Ajker Patrika

কী কী সুবিধা মিলবে নতুন ফিন্যানসিয়াল সার্ভিস ট্যাপে

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৪: ৫২
কী কী সুবিধা মিলবে নতুন ফিন্যানসিয়াল সার্ভিস ট্যাপে

ট্যাপ হচ্ছে বাংলাদেশে নতুন চালু হওয়া মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস।এটি ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং আজিয়াটা ডিজিটাল সার্ভিসেসের মাধ্যমে যৌথভাবে গঠিত হয়েছে। এই যৌথ উদ্যোগ ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড হিসেবে পরিচিত।

দেশের মোবাইল ব্যাংকিং সেবায় নতুন মাত্রা আনবে ট্রাস্ট ব্যাংকের সেবা ট্রাস্ট আজিয়াটা পে বা ট্যাপ। ট্যাপের মাধ্যমে এখন মোবাইলে বিভিন্ন অর্থ সেবা মিলবে।

ট্যাপ সেবার মাধ্যমে গ্রাহকেরা অর্থ জমা-লেনদেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগসংক্রান্ত ফি জমা দেওয়া, পরিষেবা বিল পরিশোধ, বিমার কিস্তি, রেমিট্যান্স গ্রহণ, অনলাইন মার্চেন্ট পেমেন্ট এবং সব মোবাইল ফোন অপারেটরের রিচার্জ সেবা গ্রহণ করতে পারবেন।

ট্যাপ সেবার একটি বিশেষত্ব হচ্ছে শুধু জাতীয় পরিচয়পত্র ও সেলফির মাধ্যমে সেবাটি গ্রহণের জন্য নিবন্ধন করা যাবে।গ্রাহকদের নিরাপদ সেবা প্রদান ট্যাপের লক্ষ্য। দেশের ডিজিটাল আর্থিক লেনদেনে নতুন মাত্রা যোগ করার ব্রত নিয়েই এসেছে ট্যাপ।

এই সেবাটির মাধ্যমে ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগসংক্রান্ত ফি এবং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফি পরিশোধ করা যাবে। ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, টি-ক্যাশের (ট্রাস্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিং) সব গ্রাহকেরা এখন ট্যাপের গ্রাহকে পরিণত হবেন।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস একটি অত্যাধুনিক ও উপযোগী প্রযুক্তি। এটি মানুষের আর্থিক সেবা প্রদানে বিশেষ আস্থা অর্জন করেছে।
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আর এশিয়ার টেকনিক্যাল জায়ান্ট হচ্ছে আজিয়াটা ডিজিটাল সার্ভিস। এই দুইটি প্রতিশ্রুতিশীল প্রতিষ্ঠান যৌথভাবে ট্যাপের মাধ্যমে দিবে সর্বোচ্চ সেবা।

ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, দেশের মানুষকে সেরা ব্যাংকিং সুবিধাটি প্রদান করাই ট্রাস্ট ব্যাংকের লক্ষ্য। এই ভাবনা থেকেই আজিয়াটা গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে ট্রাস্ট ব্যাংক। বাংলাদেশের মানুষকে লেনদেনের ডিজিটাল সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে ট্যাপ।সর্বস্তরের জনগণের মোবাইলে অর্থ লেনদেনে আস্থার প্রতীক হয়ে উঠবে ট্যাপ।

বিষয়:

আজিয়াটা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত