প্রযুক্তি ডেস্ক
গভীর সমুদ্র তেলের অনুসন্ধান এবং উৎপাদন বাড়াতে বিগ-ডেটা অ্যানালিটিক্স ফার্ম ‘স্পার্ককগনিশন’- এর এআইভিত্তিক প্রযুক্তি ব্যবহার করবে বহুজাতিক ব্রিটিশ প্রতিষ্ঠান ‘শেল’। গত বুধবার (১৭ মে) এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। শেল যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরের বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পার্ককগনিশনের এআই অ্যালগরিদমগুলো নতুন তেলের খনির সন্ধানে প্রচুর পরিমাণে সিসমিক ডেটা প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করবে। সিসমিক ডেটা হলো মূলত পৃথিবীর কম্পন সম্পর্কিত তথ্য, যা পৃথিবীর গঠন বুঝতে এবং তেল ও গ্যাসের মতো সম্পদ খুঁজে পেতে সহায়তা করে। এটি সিসমোগ্রাফ নামক বিশেষ যন্ত্র ব্যবহার করে সংগ্রহ করা হয়।
শেলের উদ্ভাবন এবং পারফরম্যান্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গুয়েরা একটি বিবৃতিতে বলেছেন, ‘আমরা আমাদের অনুসন্ধানের (তেলের খনি) নতুন এবং উদ্ভাবনী উপায় খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
টেক্সাসের অস্টিনে অবস্থিত স্পার্ককগনিশনের প্রধান বিজ্ঞান কর্মকর্তা ব্রুস পোর্টার বিশ্বাস করেন যে, সিসমিক ইমেজিংয়ের জন্য জেনারেটিভ এআইয়ের ব্যবহার অনুসন্ধানে (তেলের খনি) ব্যাপক উন্নতি আনবে এবং এর ব্যাপক প্রভাব রয়েছে।
প্রযুক্তিটি কম সিসমিক ডেটা স্ক্যান ব্যবহার করে ভূপৃষ্ঠের চিত্র তৈরি করার মাধ্যমে গভীর-সমুদ্র সংরক্ষণে সহায়তা করবে। গভীর সমুদ্র সংরক্ষণ বলতে গভীর সমুদ্রে পাওয়া সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং আবাসস্থলগুলির সংরক্ষণ ও সুরক্ষা বোঝায়।
গভীর সমুদ্র তেলের অনুসন্ধান এবং উৎপাদন বাড়াতে বিগ-ডেটা অ্যানালিটিক্স ফার্ম ‘স্পার্ককগনিশন’- এর এআইভিত্তিক প্রযুক্তি ব্যবহার করবে বহুজাতিক ব্রিটিশ প্রতিষ্ঠান ‘শেল’। গত বুধবার (১৭ মে) এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। শেল যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরের বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পার্ককগনিশনের এআই অ্যালগরিদমগুলো নতুন তেলের খনির সন্ধানে প্রচুর পরিমাণে সিসমিক ডেটা প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করবে। সিসমিক ডেটা হলো মূলত পৃথিবীর কম্পন সম্পর্কিত তথ্য, যা পৃথিবীর গঠন বুঝতে এবং তেল ও গ্যাসের মতো সম্পদ খুঁজে পেতে সহায়তা করে। এটি সিসমোগ্রাফ নামক বিশেষ যন্ত্র ব্যবহার করে সংগ্রহ করা হয়।
শেলের উদ্ভাবন এবং পারফরম্যান্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গুয়েরা একটি বিবৃতিতে বলেছেন, ‘আমরা আমাদের অনুসন্ধানের (তেলের খনি) নতুন এবং উদ্ভাবনী উপায় খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
টেক্সাসের অস্টিনে অবস্থিত স্পার্ককগনিশনের প্রধান বিজ্ঞান কর্মকর্তা ব্রুস পোর্টার বিশ্বাস করেন যে, সিসমিক ইমেজিংয়ের জন্য জেনারেটিভ এআইয়ের ব্যবহার অনুসন্ধানে (তেলের খনি) ব্যাপক উন্নতি আনবে এবং এর ব্যাপক প্রভাব রয়েছে।
প্রযুক্তিটি কম সিসমিক ডেটা স্ক্যান ব্যবহার করে ভূপৃষ্ঠের চিত্র তৈরি করার মাধ্যমে গভীর-সমুদ্র সংরক্ষণে সহায়তা করবে। গভীর সমুদ্র সংরক্ষণ বলতে গভীর সমুদ্রে পাওয়া সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং আবাসস্থলগুলির সংরক্ষণ ও সুরক্ষা বোঝায়।
অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
১৬ ঘণ্টা আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৩ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৩ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৩ দিন আগে