অনলাইন ডেস্ক
দুই বছরেরও বেশি সময় আগে আইফোনের সবচেয়ে সাশ্রয়ী মডেল ‘এসই ৩’ বাজারে এনেছে অ্যাপল। তাই চতুর্থ প্রজন্মের এসই ৪ মডেলটি কবে বাজারে আসবে তা নিয়ে অ্যাপল প্রেমীদের ব্যাপক আগ্রহ রয়েছে। তবে এই বছরও এই ফোন উন্মোচন হওয়ার সম্ভাবনা কম। বরং ২০২৫ এর শুরুর দিকে বাজারে আসতে পারে এআই ফিচারসহ আইফোন এসই ৪। ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এসব তথ্য জানিয়েছে।
অ্যাপল বিশ্লেষক মিং-চি কু এবং প্রযুক্তি প্রকাশনা দ্য ইনফরমেশন এর আগেই বলেছিল, পরবর্তী আইফোন এসই ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে বাজারে আসবে। অর্থাৎ এই সময়সীমা একাধিক সূত্র নিশ্চিত করেছে। দ্য ইনফরমেশন আরও বলে, অ্যাপলের সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো অক্টোবর মাসে ডিভাইসটির উৎপাদন শুরু করবে।
অ্যাপলের আইফোন ১৫ প্রো ছাড়া আর কোনো আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার নেই। আগামী ৯ সেপ্টেম্বরে আইফোন ১৬ বাজারে আসতে পারে। আইফোন ১৬ এর সব মডেলে এআই ফিচার থাকবে বলে আশা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। তাই আইফোন এসই ৪ মডেলেও এআই ফিচার থাকার সম্ভাবনা বেশি।
প্রথাগতভাবে অ্যাপলের সবচেয়ে সস্তা ফোন হচ্ছে আইফোন এসই। সর্বশেষ ২০২২ সালে বাজারে আনা হয়েছিল এসই মডেলের ফোন।
বর্তমান যুক্তরাষ্ট্রে আইফোন এসই এর ৬৪ জিবি ও ৪ জিবি সংস্করণের দাম ৪২৯ ডলার। এই ডিভাইসে প্রধান ফিচারগুলো হলো—এতে ৪ দশমিক ৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, এ১৫ বায়োনিক চিপ, টাচ আইডি,৫জি সমর্থনসহ কোয়ালকম চিপ, ১২ মেগাপিক্সেল রেয়ার (পেছনের) ক্যামেরা ও লাইটনিং পোর্ট রয়েছে।
এ ছাড়া নতুন এসই ফোনগুলো আইফোন ১৪ মডেলের আদলে নির্মাণ করা হতে পারে। এ ক্ষেত্রে আইফোন এক্সের আগের মডেলের ডিজাইনের বদলে সাম্প্রতিক মডেলের মতো করে একে তৈরি করা হবে। নতুন এসই মডেলে ৬ দশমিক ১ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, এ১৮ চিপ, ফেইস আইডি, ইউএসবি সি পোর্ট, অ্যাকশন বাটন, অ্যাপলের নিজস্ব ৫জি চিপ, ৪৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং অ্যাপল ইন্টেলিজেন্সের জন্য ৮ জিবি র্যাম থাকতে পারে।
প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যানের মতে, নতুন আইফোন এসই মডেলটির দাম ৪০০ থেকে ৫০০ ডলারে মধ্যে হতে পারে। তাই আরও বড় ডিসপ্লে ও নতুন এআই ফিচারগুলো পাওয়া সত্ত্বেও এসই মডেলটি আইফোনগুলো মধ্যে সবচেয়ে সাশ্রয়ী হবে।
অ্যাপল সব সময় গ্রাহকের চমকে দেয়। তাই আইফোন এসই সিরিজের উন্মোচনের সময়সূচিও অনিশ্চিত। বাজারে আইফোন এসই ৩ এর সরবরাহ কম তাই আইফোন এসই ৪ দ্রুত বাজারে আসতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: দ্য ভার্জ, ম্যাকরিউমার ও অ্যান্ড্রয়েড অথোরিটি
দুই বছরেরও বেশি সময় আগে আইফোনের সবচেয়ে সাশ্রয়ী মডেল ‘এসই ৩’ বাজারে এনেছে অ্যাপল। তাই চতুর্থ প্রজন্মের এসই ৪ মডেলটি কবে বাজারে আসবে তা নিয়ে অ্যাপল প্রেমীদের ব্যাপক আগ্রহ রয়েছে। তবে এই বছরও এই ফোন উন্মোচন হওয়ার সম্ভাবনা কম। বরং ২০২৫ এর শুরুর দিকে বাজারে আসতে পারে এআই ফিচারসহ আইফোন এসই ৪। ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এসব তথ্য জানিয়েছে।
অ্যাপল বিশ্লেষক মিং-চি কু এবং প্রযুক্তি প্রকাশনা দ্য ইনফরমেশন এর আগেই বলেছিল, পরবর্তী আইফোন এসই ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে বাজারে আসবে। অর্থাৎ এই সময়সীমা একাধিক সূত্র নিশ্চিত করেছে। দ্য ইনফরমেশন আরও বলে, অ্যাপলের সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো অক্টোবর মাসে ডিভাইসটির উৎপাদন শুরু করবে।
অ্যাপলের আইফোন ১৫ প্রো ছাড়া আর কোনো আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার নেই। আগামী ৯ সেপ্টেম্বরে আইফোন ১৬ বাজারে আসতে পারে। আইফোন ১৬ এর সব মডেলে এআই ফিচার থাকবে বলে আশা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। তাই আইফোন এসই ৪ মডেলেও এআই ফিচার থাকার সম্ভাবনা বেশি।
প্রথাগতভাবে অ্যাপলের সবচেয়ে সস্তা ফোন হচ্ছে আইফোন এসই। সর্বশেষ ২০২২ সালে বাজারে আনা হয়েছিল এসই মডেলের ফোন।
বর্তমান যুক্তরাষ্ট্রে আইফোন এসই এর ৬৪ জিবি ও ৪ জিবি সংস্করণের দাম ৪২৯ ডলার। এই ডিভাইসে প্রধান ফিচারগুলো হলো—এতে ৪ দশমিক ৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, এ১৫ বায়োনিক চিপ, টাচ আইডি,৫জি সমর্থনসহ কোয়ালকম চিপ, ১২ মেগাপিক্সেল রেয়ার (পেছনের) ক্যামেরা ও লাইটনিং পোর্ট রয়েছে।
এ ছাড়া নতুন এসই ফোনগুলো আইফোন ১৪ মডেলের আদলে নির্মাণ করা হতে পারে। এ ক্ষেত্রে আইফোন এক্সের আগের মডেলের ডিজাইনের বদলে সাম্প্রতিক মডেলের মতো করে একে তৈরি করা হবে। নতুন এসই মডেলে ৬ দশমিক ১ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, এ১৮ চিপ, ফেইস আইডি, ইউএসবি সি পোর্ট, অ্যাকশন বাটন, অ্যাপলের নিজস্ব ৫জি চিপ, ৪৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং অ্যাপল ইন্টেলিজেন্সের জন্য ৮ জিবি র্যাম থাকতে পারে।
প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যানের মতে, নতুন আইফোন এসই মডেলটির দাম ৪০০ থেকে ৫০০ ডলারে মধ্যে হতে পারে। তাই আরও বড় ডিসপ্লে ও নতুন এআই ফিচারগুলো পাওয়া সত্ত্বেও এসই মডেলটি আইফোনগুলো মধ্যে সবচেয়ে সাশ্রয়ী হবে।
অ্যাপল সব সময় গ্রাহকের চমকে দেয়। তাই আইফোন এসই সিরিজের উন্মোচনের সময়সূচিও অনিশ্চিত। বাজারে আইফোন এসই ৩ এর সরবরাহ কম তাই আইফোন এসই ৪ দ্রুত বাজারে আসতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: দ্য ভার্জ, ম্যাকরিউমার ও অ্যান্ড্রয়েড অথোরিটি
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
৪ ঘণ্টা আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
৫ ঘণ্টা আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
৫ ঘণ্টা আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
৮ ঘণ্টা আগে