প্রযুক্তি ডেস্ক
গভীর সমুদ্র তেলের অনুসন্ধান এবং উৎপাদন বাড়াতে বিগ-ডেটা অ্যানালিটিক্স ফার্ম ‘স্পার্ককগনিশন’- এর এআইভিত্তিক প্রযুক্তি ব্যবহার করবে বহুজাতিক ব্রিটিশ প্রতিষ্ঠান ‘শেল’। গত বুধবার (১৭ মে) এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। শেল যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরের বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পার্ককগনিশনের এআই অ্যালগরিদমগুলো নতুন তেলের খনির সন্ধানে প্রচুর পরিমাণে সিসমিক ডেটা প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করবে। সিসমিক ডেটা হলো মূলত পৃথিবীর কম্পন সম্পর্কিত তথ্য, যা পৃথিবীর গঠন বুঝতে এবং তেল ও গ্যাসের মতো সম্পদ খুঁজে পেতে সহায়তা করে। এটি সিসমোগ্রাফ নামক বিশেষ যন্ত্র ব্যবহার করে সংগ্রহ করা হয়।
শেলের উদ্ভাবন এবং পারফরম্যান্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গুয়েরা একটি বিবৃতিতে বলেছেন, ‘আমরা আমাদের অনুসন্ধানের (তেলের খনি) নতুন এবং উদ্ভাবনী উপায় খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
টেক্সাসের অস্টিনে অবস্থিত স্পার্ককগনিশনের প্রধান বিজ্ঞান কর্মকর্তা ব্রুস পোর্টার বিশ্বাস করেন যে, সিসমিক ইমেজিংয়ের জন্য জেনারেটিভ এআইয়ের ব্যবহার অনুসন্ধানে (তেলের খনি) ব্যাপক উন্নতি আনবে এবং এর ব্যাপক প্রভাব রয়েছে।
প্রযুক্তিটি কম সিসমিক ডেটা স্ক্যান ব্যবহার করে ভূপৃষ্ঠের চিত্র তৈরি করার মাধ্যমে গভীর-সমুদ্র সংরক্ষণে সহায়তা করবে। গভীর সমুদ্র সংরক্ষণ বলতে গভীর সমুদ্রে পাওয়া সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং আবাসস্থলগুলির সংরক্ষণ ও সুরক্ষা বোঝায়।
গভীর সমুদ্র তেলের অনুসন্ধান এবং উৎপাদন বাড়াতে বিগ-ডেটা অ্যানালিটিক্স ফার্ম ‘স্পার্ককগনিশন’- এর এআইভিত্তিক প্রযুক্তি ব্যবহার করবে বহুজাতিক ব্রিটিশ প্রতিষ্ঠান ‘শেল’। গত বুধবার (১৭ মে) এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। শেল যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরের বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পার্ককগনিশনের এআই অ্যালগরিদমগুলো নতুন তেলের খনির সন্ধানে প্রচুর পরিমাণে সিসমিক ডেটা প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করবে। সিসমিক ডেটা হলো মূলত পৃথিবীর কম্পন সম্পর্কিত তথ্য, যা পৃথিবীর গঠন বুঝতে এবং তেল ও গ্যাসের মতো সম্পদ খুঁজে পেতে সহায়তা করে। এটি সিসমোগ্রাফ নামক বিশেষ যন্ত্র ব্যবহার করে সংগ্রহ করা হয়।
শেলের উদ্ভাবন এবং পারফরম্যান্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গুয়েরা একটি বিবৃতিতে বলেছেন, ‘আমরা আমাদের অনুসন্ধানের (তেলের খনি) নতুন এবং উদ্ভাবনী উপায় খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
টেক্সাসের অস্টিনে অবস্থিত স্পার্ককগনিশনের প্রধান বিজ্ঞান কর্মকর্তা ব্রুস পোর্টার বিশ্বাস করেন যে, সিসমিক ইমেজিংয়ের জন্য জেনারেটিভ এআইয়ের ব্যবহার অনুসন্ধানে (তেলের খনি) ব্যাপক উন্নতি আনবে এবং এর ব্যাপক প্রভাব রয়েছে।
প্রযুক্তিটি কম সিসমিক ডেটা স্ক্যান ব্যবহার করে ভূপৃষ্ঠের চিত্র তৈরি করার মাধ্যমে গভীর-সমুদ্র সংরক্ষণে সহায়তা করবে। গভীর সমুদ্র সংরক্ষণ বলতে গভীর সমুদ্রে পাওয়া সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং আবাসস্থলগুলির সংরক্ষণ ও সুরক্ষা বোঝায়।
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১০ ঘণ্টা আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
১১ ঘণ্টা আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
১১ ঘণ্টা আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
১৪ ঘণ্টা আগে