Ajker Patrika

গুগল সার্চে যুক্ত হলো এআই

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২৮ মে ২০২৩, ১৩: ০১
গুগল সার্চে যুক্ত হলো এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ‘সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স’ (এসজিই) সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করেছে টেক জায়ান্ট গুগল। নতুন এই সুবিধা চালু হওয়ায় ব্যবহারকারী কোনো তথ্য অনুসন্ধান করলে এআইয়ের মাধ্যমে সেগুলোর উত্তর দ্রুত দেখাবে গুগল। সার্চ ফলাফলের ওপরের দিকে থাকবে এগুলো। এতে করে বিভিন্ন ওয়েবসাইটে আলাদা করে প্রবেশ করতে হবে না ব্যবহারকারীদের।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এআই সমর্থিত গুগল সংস্করণে কোনো কিছু অনুসন্ধান করলে লিংকের পাশাপাশি সেগুলোর তথ্য ও স্ন্যাপশট দেখা যাবে। সার্চ বারের নিচে থাকবে স্ন্যাপশটগুলো। এগুলো মূলত বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা তথ্যের এআইয়ের মাধ্যমে তৈরি সারাংশ। গুগলের নতুন ল্যাঙ্গুয়েজ মডেল ‘পাম ২’ ব্যবহার করে উত্তর দেখাবে এই স্ন্যাপশটগুলো।

আপাতত পরীক্ষামূলকভাবে চালু হওয়ায় এই সুবিধা সবাই ব্যবহারের সুযোগ পাচ্ছেন না। তবে এই  লিংকে প্রবেশের পর নিবন্ধন করে এই সুবিধা পরখ করে যাবে। শিগগিরই এই সুবিধা সবার জন্য উন্মুক্ত করার কথা রয়েছে।

এদিকে, গুগল সার্চে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যুক্ত হলে বিভিন্ন ওয়েবসাইটের ভিজিটর কমে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, গুগল সার্চে এআই প্রযুক্তি যুক্ত হলে সার্চ বারে ব্যবহারকারীরা কোনো প্রশ্ন লিখলে তা বিস্তারিতভাবে দেখাবে গুগল। ফলে সার্চ ইঞ্জিনের ফলাফল দেখার পর আর একাধিক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে না ব্যবহারকারীকে। এতে করে বিভিন্ন ওয়েবসাইটে গুগলের থেকে আগের চেয়ে ভিজিটর কমে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত