Ajker Patrika

আইফোনে অপরিচিত ফোন নম্বরের পরিচয় বলে দেবে ‘সিরি’ 

প্রযুক্তি ডেস্ক
আইফোনে অপরিচিত ফোন নম্বরের পরিচয় বলে দেবে ‘সিরি’ 

আইফোন ব্যবহারকারীদের জন্য ‘লাইভ কলার আইডি’ সুবিধা চালু করেছে ট্রুকলার। এ সুবিধার ফলে অপরিচিতি নম্বর থেকে কেউ কল করলে ভার্চ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরির মাধ্যমে কলারের পরিচয় জানতে পারবেন আইফোন ব্যবহারকারীরা। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, এই সুবিধা পেতে অপরিচিত নম্বর থেকে ফোনকল আসার পর ‘হাই সিরি সার্চ ট্রুকলার’ বললে ডিসপ্লেতে সেই ব্যক্তির নাম-পরিচয় দেখা যাবে। 

লাইভ কলার আইডি’র সুবিধা বিনামূল্যে পাওয়া যাবে না। ট্রুকলারের প্রিমিয়াম ও গোল্ড প্রিমিয়াম ব্যবহারকারীরা প্রতি মাসে ৯৯ সেন্ট থেকে ৯ ডলার ৯৯ সেন্ট খরচ করে এ সুবিধা পেতে পারবেন। 

ফোনকল করা অপরিচিত ব্যক্তির পরিচয় জানতে প্রথমে প্রিমিয়াম মেনুতে অ্যাড টু সিরি অপশন সিলেক্ট করে আইফোনে সার্চ ট্রুকলার শর্টকাট চালু করতে হবে। এরপর অপরিচিত নম্বর থেকে ফোনকল এলে সিরিকে নির্দেশ দিলেই সেই ব্যক্তির পরিচয় জানিয়ে দেবে এটি। ধারণা করা হচ্ছে, নতুন এই সুবিধা চালুর ফলে আইফোন ব্যবহারকারীদের মধ্যে ট্রুকলারের ব্যবহারে বাড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত