Ajker Patrika

কোরবানির পশুর ভার্চুয়াল হাট

অর্চি হক, ঢাকা
আপডেট : ২০ জুন ২০২৩, ১৪: ১৫
কোরবানির পশুর ভার্চুয়াল হাট

২০১৩-১৪ সাল নাগাদ অনলাইনে পশু বিক্রি শুরু হলেও করোনাকালে এই অনলাইন হাটগুলো জনপ্রিয় হতে শুরু করে। বিগত বছরগুলোর মতো এবারও অনলাইনে কোরবানির পশুর পসরা সাজাচ্ছে বেশ কিছু প্রতিষ্ঠান। কিছু প্রতিষ্ঠানের অনলাইন প্ল্যাটফর্মে আগে থেকে পশুর দাম নির্ধারণ করা থাকবে। কোনো কোনো প্ল্যাটফর্মে দরদামেরও সুযোগ থাকছে। প্রতিষ্ঠানগুলো অর্ডার করা পশুর হোম ডেলিভারির ব্যবস্থা করছে। বেশ কিছু প্ল্যাটফর্মে কোরবানির পশুর মাংস কেটে পরিষ্কার করে হোম ডেলিভারির ব্যবস্থাও রাখা হচ্ছে। 

পশুর ভার্চুয়াল হাট

  •  ডিজিটাল হাট: কোরবানির পশু কেনাবেচার বড় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ডিজিটাল হাট। এটুআই এক শপের তত্ত্বাবধানে পরিচালিত হবে সরকারি এই প্ল্যাটফর্ম। ডিজিটালহাট ডট জিওভি ডট বিডি (digitalhut.gov.bd) এই ওয়েবসাইটে গিয়ে পশুর ছবি ও সব তথ্য দেখে যে কেউ অর্ডার করতে পারবেন। কোরবানির পশু কিনতে অথবা এ-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কল করা যাবে ০৯৬১৪ ১০২০৩০ এই নম্বরে। ২০ জুন এই হাটের উদ্বোধনের কথা রয়েছে। তবে গত দুই বছরের মতো এবার এই হাটে স্লটারিং সেবা পাওয়া যাবে না।
  • বিক্রয়ডটকম: বিগত বছরগুলোর মতো এবারও বিক্রয়ডটকম থেকে কোরবানির পশু কেনা যাবে। ইতিমধ্যেই এই সাইটে বেশ কিছু কোরবানির পশুর ছবিসহ বিশদ বিবরণ আপলোড করা হয়েছে। বিক্রয়ডটকম থেকে পশু কেনাবেচার জন্য ভিজিট করুন।
  • বেঙ্গল মিট: কোরবানির পশু বিক্রির ক্ষেত্রে বেঙ্গল মিট ইতিমধ্যেই আস্থার জায়গা হয়ে উঠেছে। বেঙ্গল মিটে শুধু অনলাইনে বুকিং দিয়ে অগ্রিম অর্থ পরিশোধ করলেই ক্রেতার ঠিকানায় পশু কোরবানি করে নির্দিষ্ট সময়ে মাংস পৌঁছে দেওয়া হয়।
  • সাদেক অ্যাগ্রো: কয়েক বছর ধরে অনলাইনে কোরবানির পশু বিক্রি করছে সাদেক অ্যাগ্রো। রাজধানীর মোহাম্মদপুরে সাদেক অ্যাগ্রোর রয়েছে নিজস্ব খামার। (sadeeq-agro.com) এই  ওয়েবসাইটে গিয়ে যে কেউ পশুর ছবি, মূল্যসহ বিস্তারিত তথ্য দেখে পশু অর্ডার করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত