গুগল পিক্সেল ফোনে নিরাপত্তা ত্রুটি আবিষ্কার করেছেন নিরাপত্তা গবেষকেরা। ২০১৭ সাল থেকেই পিক্সেল ফোনে ত্রুটিটি রয়েছে। এই ত্রুটি হ্যাকাররা ব্যবহার করে ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।
সাইবার নিরাপত্তা বিষয়ক কোম্পানি আইভেরিফাই এর মতে, ত্রুটিটি লুকানো অ্যান্ড্রয়েড অ্যাপ প্যাকেজের সঙ্গে সম্পর্কিত। এগুলো যুক্তরাষ্ট্রের বিক্রি হওয়া পিক্সেল ফোনে ইনস্টল করা হয়েছে।
এই প্রশ্নবিদ্ধ অ্যাপের কথা স্বীকার করেছে গুগল। এটি ফোনে ডিফল্টভাবে সক্রিয় থাকে না। ভবিষ্যতের পিক্সেল ফোনগুলো থেকে এটি সরিয়ে ফেলা হবে।
আইভ্যারিফাই বলেন, কোম্পানিটির ক্লায়েন্ট প্ল্যান্টিয়ার টেকনোলজিসে একটি অনিরাপদ স্মার্টফোন পাওয়া গেছে। স্মার্টফোনটি পরীক্ষা–নিরীক্ষা করার পর ‘শোকেস’ নামে একটি অ্যাপ্লিকেশন খুঁজে পাওয়া যায়। এটি সব পিক্সেল ফোনে আগে থেকেই ইনস্টল করা থাকে।
কোম্পানিটি বলছে, শোকেস অ্যাপ্লিকেশনটি পিক্সেল ফোনকে একটি ডেমো ডিভাইসে পরিণত করতে পারে। যুক্তরাষ্ট্রের ভ্যারাইজন স্টোরগুলো ডিভাইসটি দেখানোর জন্য অ্যাপটি ব্যবহার করা হয়। ত্রুটিযুক্ত অ্যাপ্লিকেশনগুলো ২০১৭ সাল থেকে পিক্সেল ফোনের সঙ্গে যুক্ত করা হয়।
শোকেস অ্যাপটি সিস্টেম লেভেলে কাজ করে। তাই এটি প্লে স্টোরের মাধ্যমে ইনস্টল করা অ্যাপ্লিকেশনের তুলনায় ব্যবহারকারীর ফোনে ডেটার আরও বেশি অ্যাকসেসে পায়। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে স্টোরের ডেমোগুলোর জন্য এই অ্যাপ অন্তর্ভুক্ত করার পরিবর্তে গুগল কেন সব পিক্সেল ফোনে এটি যুক্ত করেছে তা স্পষ্ট নয়।
পিক্সেল স্মার্টফোনগুলোকে সবচেয়ে সুরক্ষিত অ্যান্ড্রয়েড ফোনগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। তবে এই ত্রুটি থাকলে দূর থেকেই ক্ষতিকর কোড ফোনে প্রবেশ করিয়ে ও স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে হ্যাকাররা। এমনকি কোনো স্পাইওয়্যারের মাধ্যমে ফোনে নজরদারি করতে পারে।
আইভ্যারিফাই বলছে, প্ল্যান্টিয়ার কোম্পানি থেকে পর্যায়ক্রমে পিক্সেল ফোনগুলো ব্যবহার বাদ দেওয়া হচ্ছে ও আগামী বছরগুলোতে আইফোন ব্যবহার শুরু করার পরিকল্পনা করছে।
নিরাপত্তা সংস্থাটি বলেছে গুগলকে এই ত্রুটি সম্পর্কে একটি প্রতিবেদন জমা দেয়। কিন্তু কোম্পানির কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি।
ভার্জকে দেওয়া এক বিবৃতিতে গুগলের মুখপাত্র বলেন, যে কোম্পানি শোকেস অ্যাপের ‘কোন সক্রিয় হুমকির কোনো প্রমাণ দেখেনি’ এবং ‘আগামী সপ্তাহে’ সব পিক্সেল স্মার্টফোন থেকে সরিয়ে এটি দেওয়া হবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
গুগল পিক্সেল ফোনে নিরাপত্তা ত্রুটি আবিষ্কার করেছেন নিরাপত্তা গবেষকেরা। ২০১৭ সাল থেকেই পিক্সেল ফোনে ত্রুটিটি রয়েছে। এই ত্রুটি হ্যাকাররা ব্যবহার করে ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।
সাইবার নিরাপত্তা বিষয়ক কোম্পানি আইভেরিফাই এর মতে, ত্রুটিটি লুকানো অ্যান্ড্রয়েড অ্যাপ প্যাকেজের সঙ্গে সম্পর্কিত। এগুলো যুক্তরাষ্ট্রের বিক্রি হওয়া পিক্সেল ফোনে ইনস্টল করা হয়েছে।
এই প্রশ্নবিদ্ধ অ্যাপের কথা স্বীকার করেছে গুগল। এটি ফোনে ডিফল্টভাবে সক্রিয় থাকে না। ভবিষ্যতের পিক্সেল ফোনগুলো থেকে এটি সরিয়ে ফেলা হবে।
আইভ্যারিফাই বলেন, কোম্পানিটির ক্লায়েন্ট প্ল্যান্টিয়ার টেকনোলজিসে একটি অনিরাপদ স্মার্টফোন পাওয়া গেছে। স্মার্টফোনটি পরীক্ষা–নিরীক্ষা করার পর ‘শোকেস’ নামে একটি অ্যাপ্লিকেশন খুঁজে পাওয়া যায়। এটি সব পিক্সেল ফোনে আগে থেকেই ইনস্টল করা থাকে।
কোম্পানিটি বলছে, শোকেস অ্যাপ্লিকেশনটি পিক্সেল ফোনকে একটি ডেমো ডিভাইসে পরিণত করতে পারে। যুক্তরাষ্ট্রের ভ্যারাইজন স্টোরগুলো ডিভাইসটি দেখানোর জন্য অ্যাপটি ব্যবহার করা হয়। ত্রুটিযুক্ত অ্যাপ্লিকেশনগুলো ২০১৭ সাল থেকে পিক্সেল ফোনের সঙ্গে যুক্ত করা হয়।
শোকেস অ্যাপটি সিস্টেম লেভেলে কাজ করে। তাই এটি প্লে স্টোরের মাধ্যমে ইনস্টল করা অ্যাপ্লিকেশনের তুলনায় ব্যবহারকারীর ফোনে ডেটার আরও বেশি অ্যাকসেসে পায়। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে স্টোরের ডেমোগুলোর জন্য এই অ্যাপ অন্তর্ভুক্ত করার পরিবর্তে গুগল কেন সব পিক্সেল ফোনে এটি যুক্ত করেছে তা স্পষ্ট নয়।
পিক্সেল স্মার্টফোনগুলোকে সবচেয়ে সুরক্ষিত অ্যান্ড্রয়েড ফোনগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। তবে এই ত্রুটি থাকলে দূর থেকেই ক্ষতিকর কোড ফোনে প্রবেশ করিয়ে ও স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে হ্যাকাররা। এমনকি কোনো স্পাইওয়্যারের মাধ্যমে ফোনে নজরদারি করতে পারে।
আইভ্যারিফাই বলছে, প্ল্যান্টিয়ার কোম্পানি থেকে পর্যায়ক্রমে পিক্সেল ফোনগুলো ব্যবহার বাদ দেওয়া হচ্ছে ও আগামী বছরগুলোতে আইফোন ব্যবহার শুরু করার পরিকল্পনা করছে।
নিরাপত্তা সংস্থাটি বলেছে গুগলকে এই ত্রুটি সম্পর্কে একটি প্রতিবেদন জমা দেয়। কিন্তু কোম্পানির কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি।
ভার্জকে দেওয়া এক বিবৃতিতে গুগলের মুখপাত্র বলেন, যে কোম্পানি শোকেস অ্যাপের ‘কোন সক্রিয় হুমকির কোনো প্রমাণ দেখেনি’ এবং ‘আগামী সপ্তাহে’ সব পিক্সেল স্মার্টফোন থেকে সরিয়ে এটি দেওয়া হবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৩ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৪ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
৭ ঘণ্টা আগে