পল্লব শাহরিয়ার
একসময় ফ্রিল্যান্সিং অথবা অনলাইন আয় বলতে আমরা বুঝতাম কম্পিউটারে টাইপিং, ডেটা এন্ট্রি, ওয়েব ডিজাইন কিংবা সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো জটিল কাজ। কিন্তু প্রযুক্তির গতিপথ বদলে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আজকে একজন সাধারণ মানুষ, যাঁর উন্নত প্রোগ্রামিং জ্ঞান নেই, তিনিও ঘরে বসে এআইভিত্তিক কাজ করে আয় করতে পারছেন। শুধু সঠিকভাবে শেখা আর প্রয়োগ করার মনোভাব থাকলেই এআই হতে পারে নতুন কর্মজীবনের দরজা।
এআই আসলে মানুষের কাজ কেড়ে নেয়নি; বরং কাজের ধরন বদলে দিয়েছে। একজন ডিজাইনারকে এখন হয়তো আর শূন্য থেকে ছবি আঁকতে হচ্ছে না; বরং তিনি এআই দিয়ে বেসিক ডিজাইন তৈরি করে সেটিকে নিজের সৃজনশীলতায় পরিমার্জন করছেন। এতে সময় বাঁচছে, প্রজেক্ট বেশি নেওয়া যাচ্ছে, আয়ও বাড়ছে।
বাংলাদেশে এআইভিত্তিক আয়ের সম্ভাবনা
আইসিটি ডিভিশন সূত্রে জানা যায়, দেশে ফ্রিল্যান্সারের সংখ্যা এখন প্রায় সাড়ে ৬ লাখ। এ সংখ্যা ক্রমেই বাড়ছে। আগে বেশির ভাগ কাজ ছিল ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিংবা গ্রাফিক ডিজাইনকেন্দ্রিক। কিন্তু এখন এআইয়ের কারণে নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। যেমন—
এসব কাজের জন্য দরকার শুধু ইন্টারনেট সংযোগ, কিছুটা প্র্যাকটিস, আর সঠিক মার্কেটপ্লেসে উপস্থিতি।
বাস্তবে যে কাজগুলো শুরু করা যায় এখনই
এআই দিয়ে কনটেন্ট রাইটিং
ইন্টারনেটে কনটেন্টের চাহিদা কখনো কমে না—হোক তা ব্লগ, ই-কমার্স ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া পেজ বা নিউজপোর্টাল। আগে একজন কনটেন্ট রাইটারকে প্রতিটি লেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা গবেষণা ও টাইপিং করতে হতো। এখন চ্যাটজিপিটি কিংবা জিমিনির মতো টুল কয়েক মিনিটে খসড়া লিখে দিতে পারে।
এআই গ্রাফিক ডিজাইন
দৃশ্যমান কনটেন্টের গুরুত্ব যেকোনো অনলাইন ব্যবসায় অপরিসীম। আগে একজন ডিজাইনারকে ফটোশপ অথবা ইলাস্ট্রেটরের মতো সফটওয়্যারে দীর্ঘ সময় কাজ করতে হতো। এখন বিভিন্ন এআই টুল কয়েক মিনিটে দৃষ্টিনন্দন ডিজাইন বানিয়ে দিতে পারে।
এআই ভিডিও এডিটিং
ভিডিও কনটেন্ট এখন সবচেয়ে বেশি দেখা হয় সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে। গ্রাফিকসের মতো বিভিন্ন এআই টুল দিয়ে ভিডিও কাটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ভয়েস সিঙ্ক, এমনকি টেক্সট থেকে ভিডিও পর্যন্ত বানানো সম্ভব।
এআই ভয়েসওভার ও ডাবিং
পেশাদার ভয়েসওভার রেকর্ডিং করতে আগে ছিল স্টুডিও, মাইক্রোফোন ও ভয়েস আর্টিস্টের দরকার। এখন এআই ভয়েস জেনারেটর দিয়ে খুব সহজে পাওয়া যায় মানুষের মতো হুবহু কণ্ঠস্বর।
এআই অনুবাদ ও লোকালাইজেশন
গ্লোবাল মার্কেটে ভাষার প্রতিবন্ধকতা দূর করার দ্রুত উপায় হলো এআই ট্রান্সলেশন। যদিও সম্পাদনা দরকার হয়, তবু এআই অনুবাদে সময় ও খরচ কমে যায়।
কাজ কোথায় পাওয়া যায়
শুরু করার ধাপ
সতর্ক থাকার বিষয়
এআই এখন আর দূরের জিনিস নয়; একেবারে হাতের নাগালের সরঞ্জাম। যাঁরা শেখার জন্য প্রস্তুত, তাঁরা ঘরে বসে নতুন কর্মক্ষেত্র গড়ে তুলতে পারেন।
একসময় ফ্রিল্যান্সিং অথবা অনলাইন আয় বলতে আমরা বুঝতাম কম্পিউটারে টাইপিং, ডেটা এন্ট্রি, ওয়েব ডিজাইন কিংবা সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো জটিল কাজ। কিন্তু প্রযুক্তির গতিপথ বদলে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আজকে একজন সাধারণ মানুষ, যাঁর উন্নত প্রোগ্রামিং জ্ঞান নেই, তিনিও ঘরে বসে এআইভিত্তিক কাজ করে আয় করতে পারছেন। শুধু সঠিকভাবে শেখা আর প্রয়োগ করার মনোভাব থাকলেই এআই হতে পারে নতুন কর্মজীবনের দরজা।
এআই আসলে মানুষের কাজ কেড়ে নেয়নি; বরং কাজের ধরন বদলে দিয়েছে। একজন ডিজাইনারকে এখন হয়তো আর শূন্য থেকে ছবি আঁকতে হচ্ছে না; বরং তিনি এআই দিয়ে বেসিক ডিজাইন তৈরি করে সেটিকে নিজের সৃজনশীলতায় পরিমার্জন করছেন। এতে সময় বাঁচছে, প্রজেক্ট বেশি নেওয়া যাচ্ছে, আয়ও বাড়ছে।
বাংলাদেশে এআইভিত্তিক আয়ের সম্ভাবনা
আইসিটি ডিভিশন সূত্রে জানা যায়, দেশে ফ্রিল্যান্সারের সংখ্যা এখন প্রায় সাড়ে ৬ লাখ। এ সংখ্যা ক্রমেই বাড়ছে। আগে বেশির ভাগ কাজ ছিল ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিংবা গ্রাফিক ডিজাইনকেন্দ্রিক। কিন্তু এখন এআইয়ের কারণে নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। যেমন—
এসব কাজের জন্য দরকার শুধু ইন্টারনেট সংযোগ, কিছুটা প্র্যাকটিস, আর সঠিক মার্কেটপ্লেসে উপস্থিতি।
বাস্তবে যে কাজগুলো শুরু করা যায় এখনই
এআই দিয়ে কনটেন্ট রাইটিং
ইন্টারনেটে কনটেন্টের চাহিদা কখনো কমে না—হোক তা ব্লগ, ই-কমার্স ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া পেজ বা নিউজপোর্টাল। আগে একজন কনটেন্ট রাইটারকে প্রতিটি লেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা গবেষণা ও টাইপিং করতে হতো। এখন চ্যাটজিপিটি কিংবা জিমিনির মতো টুল কয়েক মিনিটে খসড়া লিখে দিতে পারে।
এআই গ্রাফিক ডিজাইন
দৃশ্যমান কনটেন্টের গুরুত্ব যেকোনো অনলাইন ব্যবসায় অপরিসীম। আগে একজন ডিজাইনারকে ফটোশপ অথবা ইলাস্ট্রেটরের মতো সফটওয়্যারে দীর্ঘ সময় কাজ করতে হতো। এখন বিভিন্ন এআই টুল কয়েক মিনিটে দৃষ্টিনন্দন ডিজাইন বানিয়ে দিতে পারে।
এআই ভিডিও এডিটিং
ভিডিও কনটেন্ট এখন সবচেয়ে বেশি দেখা হয় সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে। গ্রাফিকসের মতো বিভিন্ন এআই টুল দিয়ে ভিডিও কাটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ভয়েস সিঙ্ক, এমনকি টেক্সট থেকে ভিডিও পর্যন্ত বানানো সম্ভব।
এআই ভয়েসওভার ও ডাবিং
পেশাদার ভয়েসওভার রেকর্ডিং করতে আগে ছিল স্টুডিও, মাইক্রোফোন ও ভয়েস আর্টিস্টের দরকার। এখন এআই ভয়েস জেনারেটর দিয়ে খুব সহজে পাওয়া যায় মানুষের মতো হুবহু কণ্ঠস্বর।
এআই অনুবাদ ও লোকালাইজেশন
গ্লোবাল মার্কেটে ভাষার প্রতিবন্ধকতা দূর করার দ্রুত উপায় হলো এআই ট্রান্সলেশন। যদিও সম্পাদনা দরকার হয়, তবু এআই অনুবাদে সময় ও খরচ কমে যায়।
কাজ কোথায় পাওয়া যায়
শুরু করার ধাপ
সতর্ক থাকার বিষয়
এআই এখন আর দূরের জিনিস নয়; একেবারে হাতের নাগালের সরঞ্জাম। যাঁরা শেখার জন্য প্রস্তুত, তাঁরা ঘরে বসে নতুন কর্মক্ষেত্র গড়ে তুলতে পারেন।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
২ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ দিন আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
৪ দিন আগে