ফিচার ডেস্ক
জেফ বেজোস প্রতিষ্ঠিত মহাকাশযাত্রী পরিবহন প্রতিষ্ঠান ব্লু অরিজিন। শিশুদের মহাকাশ সম্পর্কে জানাতে এবং আগ্রহ তৈরি করতে ২০১৯ সালে তিনি তৈরি করেন অলাভজনক সংস্থা ‘ক্লাব ফর দ্য ফিউচার’। এটি হাইস্কুল পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠা করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক ও শিক্ষকেরাও সংস্থাটির সদস্য হতে পারবেন। এই ক্লাব মহাকাশে জীবনযাপন এবং কাজ করার সম্ভাবনা উন্মুক্ত রাখার জন্য কাজ করে যাচ্ছে।
এই ক্লাবের আকর্ষণীয় বিষয় পোস্টকার্ড। এই কার্ডে শিক্ষার্থীরা তাদের পরিচয়ের সঙ্গে কিছু লিখে বা ছবি এঁকে পাঠাতে পারবে ক্লাব ফর দ্য ফিউচারের ঠিকানায়। এ জন্য তাদের ওয়েবসাইট থেকে পোস্টকার্ড তৈরি করতে একটি টেমপ্লেট ডাউনলোড করতে হয়। পোস্টকার্ড পাঠানোর নির্দেশিকা সেখানে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।
পোস্টকার্ডগুলো সংগ্রহ করার পর ব্লু অরিজিন তাদের রকেটে মহাকাশে পাঠায়। এরপর স্পেস স্টেশনে থাকা মহাকাশচারীরা পোস্টকার্ডগুলো খোলেন। সেগুলো পড়া হলে একটি সিল মেরে দেন। নির্দিষ্ট সময়ে পোস্টকার্ডগুলো আবারও পৃথিবীতে ফিরে এসে প্রেরকের ঠিকানায় চলে যায়।
ক্লাব ফর দ্য ফিউচারের প্রথম মিশনটি পরিচালনা করা হয় ২০১৯ সালের ডিসেম্বরে। সে সময় হাজার হাজার শিক্ষার্থীর পোস্টকার্ড মহাকাশে পাঠানো হয় এবং পরে ‘মহাকাশে উড়েছে’ সিল দিয়ে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
ব্লু অরিজিনের জনসংযোগ পরিচালক ক্যাটলিন ডিট্রিচ বলেন, ‘আমরা পোস্টকার্ডগুলো মহাকাশে পাঠিয়ে দিই। পরবর্তী সময়ে স্ট্যাম্পসহ আবার প্রত্যেক শিক্ষার্থীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।’
জেফ বেজোস বলেছেন, ‘আমাদের লক্ষ্য ভবিষ্যতের প্রজন্মকে মহাকাশের প্রতি আগ্রহী করে তোলা; যাতে ভবিষ্যতে তারা পৃথিবীর বাইরে জীবনযাপন এবং কাজ করার স্বপ্ন দেখতে পারে।’ এই পর্যন্ত ২২টি দেশের কয়েক হাজার শিশু পোস্টকার্ড পাঠিয়েছে ক্লাব ফর দ্য ফিউচারে।
মহাকাশে পোস্টকার্ড পাঠানোর উদ্যোগ ১৯৩১ সাল থেকে শুরু হয়েছিল। প্রথমবারের মতো ১০২টি চিঠি একটি রকেটে মহাকাশে পাঠানো হয়েছিল। পরবর্তী সময়ে ১৯৬৯ সালে অ্যাপোলো ১১ মহাকাশচারীরা চাঁদ থেকে ফিরে আসার সময় পোস্টকার্ডে স্ট্যাম্প মেরেছিলেন।
সূত্র: ব্লু অরিজিন ওয়েবসাইট
জেফ বেজোস প্রতিষ্ঠিত মহাকাশযাত্রী পরিবহন প্রতিষ্ঠান ব্লু অরিজিন। শিশুদের মহাকাশ সম্পর্কে জানাতে এবং আগ্রহ তৈরি করতে ২০১৯ সালে তিনি তৈরি করেন অলাভজনক সংস্থা ‘ক্লাব ফর দ্য ফিউচার’। এটি হাইস্কুল পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠা করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক ও শিক্ষকেরাও সংস্থাটির সদস্য হতে পারবেন। এই ক্লাব মহাকাশে জীবনযাপন এবং কাজ করার সম্ভাবনা উন্মুক্ত রাখার জন্য কাজ করে যাচ্ছে।
এই ক্লাবের আকর্ষণীয় বিষয় পোস্টকার্ড। এই কার্ডে শিক্ষার্থীরা তাদের পরিচয়ের সঙ্গে কিছু লিখে বা ছবি এঁকে পাঠাতে পারবে ক্লাব ফর দ্য ফিউচারের ঠিকানায়। এ জন্য তাদের ওয়েবসাইট থেকে পোস্টকার্ড তৈরি করতে একটি টেমপ্লেট ডাউনলোড করতে হয়। পোস্টকার্ড পাঠানোর নির্দেশিকা সেখানে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।
পোস্টকার্ডগুলো সংগ্রহ করার পর ব্লু অরিজিন তাদের রকেটে মহাকাশে পাঠায়। এরপর স্পেস স্টেশনে থাকা মহাকাশচারীরা পোস্টকার্ডগুলো খোলেন। সেগুলো পড়া হলে একটি সিল মেরে দেন। নির্দিষ্ট সময়ে পোস্টকার্ডগুলো আবারও পৃথিবীতে ফিরে এসে প্রেরকের ঠিকানায় চলে যায়।
ক্লাব ফর দ্য ফিউচারের প্রথম মিশনটি পরিচালনা করা হয় ২০১৯ সালের ডিসেম্বরে। সে সময় হাজার হাজার শিক্ষার্থীর পোস্টকার্ড মহাকাশে পাঠানো হয় এবং পরে ‘মহাকাশে উড়েছে’ সিল দিয়ে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
ব্লু অরিজিনের জনসংযোগ পরিচালক ক্যাটলিন ডিট্রিচ বলেন, ‘আমরা পোস্টকার্ডগুলো মহাকাশে পাঠিয়ে দিই। পরবর্তী সময়ে স্ট্যাম্পসহ আবার প্রত্যেক শিক্ষার্থীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।’
জেফ বেজোস বলেছেন, ‘আমাদের লক্ষ্য ভবিষ্যতের প্রজন্মকে মহাকাশের প্রতি আগ্রহী করে তোলা; যাতে ভবিষ্যতে তারা পৃথিবীর বাইরে জীবনযাপন এবং কাজ করার স্বপ্ন দেখতে পারে।’ এই পর্যন্ত ২২টি দেশের কয়েক হাজার শিশু পোস্টকার্ড পাঠিয়েছে ক্লাব ফর দ্য ফিউচারে।
মহাকাশে পোস্টকার্ড পাঠানোর উদ্যোগ ১৯৩১ সাল থেকে শুরু হয়েছিল। প্রথমবারের মতো ১০২টি চিঠি একটি রকেটে মহাকাশে পাঠানো হয়েছিল। পরবর্তী সময়ে ১৯৬৯ সালে অ্যাপোলো ১১ মহাকাশচারীরা চাঁদ থেকে ফিরে আসার সময় পোস্টকার্ডে স্ট্যাম্প মেরেছিলেন।
সূত্র: ব্লু অরিজিন ওয়েবসাইট
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
১৩ ঘণ্টা আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৪ ঘণ্টা আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ দিন আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
২ দিন আগে