Ajker Patrika

২৫ বছরের যাত্রা থামছে অ্যালেক্সা ডট কমের 

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৪: ০৯
২৫ বছরের যাত্রা থামছে অ্যালেক্সা ডট কমের 

টেক জায়ান্ট অ্যামাজন ডট কমের জনপ্রিয় ওয়েবসাইট র‍্যাঙ্কিং সিস্টেম অ্যালেক্সা ডট কম বন্ধ হতে যাচ্ছে। আগামী ১ মে এটি বন্ধ হবে। ওয়েবসাইট অ্যানালাইসিসভিত্তিক এই উদ্যোগ ১৯৯৬ সালে যাত্রা শুরু করে। ১৯৯৯ সালে এটি কিনে নেয় অ্যামাজন।

গতকাল বুধবার একটি বিবৃতিতে অ্যামাজনের পক্ষ থেকে বলা হয়, ‘২৫ বছর আগে আমরা অ্যালেক্সা ইন্টারনেট প্রতিষ্ঠা করেছিলাম। এই প্ল্যাটফর্মটি ২০২২ সালের ১ মে বন্ধ হবে।’  

এক ব্লগ পোস্টে অ্যালেক্সা জানিয়েছে, ৮ ডিসেম্বরের পর নতুন করে অ্যালেক্সার সাবস্ক্রিপশন নেওয়া যাবে না। তবে যাঁদের দীর্ঘমেয়াদি সাবস্ক্রিপশন নেওয়া আছে, তাঁরা ১ মে ২০২২ পর্যন্ত এর সুবিধা পাবেন। 

অ্যামাজন বিবৃতিতে তার গ্রাহকদের ধন্যবাদ জানায়। 

অ্যামাজনের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই সেবাও ২০২২ সালের ৮ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে।

ওয়েবসাইটের ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়ার ক্ষেত্রে বিশ্বব্যাপী জনপ্রিয় অ্যালেক্সা ডট কম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত