Ajker Patrika

কেনা ডিজিটাল পণ্য অ্যাপলের এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে স্থানান্তর করা যাবে

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৫২
এখন সেকেন্ডারি অ্যাকাউন্টে কেনা অ্যাপ, মিউজিক, এবং অন্যান্য কনটেন্ট প্রাথমিক অ্যাকাউন্টে স্থানান্তর করা যাবে। ছবি: আই ডাউনলোড ব্লগ
এখন সেকেন্ডারি অ্যাকাউন্টে কেনা অ্যাপ, মিউজিক, এবং অন্যান্য কনটেন্ট প্রাথমিক অ্যাকাউন্টে স্থানান্তর করা যাবে। ছবি: আই ডাউনলোড ব্লগ

ব্যবহারকারীদের অর্থ বাঁচাতে এবার একটি গুরুত্বপূর্ণ ফিচার চালু করেছে অ্যাপল। এর মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে কেনা ডিজিটাল পণ্য স্থানান্তর করা যাবে। বিশেষ করে যারা আইক্লাউড এবং অ্যাপ স্টোর বা অ্যাপল টিভির এর জন্য আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাদের জন্য এটি একটি সুবিধাজনক ব্যবস্থা।

অ্যাপল জানিয়েছে, ব্যবহারকারীরা এখন তাদের সেকেন্ডারি অ্যাকাউন্টে কেনা অ্যাপ, মিউজিক, এবং অন্যান্য কনটেন্ট প্রাথমিক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন। সাধারণত সেকেন্ডারি অ্যাকাউন্টটি কেনাকাটার জন্যই ব্যবহৃত হয়। অ্যাপল তাদের নতুন একটি সাপোর্ট আর্টিকেলে এই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে।

তবে, এই প্রক্রিয়া কাজ করার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে:

  • ব্যবহারকারীকে আইফোন বা আইপ্যাড এ দুটি অ্যাপল অ্যাকাউন্টে সাইন ইন থাকতে হবে।
  • দুটি অ্যাকাউন্টের লোকেশন একই অঞ্চলে থাকতে হবে।
  • অ্যাকাউন্টগুলোতে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ ফিচার চালু থাকতে হবে।
  • সেকেন্ডারি অ্যাকাউন্টে মিডিয়া এবং ‘পারচেজ’ সেটিংস সক্রিয় থাকতে হবে এবং প্রাথমিক অ্যাকাউন্টে আই ক্লাউড সাইন ইন থাকতে হবে।
  • সেকেন্ডারি অ্যাকাউন্টটি অন্য কোনো ফ্যামিলি শেয়ারিং গ্রুপের অংশ হতে পারবে না।
  • সেকেন্ডারি অ্যাকাউন্টে আগের কোনো সেবার ব্যালান্স, রেন্টাল বা প্রি অর্ডার থাকা চলবে না।
  • শেষ কোনো ডিজিটাল পণ্য কেনার পর ১৫ দিন অপেক্ষা করতে হবে।

এসব শর্ত পূরণ হওয়ার পর ফিচারটি কাজ করবে।

ফিচারটি চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. আইওএস ডিভাইসে সেটিংস অ্যাপটি খুলুন।

২. নামের ওপর ট্যাপ করুন। এরপর মিডিয়া অ্যান্ড পারচেজ এ ট্যাপ করুন।

৩. ভিউ অ্যাকাউন্ট এ ট্যাপ করুন (যদি সাইন ইন করতে হয়)।

৪. এখন ‘মাইগ্রেট পারচেজ’ অপশনে এ ট্যাপ করুন।

৫. অ্যাকাউন্টের তথ্যগুলো পর্যালোচনা করুন এবং স্থানান্তর সম্পন্ন করতে নির্দেশাবলি অনুসরণ করুন।

একবার প্রক্রিয়া শেষ হলে ‘পারচেজ হ্যাভ বিন মাইগ্রেটেড’ বলে একটি বার্তা দেখাবে।

স্থানান্তরের পরে সেকেন্ডারি অ্যাকাউন্টটি আর ডিজিটাল পণ্য কেনাকাটার জন্য ব্যবহার করা যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত