Ajker Patrika

আইওএস ১৭-এ যা যা থাকছে 

প্রযুক্তি ডেস্ক
আইওএস ১৭-এ যা যা থাকছে 

গত বছর অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সে উন্মুক্ত করা হয় আইওএস ১৬। চলতি বছরের ডেভেলপার কনফারেন্সে আসতে চলেছে আইওএস ১৭ এর ঘোষণা। আইফোনের অপারেটিং সিস্টেমের নতুন এই সংস্করণ নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আইওএস ১৭- এর সুযোগ-সুবিধা সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করেছে।   

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, আইফোন এইট থেকে পরবর্তী সব সংস্করণে পাওয়া যাবে নতুন এই আপডেট। নতুন আপডেটে কন্ট্রোল সেন্টারে ব্যাপক পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। 

এ ছাড়া, নতুন আপডেটে অল্পবয়স্ক ও বয়োজ্যেষ্ঠদের সুবিধা হবে এমনভাবে ইউয়াই ডিজাইন করা হয়েছে। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরমান নতুন আপডেটের ব্যাপারে বিভিন্ন তথ্য জানিয়েছেন। নতুন আপডেটে ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দেওয়া হবে বলেও জানিয়েছেন মার্ক। তিনি জানান, আগে আইওএসে বিকল্প অ্যাপ স্টোর ব্যবহারের কোনো সুযোগ ছিল না। তবে এবার এই সুবিধা যুক্ত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত