অনিন্দ্য চৌধুরী অর্ণব
ডিজাইন প্ল্যাটফর্ম হিসেবে ক্যানভার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো জটিল না হওয়ায় যে কেউ ওয়েবভিত্তিক এই প্ল্যাটফর্ম ব্যবহার করে চোখধাঁধানো ডিজাইন তৈরি করতে পারেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য পোস্ট তৈরি, বিভিন্ন ধরনের পণ্যের বিজ্ঞাপন ইত্যাদির জন্য ক্যানভায় রয়েছে অসংখ্য টেমপ্লেট।সেগুলো ব্যবহার করে বিজ্ঞাপন ও লোগো তৈরি করা যায়। এসব টেমপ্লেটের মধ্যে শুধু লেখা এবং ছবি পরিবর্তন করে নান্দনিক ডিজাইন তৈরি করা যায়। ক্যানভা অ্যাপটি ফ্রি; তবে এর প্রিমিয়াম ভার্সন রয়েছে। ফ্রিতেই ডিজাইন করা যায়। প্রিমিয়াম ভার্সনেও চমৎকার সব ছবি এবং টেমপ্লেট পাওয়া যায়। সেই সঙ্গে সরাসরি এক্সপোর্ট বা শেয়ারও করা যায়। এসব কারণেই দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে ক্যানভা অ্যাপটি।
ক্যানভার সুবিধা
প্রিমিয়াম সংস্করণের চার্জ
প্রিমিয়াম সংস্করণের প্রতি মাসের গ্রাহক ফি প্রতি ব্যবহারকারীর জন্য ৬ দশমিক ৪৯ ডলার। ক্যানভা টিমস একসঙ্গে পাঁচজন ব্যবহার করা যায়। এর বেশি ব্যক্তি ব্যবহার করলে বাড়তি চার্জ দিতে হবে। এর মাসিক ফি ১৩ ডলার। তবে একসঙ্গে এক বছরের চার্জ ১২০ ডলার।
ক্যানভা ছাড়াও ক্যানভার মতো সহজে কাজ করার জন্য আরও অনেক অ্যাপ আছে।
অ্যাডোবি স্পার্ক
ক্যানভার বিকল্প অ্যাপগুলোর মধ্যে অ্যাডোবি স্পার্ক অন্যতম। এটি অনলাইন এবং মোবাইল ফোনভিত্তিক ডিজাইন অ্যাপ। এটি ব্যবহার করে ফ্লায়ার, ইনস্টাগ্রাম ও ফেসবুক পোস্ট, ওয়েব পেজ ডিজাইন, ফটো কোলাজ, ব্র্যান্ডেড গ্রাফিকস এবং ভিডিও তৈরি করা যায়। এখানে প্রচুর টেমপ্লেট পাওয়া যায়। অ্যাডোবি স্পার্কে বিভিন্ন ধরনের ফন্ট, লে-আউট, রং ব্যবহার করা যায়। এটি ব্যবহার করার সময় ওয়েবে বা অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড, লাইটরুম সিসি, ড্রপবক্স বা গুগল ফটোয় ছবি দেখার সুযোগ পাওয়া যায়। এর ফ্রি ও প্রিমিয়াম—দুই সংস্করণই আছে। প্রিমিয়াম ভার্সন ব্যবহারের জন্য মাসিক ফি প্রায় ১ হাজার ২০০ টাকা এবং প্রিমিয়াম গ্রুপ ব্যবহারের মাসিক ফি প্রায় ২ হাজার ৩০০ টাকা।
ইজিল
ইজিল প্রাক্-ডিজাইনযুক্ত টেম্পলেটের সাহায্যে প্রজেক্ট তৈরির সুযোগ দেয়। এই টেমপ্লেটগুলো কাস্টমাইজ করা যায়। এর টেক্সট এফেক্টস টুল দারুণ কার্যকরি। এটি জিআইএফ ফরম্যাট আউটপুট দিতে পারে। আপলোড করা ছবি থেকে ব্যাকগ্রাউন্ড সরানো, ফোল্ডারে ছবি সাজানো ছাড়াও এটি দিয়ে অনেক কিছু করা যায়। ইজিল বেসিকের মাসিক ফি প্রায় ৯০০ টাকা। আর ইজিল এজের মাসিক ফি প্রায় ৬ হাজার টাকা।
ভিসমি
ডিজাইনের দুনিয়ায় নতুনদের জন্য ভিসমি দারুণ কার্যকর। এটি দিয়ে সহজে প্রেজেন্টেশন, চার্ট, মানচিত্র, ইনফোগ্রাফিকস, নথি, ভিডিও, ওয়েব গ্রাফিকসসহ আরও অনেক কিছু করা যায়। এতেও হাজার হাজার টেমপ্লেট রয়েছে। এ ছাড়া ভিসমি ফটো এডিটিং টুল অ্যানিমেশন তৈরির কাজে ব্যবহার করা সম্ভব। ভিসমিতে ৫টি প্রকল্প বিনা মূল্যে করা যায়। তবে ভিসমি স্ট্যান্ডার্ড ব্যবহারের জন্য প্রতি মাসে গুনতে হবে ২ হাজার ৬০০ টাকা।
স্নাপ্পা
স্নাপ্পাকে মনে করা হয় ক্যানভার অন্যতম সেরা বিকল্প। এতেও হাজার হাজার টেমপ্লেট পাওয়া যায়। স্নাপ্পা একাধারে পোস্ট মেকার, ইউটিউব থাম্বনেইল মেকার, ইনফোগ্রাফিক মেকার, ফেসবুক ইভেন্ট কভার মেকার, প্রোফাইল পিকচার মেকার। বিনা মূল্যে ব্যবহার করা গেলেও এর প্রফেশনাল সংস্করণের মাসিক ফি ১ হাজার ৫০০ টাকা। স্নাপ্পা টিম সংস্করণের মাসিক ফি ৩ হাজার ১০০ টাকা।
ক্রেলো
ক্রেলোতে পাওয়া যায় অসংখ্য অ্যানিমেটেড টেমপ্লেট। এর সাহায্যে ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মের জন্য বর্গাকার কিংবা উল্লম্ব— উভয় ফরম্যাটে ছবি ও ভিডিও তৈরি করা যায়। এর একটি বিশাল ইমেজ লাইব্রেরি রয়েছে। ক্রেলোর স্টার্টার প্যাকটি বিনা মূল্যে পাওয়া গেলেও প্রো-সংস্করণ ব্যবহার করতে প্রতি মাসে গুনতে হয় ৮০০ টাকা।
ডিজাইন প্ল্যাটফর্ম হিসেবে ক্যানভার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো জটিল না হওয়ায় যে কেউ ওয়েবভিত্তিক এই প্ল্যাটফর্ম ব্যবহার করে চোখধাঁধানো ডিজাইন তৈরি করতে পারেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য পোস্ট তৈরি, বিভিন্ন ধরনের পণ্যের বিজ্ঞাপন ইত্যাদির জন্য ক্যানভায় রয়েছে অসংখ্য টেমপ্লেট।সেগুলো ব্যবহার করে বিজ্ঞাপন ও লোগো তৈরি করা যায়। এসব টেমপ্লেটের মধ্যে শুধু লেখা এবং ছবি পরিবর্তন করে নান্দনিক ডিজাইন তৈরি করা যায়। ক্যানভা অ্যাপটি ফ্রি; তবে এর প্রিমিয়াম ভার্সন রয়েছে। ফ্রিতেই ডিজাইন করা যায়। প্রিমিয়াম ভার্সনেও চমৎকার সব ছবি এবং টেমপ্লেট পাওয়া যায়। সেই সঙ্গে সরাসরি এক্সপোর্ট বা শেয়ারও করা যায়। এসব কারণেই দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে ক্যানভা অ্যাপটি।
ক্যানভার সুবিধা
প্রিমিয়াম সংস্করণের চার্জ
প্রিমিয়াম সংস্করণের প্রতি মাসের গ্রাহক ফি প্রতি ব্যবহারকারীর জন্য ৬ দশমিক ৪৯ ডলার। ক্যানভা টিমস একসঙ্গে পাঁচজন ব্যবহার করা যায়। এর বেশি ব্যক্তি ব্যবহার করলে বাড়তি চার্জ দিতে হবে। এর মাসিক ফি ১৩ ডলার। তবে একসঙ্গে এক বছরের চার্জ ১২০ ডলার।
ক্যানভা ছাড়াও ক্যানভার মতো সহজে কাজ করার জন্য আরও অনেক অ্যাপ আছে।
অ্যাডোবি স্পার্ক
ক্যানভার বিকল্প অ্যাপগুলোর মধ্যে অ্যাডোবি স্পার্ক অন্যতম। এটি অনলাইন এবং মোবাইল ফোনভিত্তিক ডিজাইন অ্যাপ। এটি ব্যবহার করে ফ্লায়ার, ইনস্টাগ্রাম ও ফেসবুক পোস্ট, ওয়েব পেজ ডিজাইন, ফটো কোলাজ, ব্র্যান্ডেড গ্রাফিকস এবং ভিডিও তৈরি করা যায়। এখানে প্রচুর টেমপ্লেট পাওয়া যায়। অ্যাডোবি স্পার্কে বিভিন্ন ধরনের ফন্ট, লে-আউট, রং ব্যবহার করা যায়। এটি ব্যবহার করার সময় ওয়েবে বা অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড, লাইটরুম সিসি, ড্রপবক্স বা গুগল ফটোয় ছবি দেখার সুযোগ পাওয়া যায়। এর ফ্রি ও প্রিমিয়াম—দুই সংস্করণই আছে। প্রিমিয়াম ভার্সন ব্যবহারের জন্য মাসিক ফি প্রায় ১ হাজার ২০০ টাকা এবং প্রিমিয়াম গ্রুপ ব্যবহারের মাসিক ফি প্রায় ২ হাজার ৩০০ টাকা।
ইজিল
ইজিল প্রাক্-ডিজাইনযুক্ত টেম্পলেটের সাহায্যে প্রজেক্ট তৈরির সুযোগ দেয়। এই টেমপ্লেটগুলো কাস্টমাইজ করা যায়। এর টেক্সট এফেক্টস টুল দারুণ কার্যকরি। এটি জিআইএফ ফরম্যাট আউটপুট দিতে পারে। আপলোড করা ছবি থেকে ব্যাকগ্রাউন্ড সরানো, ফোল্ডারে ছবি সাজানো ছাড়াও এটি দিয়ে অনেক কিছু করা যায়। ইজিল বেসিকের মাসিক ফি প্রায় ৯০০ টাকা। আর ইজিল এজের মাসিক ফি প্রায় ৬ হাজার টাকা।
ভিসমি
ডিজাইনের দুনিয়ায় নতুনদের জন্য ভিসমি দারুণ কার্যকর। এটি দিয়ে সহজে প্রেজেন্টেশন, চার্ট, মানচিত্র, ইনফোগ্রাফিকস, নথি, ভিডিও, ওয়েব গ্রাফিকসসহ আরও অনেক কিছু করা যায়। এতেও হাজার হাজার টেমপ্লেট রয়েছে। এ ছাড়া ভিসমি ফটো এডিটিং টুল অ্যানিমেশন তৈরির কাজে ব্যবহার করা সম্ভব। ভিসমিতে ৫টি প্রকল্প বিনা মূল্যে করা যায়। তবে ভিসমি স্ট্যান্ডার্ড ব্যবহারের জন্য প্রতি মাসে গুনতে হবে ২ হাজার ৬০০ টাকা।
স্নাপ্পা
স্নাপ্পাকে মনে করা হয় ক্যানভার অন্যতম সেরা বিকল্প। এতেও হাজার হাজার টেমপ্লেট পাওয়া যায়। স্নাপ্পা একাধারে পোস্ট মেকার, ইউটিউব থাম্বনেইল মেকার, ইনফোগ্রাফিক মেকার, ফেসবুক ইভেন্ট কভার মেকার, প্রোফাইল পিকচার মেকার। বিনা মূল্যে ব্যবহার করা গেলেও এর প্রফেশনাল সংস্করণের মাসিক ফি ১ হাজার ৫০০ টাকা। স্নাপ্পা টিম সংস্করণের মাসিক ফি ৩ হাজার ১০০ টাকা।
ক্রেলো
ক্রেলোতে পাওয়া যায় অসংখ্য অ্যানিমেটেড টেমপ্লেট। এর সাহায্যে ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মের জন্য বর্গাকার কিংবা উল্লম্ব— উভয় ফরম্যাটে ছবি ও ভিডিও তৈরি করা যায়। এর একটি বিশাল ইমেজ লাইব্রেরি রয়েছে। ক্রেলোর স্টার্টার প্যাকটি বিনা মূল্যে পাওয়া গেলেও প্রো-সংস্করণ ব্যবহার করতে প্রতি মাসে গুনতে হয় ৮০০ টাকা।
সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১৫ ঘণ্টা আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
১৭ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
১৮ ঘণ্টা আগেবিভিন্ন বিষয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে কখনোই পিছপা হননি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা জেমস ক্যামেরন। এবার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও নিজস্ব মতামত দিলেন। টাইটানিক ও অ্যাভাটারের সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাত ৭০ বছর বয়সী এই পরিচালক।
২০ ঘণ্টা আগে