Ajker Patrika

হোয়াটসঅ্যাপে এআই দিয়ে প্রোফাইল ছবি তৈরি করা যাবে

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ মে ২০২৪, ১২: ২৩
Thumbnail image

মেসেজিং প্ল্যাটফর্মগুলোতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন ফিচার যুক্ত করছে মেটা। এরই ধারাবাহিকতায় হোয়াটসঅ্যাপে ‘এআই প্রোফাইল পিকচার’ নামে নতুন ফিচার নিয়ে আসছে কোম্পানিটি। এই ফিচারের মাধ্যমে এআইকে বিভিন্ন নির্দেশনা দিয়ে হোয়াটসঅ্যাপের জন্য পছন্দের প্রোফাইল ছবি তৈরি করা যাবে। 

ফিচারটি পরীক্ষা-নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই শুধু হোয়াটসঅ্যাপের ২.২৪. ১১.১৭ বেটা সংস্করণে ফিচারটি দেখতে পাওয়া গেছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো। ফিচারটির একটি স্ক্রিনশটও প্রকাশ করেছে ওয়েবসাইটটি। 

স্ক্রিনশটটি দেখে জানা যায় যে, প্রোফাইল ছবির সেটিংসের পেনসিল বা এডিট ট্যাবে ফিচারটি পাওয়া যাবে অথবা এটির জন্য অ্যাভাটারের মতো আলাদা ট্যাবও যুক্ত করতে পারে মেটা। ফিচারটি এআই স্টিকারের মতো কাজ করবে। তাই পছন্দমতো প্রোফাইল ছবি তৈরি করে নেওয়া যাবে। 

তবে ফিচারটির জন্য কোম্পানিটি কোনো এআই মডেল ব্যবহার করবে তা নিশ্চিত নয়। তবে ‘মেটা এআই সার্চ বার’-এর জন্য যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হয়েছে, সেটিই এই ফিচারের জন্য ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে ডাব্লুএবেটাইনফো। 

ব্যবহারকারীরা সার্চ বারের মাধ্যমে সরাসরি ছবি তৈরি করতে পারে। এ জন্য মেটার এআই চ্যাটবটে চ্যাটের মাধ্যমে নির্দেশনা দিতে হয়। এরপর চ্যাটবটটি ছবি তৈরি করে দিলে তা সেভ করতে হয় এবং ছবিটি আবার আপলোড করে হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করা যায়। তবে নতুন ফিচারটি চালু হলে এআই দিয়ে প্রোফাইল ছবি তৈরির প্রক্রিয়াটি আরও সহজ হবে। 

যাঁরা নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে চান, তাঁদের জন্য ফিচারটি বেশ সুবিধাজনক হবে। ফলে প্রোফাইল ছবিতে নিজেদের ছবি আর আপলোড করার প্রয়োজনীয়তা নেই। তবে সব ডিভাইসে কবে নাগাদ ফিচারটি চালু হবে, তা স্পষ্ট নয়। 

ইনস্টাগ্রামের জন্যও এআই ফটো এডিটিং টুল নিয়ে আসতে পারে মেটা। এ ছাড়া পুরোনো ডেটা মুছে ফেলার জন্য নতুন টুল তৈরির জন্যও কাজ করছে হোয়াটসঅ্যাপ। এই টুলের সাহায্যে মাত্র একটি ট্যাপের মাধ্যমে ভয়েস মেসেজের মতো বিভিন্ন ডেটা একই সঙ্গে মুছে ফেলা যাবে। 

এর আগে এআই দিয়ে কাস্টম স্টিকার তৈরির সুবিধাও দিয়েছে মেটা। নিজের ছবি দিয়ে স্টিকার তৈরি করা যায় হোয়াটসঅ্যাপে। 

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত