০ কিনলে সঙ্গে থাকছে দুই বছরের ওয়ারেন্টি ও চারবার বিনা মূল্যে সার্ভিসিংয়ের সুযোগ।
বর্তমান সময়ে বাইকপ্রেমীদের মূল আকর্ষণ হলো স্পোর্টস বাইক। এতে মেলে সর্বোচ্চ পারফরম্যান্স, ফাস্ট এক্সিলারেশন এবং একটি আকর্ষণীয় লুক।
সম্প্রতি বাংলাদেশের বাজারে এসেছে বাজাজ পালসার এন১৬০ মোটরসাইকেল। এই ১৬০ সিসির মোটরসাইকেলে আছে ডুয়েল-চ্যানেল এবিএস।
নতুন পালসার এন১৬০ বাইকে আছে এলইডি প্রজেক্টর হেডলাইট ও আন্ডারবেলি এগজস্ট। আরও আছে ৩৭এমএম ফ্রন্ট সাসপেনশন। টুইন-চ্যানেল এবিএস ফিচারটি চাকা লক না হওয়া বা আটকে যাওয়া কিংবা যেকোনো রাস্তায় চাকা যেন পিছলে না যায়, তা নিশ্চিত করে। ৩৭ মিলিমিটার টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কসহ ফ্রন্ট সাসপেনশন দুর্দান্তভাবে গতি বাড়াতে ও থামাতে সাহায্য করে। পালসার এন১৬০তে নতুন ডিটিএস প্রযুক্তির ১৬০ দশমিক ৩ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৭ দশমিক ২ পিএস শক্তি ও ১৪ দশমিক ৬ নিউটন মিটার টর্ক পাওয়া যায়। সঙ্গে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, যা চালককে দেবে নতুন শক্তি।
বাইকটিতে কোনো কিক স্টার্টার নেই। রয়েছে সেলফ স্টার্টার। নতুন পালসার এন১৬০ দুই ধাতব রঙের আবহে তৈরি। বাইকটিতে আছে হাইটেক লুক। আধুনিক জীবনকে আরও সহজ করে তুলতে ট্যাংক ফ্ল্যাপের কাছেই রয়েছে ইউএসবি চার্জিং পয়েন্ট। দুটি ১৭ ইঞ্চি চাকার সামনের চাকায় ৩০০ মিলিমিটার ডিস্ক ব্রেক ও পেছনের চাকায় থাকছে ২৩০ মিলিমিটার ডিস্ক ব্রেক। এর সামনের চাকায় ১০০ সেকশন টায়ার ও পেছনের চাকায় ১৩০ সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে।
বাজাজ পালসার এন১৬০ পাওয়া যাচ্ছে উত্তরা মোটরস লিমিটেডের সব ডিলার পয়েন্টে। ব্রুকলিন ব্ল্যাক রঙের বাইকটির দাম ২ লাখ ৬০ হাজার টাকা। পালসার এন১৬০ কিনলে সঙ্গে থাকছে দুই বছরের ওয়ারেন্টি ও চারবার বিনা মূল্যে সার্ভিসিংয়ের সুযোগ।
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১২ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১২ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৫ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১৬ ঘণ্টা আগে