অনলাইন ডেস্ক
ঘুম থেকে উঠে কেউ ধীর লয়ের কেউবা দ্রুত ছন্দের নাচের গান শুনতে চায়। ব্যক্তিবিশেষে গানের পছন্দ ভিন্ন হতে পারে। এ জন্য গান শোনার প্ল্যাটফর্ম স্পটিফাই নিয়ে এল ‘ডেলিস্ট’ নামে নতুন ফিচার। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবলের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।
সাধারণ বা ‘এআই ডিজে’র মত প্লেলিস্ট নয় ডেলিস্ট। ব্যবহারকারীর সারাদিনের গান শোনার অভ্যাসের ওপর ভিত্তি করে এই প্লে–লিস্ট তৈরি করা হয়। ধরুন আপনি যখন সকালবেলায় তাড়াহুড়ার মধ্যে থাকবেন তখন যে ধরনের গান শুনবেন সেই গান বিকেলে হাঁটার সময় বা সন্ধ্যার সময় শুনতে ভালো লাগবে না।
স্পটিফাই ব্যবহারকারীর রুচি ও পছন্দ অনুযায়ী প্লে–লিস্ট তৈরি করে। সেভাবেই ব্যবহারকারী দিনের যে সময়ে যে ধরনের গান শুনতে পছন্দ করে সেসব গানের তালিকা তৈরি করে ডেলিস্ট-এর মাধ্যমে স্ট্রিম করা হবে।
স্পটিফাইয়ের মুখপাত্র বলেন, সময়, দিন ও সপ্তাহ অনুযায়ী ব্যবহারকারীর জন্য মানানসই গান স্ট্রিম করবে ডেলিস্ট। তবে এই তালিকা নিয়মিত হালনাগাদ হবে।
ফিচারটি ব্যবহার করার জন্য সার্চ অপশনে ‘ডেলিস্ট’ টাইপ করতে হবে। ব্যবহারকারী কখন যে ধরনের গান শুনতে পছন্দ করেন, তা এই ফিচারের মাধ্যমে প্রকাশ পাবে। এটি ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী নতুন গানের পরামর্শ দেবে।
ঘুম থেকে উঠে কেউ ধীর লয়ের কেউবা দ্রুত ছন্দের নাচের গান শুনতে চায়। ব্যক্তিবিশেষে গানের পছন্দ ভিন্ন হতে পারে। এ জন্য গান শোনার প্ল্যাটফর্ম স্পটিফাই নিয়ে এল ‘ডেলিস্ট’ নামে নতুন ফিচার। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবলের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।
সাধারণ বা ‘এআই ডিজে’র মত প্লেলিস্ট নয় ডেলিস্ট। ব্যবহারকারীর সারাদিনের গান শোনার অভ্যাসের ওপর ভিত্তি করে এই প্লে–লিস্ট তৈরি করা হয়। ধরুন আপনি যখন সকালবেলায় তাড়াহুড়ার মধ্যে থাকবেন তখন যে ধরনের গান শুনবেন সেই গান বিকেলে হাঁটার সময় বা সন্ধ্যার সময় শুনতে ভালো লাগবে না।
স্পটিফাই ব্যবহারকারীর রুচি ও পছন্দ অনুযায়ী প্লে–লিস্ট তৈরি করে। সেভাবেই ব্যবহারকারী দিনের যে সময়ে যে ধরনের গান শুনতে পছন্দ করে সেসব গানের তালিকা তৈরি করে ডেলিস্ট-এর মাধ্যমে স্ট্রিম করা হবে।
স্পটিফাইয়ের মুখপাত্র বলেন, সময়, দিন ও সপ্তাহ অনুযায়ী ব্যবহারকারীর জন্য মানানসই গান স্ট্রিম করবে ডেলিস্ট। তবে এই তালিকা নিয়মিত হালনাগাদ হবে।
ফিচারটি ব্যবহার করার জন্য সার্চ অপশনে ‘ডেলিস্ট’ টাইপ করতে হবে। ব্যবহারকারী কখন যে ধরনের গান শুনতে পছন্দ করেন, তা এই ফিচারের মাধ্যমে প্রকাশ পাবে। এটি ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী নতুন গানের পরামর্শ দেবে।
যখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৬ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
২১ ঘণ্টা আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য আলোচনা করছে জাপানের অন্যতম শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান সফটব্যাংক। নতুন বিনিয়োগের ফলে ওপেনএআই–এর মোট বাজারমূল্য ৩০০ বিলয়ন ডলার হবে। এই আলোচনা সফল হলে, এটি একক ফান্ডিং রাউন্ডে সর্বোচ্চ পরিমাণ অর্থ
১ দিন আগে