Ajker Patrika

তথ্য চুরির ঝুঁকিতে আইফোন ও আইপ্যাড

ফিচার ডেস্ক
তথ্য চুরির ঝুঁকিতে আইফোন ও আইপ্যাড

প্রযুক্তির বিশেষ অসুবিধা হচ্ছে, যেকোনো সময় এগুলো ব্যবহারকারীকে বিপদে ফেলে দিতে পারে। কখনো তথ্য, কখনো ছবি বা অন্য কিছু মুহূর্তেই নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারে। আর এই ঝুঁকি সৃষ্টি হয় এগুলোর মধ্যে থাকা প্রসেসরের নিরাপত্তাব্যবস্থার ত্রুটির কারণে। যেমন জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির একদল গবেষক দাবি করেছেন, অ্যাপলের তৈরি এম২, এম৩, এ১৫ ও এ১৭ প্রসেসরের ‘স্পেকুলেটিভ এক্সিকিউশন’ সুবিধায় দুটি নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছেন তাঁরা। এসব ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা যেকোনো সময় আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের তথ্য চুরি করতে পারে। এ তথ্যের মানে সাইবার নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন ‘সবচেয়ে নিরাপদ প্রযুক্তি’ হিসেবে খ্যাত আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটার ব্যবহারকারীরা।

জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকদের তথ্য অনুযায়ী, স্পেকুলেটিভ এক্সিকিউশন সুবিধায় এসএলএপি এবং এফএলওপি নামের দুটি নিরাপত্তার ত্রুটি পাওয়া গেছে। ত্রুটিগুলো এম২, এম৩, এ১৫ ও এ১৭ প্রসেসরের মেমোরি সেফটি নিরাপত্তার সুবিধা এড়িয়ে হ্যাকারদের তথ্য সংগ্রহের সুযোগ করে দেয়। আর এর জন্য হ্যাকারদের হাতে ডিভাইসটি থাকার দরকার হবে না, দূর থেকে হ্যাকিংয়ের কাজ করতে পারবে তারা। যেসব ডিভাইস ২০২১ সালে চালু করা হয়েছে, সেগুলো নিরাপত্তাঝুঁকিতে রয়েছে। অ্যাপলের প্রসেসরে থাকা স্পেকুলেটিভ এক্সিকিউশন সুবিধা ব্যবহারকারীদের কাজের ধরন পর্যালোচনা করে বিভিন্ন কাজের পরামর্শ দেয়। এম২, এম৩, এম৪, এ১৫ বায়োনিক, এ২৬ বায়োনিক ও এ১৭ প্রোতে ব্যবহৃত ওয়েব ব্রাউজারগুলো দূরবর্তী ডেটা চুরির আক্রমণের শিকার হতে পারে।

জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ও রুহর ইউনিভার্সিটি বোখুম থেকে সিকিউরিটি গবেষক জেসন কিম, জেলেন চুয়াং, ড্যানিয়েল জেনকিন ও ইউভাল ইয়ারোম দুটি নতুন রিপোর্ট প্রকাশ করেছেন। যেখানে তাঁরা এই আক্রমণকে বলছেন ‘ফ্লপ অ্যান্ড স্ল্যাপ’। গবেষণায় তাঁরা বিস্তারিত বর্ণনা করেছেন। সংবাদমাধ্যম ‘ব্লিপিং কম্পিউটার’-এর তথ্য অনুযায়ী, এসব আক্রমণ অ্যাপল সিলিকনের সাইড চ্যানেল দুর্বলতা কাজে লাগিয়ে ক্রম ও সাফারি থেকে ডেটা চুরি করতে সক্ষম। সেখান থেকে হ্যাকাররা জিমেইল এবং আই ক্লাউডের মতো জায়গায় রাখা ডেটা পর্যন্ত পৌঁছে যেতে সক্ষম।

গবেষণা প্রকাশনা অনুযায়ী, ফ্লপ অ্যান্ড স্ল্যাপ প্রভাবিত অ্যাপল ডিভাইসগুলো হলো—

২০২২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ম্যাক ল্যাপটপ, অর্থাৎ ম্যাকবুক ইয়ার, ম্যাকবুক প্রো ২০২৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ম্যাক ডেস্কটপ, অর্থাৎ ম্যাক মিনি, আই ম্যাক, ম্যাক স্টুডিও, ম্যাক প্রো সেপ্টেম্বর ২০২১ থেকে বর্তমান সময় পর্যন্ত আইপ্যাড প্রো, এয়ার ও মিনি মডেল, অর্থাৎ প্রো ৬ ও ৭ জেন, এয়ার ৬ জেন, মিনি ৬ জেন সেপ্টেম্বর ২০২১ থেকে বর্তমান সময় পর্যন্ত আইফোন, অর্থাৎ ১৩, ১৪, ১৫ ও ১৬ মডেল, সি ই থার্ড জেন।

সূত্র: ফোর্বস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত