আজকের পত্রিকা ডেস্ক
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। এরই মধ্যে কম্পিউটারভিত্তিক ‘সুপারইন্টেলিজেন্স’ অর্জনের লক্ষ্যে ১৫ বিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ১১ বিলিয়ন পাউন্ড) বিনিয়োগ ঘোষণা করতে যাচ্ছে মার্ক জাকারবার্গের মেটা। এই বিনিয়োগের মাধ্যমে স্টার্টআপ স্কেল এআই ৪৯ শতাংশ শেয়ার কিনবে কোম্পানিটি।
সুপারইন্টেলিজেন্স হলো এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যা সব দিক থেকে মানুষের তুলনায় ভালো পারফরম্যান্স দেখাতে পারে। এখনো এআই সাধারণ মানুষের মতো সব ধরনের কাজ করতে পারে না, যেটি ‘আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স’ (এজিআই) নামে পরিচিত।
এই ধারণার ওপর কাজ করতে মেটা তাদের মেনলো পার্ক ক্যাম্পাসে প্রায় ৫০ জন অভিজ্ঞ এআই গবেষক ও ইঞ্জিনিয়ার নিয়ে একটি বিশেষজ্ঞ ‘সুপারইন্টেলিজেন্স গ্রুপ’ গঠন করছে। আর এই দলের নেতৃত্ব দেবেন এআই কেন্দ্রিক স্টার্টআপ ‘স্কেল এআই’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আলেক্সান্ডার ওয়াং।
মেটার এই উদ্যোগকে বিশ্লেষকেরা তাদের প্রতিদ্বন্দ্বী ওপেনএআই (স্যাম অল্টম্যান) ও গুগলের এআই অগ্রগতির পর হারানো নেতৃত্ব ফিরে পাওয়ার চেষ্টা হিসেবে দেখছেন। গত কয়েক মাসে মেটা’র নিজস্ব দুটি এআই মডেল—এললামা ৪ ও বিমথ কাঙ্ক্ষিত ফল দিতে ব্যর্থ হয়। এই প্রযুক্তিগত সীমাবদ্ধতায় অসন্তোষ প্রকাশ করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ফলস্বরূপ, তিনি সরাসরি এজিআই অর্জনে টেকসই অগ্রগতির জন্য একটি নতুন দল গঠনের উদ্যোগ নেন।
উল্লেখ্য, স্কেল এআই প্রতিষ্ঠিত হয়েছে ২০১৬ সালে। এনভিডিয়া, অ্যামাজন ও মেটা সমর্থিত এই স্টার্টআপটির সুখ্যাতি রয়েছে ডেটা লেবেলিং-এর জন্য। এআই প্রযুক্তি ও মেশিল লার্নিংয়ের গুরুত্বপূর্ণ এক প্রক্রিয়া হচ্ছে ডেটা লেবেলিং।
ডেটা লেবেলিং হচ্ছে—অগোছালো, এলোমেলো ডেটাকে চিহ্নিত করে সেগুলোকে গুছিয়ে বিভিন্ন অর্থপূর্ণ নামে (বা লেবেলে) সেগুলোকে শ্রেণীবদ্ধ (ক্যাটাগোরাইজ) করা। বিভিন্ন এআই মডেলের প্রশিক্ষণে কনটেক্সট বা প্রেক্ষাপট প্রদান করা হয় ডেটা লেবেলিং প্রক্রিয়ার মাধ্যমে।
চলতি বছরের মার্চে মাত্র ২৮ বছর বয়সী আলেক্সান্ড্র ওয়াং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে ‘থান্ডারফোর্জ’ নামের একটি চুক্তি করেন। এর মাধ্যমে সামরিক পরিকল্পনা ও অপারেশনে এআই প্রযুক্তির ব্যবহার শুরু হবে, বিশেষ করে ইন্দো-প্যাসিফিক ও ইউরোপীয় কমান্ডে।
মেটার এই সিদ্ধান্ত ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্বচ্ছতা ও জনআস্থা নিশ্চিত করে শক্তিশালী ও গবেষণাভিত্তিক এআই উন্নয়নের আহ্বান আরও জোরালো করেছে। অনেকে ‘সার্ন’-এর মতো একটি ইউরোপীয় এআই গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন। সুইজারল্যান্ডের সার্ন হচ্ছে ইউরোপের পারমাণবিক গবেষণা সংস্থা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তি বিষয়ক অধ্যাপক মাইকেল উলড্রিজ বলেন, ‘এটা খুব যৌক্তিক যে সার্নের মতো একটি ওপেন ও রোবাস্ট এআই উন্নয়ন কেন্দ্র ইউরোপে থাকা উচিত, যাতে আমরা বুঝতে পারি ও বিশ্বাস করতে পারি আমরা কী ধরনের প্রযুক্তি তৈরি করছি। গোপনে কাজ করলে সেটা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘মেটার এই পদক্ষেপ তাদের পুরোনো ব্যর্থতা ঢাকতে নেওয়া উদ্যোগ। মেটাভার্সে তারা বিপুল বিনিয়োগ করেছিল, তবে তা শুধু ব্যর্থই হয়নি, তা নিয়ে উপহাসও হয়েছে।’
উলড্রিজের আরও বলেন, ‘এজিআই অনেক দূরের বিষয়। আমরা এমন এআই তৈরি করেছি, যা দারুণ কিছু করতে পারে, আবার এমন সহজ কিছুতে ব্যর্থ হয়, যা একজন মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীর পক্ষেও তেমন কঠিন নয়।’
ইউনিভার্সিটি অব সারের ‘ইনস্টিটিউট ফর পিপল-সেন্টারড এআই’-এর অংশীদারত্ব ও উদ্ভাবন বিভাগের পরিচালক ড. অ্যান্ড্রু রোগয়স্কি মনে করেন, ‘এই চুক্তি প্রমাণ করে যে, এআই প্রতিষ্ঠানগুলো বিশ্বের যেকোনো স্থান থেকে মেধাবী এআই গবেষক-কর্মী সংগ্রহে মরিয়া হয়ে উঠেছে—চাই সেটা বিশ্ববিদ্যালয় হোক বা স্টার্টআপ।’
তাঁর মতে, মেটার এআই কৌশল ওপেনএআই কিংবা অ্যানথ্রপিকের চেয়ে ভিন্ন। ওদের জন্য এআই মূল লক্ষ্য নয়, বরং এটি তাদের মূল ব্যবসাকে সহায়তা করার একটি হাতিয়ার। তাই এজিআই অর্জনের জন্য তারা ততটা মরিয়া নয় এবং দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারছে।
জানা গেছে, স্কেল এআই-এর প্রধান আলেক্সান্ড্র ওয়াং মেটাতে একটি শীর্ষ পদে যোগ দিচ্ছেন। মেটা ও স্কেল এআই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও রয়টার্স
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। এরই মধ্যে কম্পিউটারভিত্তিক ‘সুপারইন্টেলিজেন্স’ অর্জনের লক্ষ্যে ১৫ বিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ১১ বিলিয়ন পাউন্ড) বিনিয়োগ ঘোষণা করতে যাচ্ছে মার্ক জাকারবার্গের মেটা। এই বিনিয়োগের মাধ্যমে স্টার্টআপ স্কেল এআই ৪৯ শতাংশ শেয়ার কিনবে কোম্পানিটি।
সুপারইন্টেলিজেন্স হলো এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যা সব দিক থেকে মানুষের তুলনায় ভালো পারফরম্যান্স দেখাতে পারে। এখনো এআই সাধারণ মানুষের মতো সব ধরনের কাজ করতে পারে না, যেটি ‘আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স’ (এজিআই) নামে পরিচিত।
এই ধারণার ওপর কাজ করতে মেটা তাদের মেনলো পার্ক ক্যাম্পাসে প্রায় ৫০ জন অভিজ্ঞ এআই গবেষক ও ইঞ্জিনিয়ার নিয়ে একটি বিশেষজ্ঞ ‘সুপারইন্টেলিজেন্স গ্রুপ’ গঠন করছে। আর এই দলের নেতৃত্ব দেবেন এআই কেন্দ্রিক স্টার্টআপ ‘স্কেল এআই’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আলেক্সান্ডার ওয়াং।
মেটার এই উদ্যোগকে বিশ্লেষকেরা তাদের প্রতিদ্বন্দ্বী ওপেনএআই (স্যাম অল্টম্যান) ও গুগলের এআই অগ্রগতির পর হারানো নেতৃত্ব ফিরে পাওয়ার চেষ্টা হিসেবে দেখছেন। গত কয়েক মাসে মেটা’র নিজস্ব দুটি এআই মডেল—এললামা ৪ ও বিমথ কাঙ্ক্ষিত ফল দিতে ব্যর্থ হয়। এই প্রযুক্তিগত সীমাবদ্ধতায় অসন্তোষ প্রকাশ করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ফলস্বরূপ, তিনি সরাসরি এজিআই অর্জনে টেকসই অগ্রগতির জন্য একটি নতুন দল গঠনের উদ্যোগ নেন।
উল্লেখ্য, স্কেল এআই প্রতিষ্ঠিত হয়েছে ২০১৬ সালে। এনভিডিয়া, অ্যামাজন ও মেটা সমর্থিত এই স্টার্টআপটির সুখ্যাতি রয়েছে ডেটা লেবেলিং-এর জন্য। এআই প্রযুক্তি ও মেশিল লার্নিংয়ের গুরুত্বপূর্ণ এক প্রক্রিয়া হচ্ছে ডেটা লেবেলিং।
ডেটা লেবেলিং হচ্ছে—অগোছালো, এলোমেলো ডেটাকে চিহ্নিত করে সেগুলোকে গুছিয়ে বিভিন্ন অর্থপূর্ণ নামে (বা লেবেলে) সেগুলোকে শ্রেণীবদ্ধ (ক্যাটাগোরাইজ) করা। বিভিন্ন এআই মডেলের প্রশিক্ষণে কনটেক্সট বা প্রেক্ষাপট প্রদান করা হয় ডেটা লেবেলিং প্রক্রিয়ার মাধ্যমে।
চলতি বছরের মার্চে মাত্র ২৮ বছর বয়সী আলেক্সান্ড্র ওয়াং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে ‘থান্ডারফোর্জ’ নামের একটি চুক্তি করেন। এর মাধ্যমে সামরিক পরিকল্পনা ও অপারেশনে এআই প্রযুক্তির ব্যবহার শুরু হবে, বিশেষ করে ইন্দো-প্যাসিফিক ও ইউরোপীয় কমান্ডে।
মেটার এই সিদ্ধান্ত ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্বচ্ছতা ও জনআস্থা নিশ্চিত করে শক্তিশালী ও গবেষণাভিত্তিক এআই উন্নয়নের আহ্বান আরও জোরালো করেছে। অনেকে ‘সার্ন’-এর মতো একটি ইউরোপীয় এআই গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন। সুইজারল্যান্ডের সার্ন হচ্ছে ইউরোপের পারমাণবিক গবেষণা সংস্থা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তি বিষয়ক অধ্যাপক মাইকেল উলড্রিজ বলেন, ‘এটা খুব যৌক্তিক যে সার্নের মতো একটি ওপেন ও রোবাস্ট এআই উন্নয়ন কেন্দ্র ইউরোপে থাকা উচিত, যাতে আমরা বুঝতে পারি ও বিশ্বাস করতে পারি আমরা কী ধরনের প্রযুক্তি তৈরি করছি। গোপনে কাজ করলে সেটা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘মেটার এই পদক্ষেপ তাদের পুরোনো ব্যর্থতা ঢাকতে নেওয়া উদ্যোগ। মেটাভার্সে তারা বিপুল বিনিয়োগ করেছিল, তবে তা শুধু ব্যর্থই হয়নি, তা নিয়ে উপহাসও হয়েছে।’
উলড্রিজের আরও বলেন, ‘এজিআই অনেক দূরের বিষয়। আমরা এমন এআই তৈরি করেছি, যা দারুণ কিছু করতে পারে, আবার এমন সহজ কিছুতে ব্যর্থ হয়, যা একজন মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীর পক্ষেও তেমন কঠিন নয়।’
ইউনিভার্সিটি অব সারের ‘ইনস্টিটিউট ফর পিপল-সেন্টারড এআই’-এর অংশীদারত্ব ও উদ্ভাবন বিভাগের পরিচালক ড. অ্যান্ড্রু রোগয়স্কি মনে করেন, ‘এই চুক্তি প্রমাণ করে যে, এআই প্রতিষ্ঠানগুলো বিশ্বের যেকোনো স্থান থেকে মেধাবী এআই গবেষক-কর্মী সংগ্রহে মরিয়া হয়ে উঠেছে—চাই সেটা বিশ্ববিদ্যালয় হোক বা স্টার্টআপ।’
তাঁর মতে, মেটার এআই কৌশল ওপেনএআই কিংবা অ্যানথ্রপিকের চেয়ে ভিন্ন। ওদের জন্য এআই মূল লক্ষ্য নয়, বরং এটি তাদের মূল ব্যবসাকে সহায়তা করার একটি হাতিয়ার। তাই এজিআই অর্জনের জন্য তারা ততটা মরিয়া নয় এবং দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারছে।
জানা গেছে, স্কেল এআই-এর প্রধান আলেক্সান্ড্র ওয়াং মেটাতে একটি শীর্ষ পদে যোগ দিচ্ছেন। মেটা ও স্কেল এআই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও রয়টার্স
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
২ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৪ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ দিন আগে