Ajker Patrika

ওয়াই-ফাই ধীরে চললে কী করবেন

ফিচার ডেস্ক
ওয়াই-ফাই ধীরে চললে কী করবেন

ঘরের ইন্টারনেট হঠাৎ ধীরে চলতে শুরু করেছে। ভিডিও দেখতে গিয়ে বারবার থেমে যায়। অনেকে মনে করেন, সমস্যা রাউটার কিংবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারে। কিন্তু সত্যি বলতে, সমস্যার পেছনে থাকতে পারে আপনার ঘরের সাধারণ জিনিসপত্র। আয়না, ধাতব ফার্নিচার, মাইক্রোওয়েভ, ব্লুটুথ ডিভাইস, এমনকি অ্যাকুয়ারিয়ামও ওয়াই-ফাই সিগন্যাল ব্লক করে। এতে গতি কমে যায় এবং সিগন্যালের কভারেজ সংকুচিত হয়।

সাধারণ জিনিস কীভাবে বাধা দেয়

  • আয়না ও ধাতব জিনিস: বড় আয়না বা ধাতব তাক সিগন্যালকে প্রতিফলিত বা শোষণ করে।
  • ব্লুটুথ ডিভাইস: অ্যালেক্সা, গুগল হোম বা অন্যান্য ব্লুটুথ ডিভাইস একই রকম ফ্রিকোয়েন্সিতে কাজ করে। রাউটার কাছে থাকলে সিগন্যাল ধীর হয়ে যায়।
  • মাইক্রোওয়েভ: রান্না করার সময় নির্গত হওয়া ওয়েভ ওয়াই-ফাইয়ের গতি কমিয়ে দেওয়ার কারণ।
  • অ্যাকুয়ারিয়াম বা পানিভর্তি ট্যাংক: পানি ওয়াই-ফাই সিগন্যাল শোষণ এবং বিভ্রান্ত করে।
  • ফার্নিচার: বড় ধাতব বা কাঠের ফার্নিচার সিগন্যাল বাধা দেয়।
  • দেয়াল ও দরজা: ঘন দেয়াল কিংবা বন্ধ দরজা ওয়াই-ফাই ব্লক করে।

সহজ সমাধান

এ ধরনের সমস্যার সমাধান করতে কোনো খরচের প্রয়োজন নেই। শুধু কিছু সহজ কাজ করলে যথেষ্ট। রাউটারকে মধ্যবর্তী, উঁচু ও খোলা জায়গায় রাখুন, দেয়াল বা কোনা থেকে দূরে। যেসব জিনিস সিগন্যালকে বাধা দিচ্ছে; যেমন আয়না, বড় ধাতব ফার্নিচার, ব্লুটুথ ডিভাইস, মাইক্রোওয়েভ, অ্যাকুয়ারিয়াম সেগুলো সরিয়ে নিন কিংবা রাউটার থেকে দূরে রাখুন।

এই ছোট পরিবর্তনগুলো আপনার ওয়াই-ফাই স্পিড, কভারেজ ও স্থিতিশীলতা বাড়াতে পারে। এতে ডাউনলোড দ্রুত হবে, স্ট্রিমিং মসৃণ হবে, গেমিং ল্যাগ মুক্ত থাকবে এবং ভিডিও কলও থাকবে বাধাহীন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত