প্রযুক্তি ডেস্ক
চ্যাটজিপিটি হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট। চ্যাটজিপিটির পূর্ণরূপ—চ্যাট জেনারেটিভ প্রি-টেইন্ড ট্রান্সফর্মার। আপনি যখন গুগলে কিছু সার্চ করেন, তখন গুগল আপনাকে সেই সার্চ সম্পর্কিত অনেকগুলো ওয়েবসাইট দেখায়। তবে চ্যাটজিপিটি সম্পূর্ণ ভিন্ন উপায়ে কাজ করে। এই চ্যাটবটে আপনি যখন কোনো প্রশ্ন লেখেন, চ্যাটজিপিটি আপনাকে সেই প্রশ্নের উত্তর সরাসরি দেখাবে। চ্যাটজিপিটির মাধ্যমে আপনি প্রবন্ধ, কাভার লেটার, ছুটির আবেদন এমনকি ইউটিউব ভিডিও স্ক্রিপ্টও লিখিয়ে নিতে পারবেন।
চ্যাটজিপিটির সংক্ষিপ্ত ইতিহাস
কৃত্রিম গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য দুজন হলেন স্যাম অল্টম্যান ও ইলন মাস্ক। তবে মাস্ক ২০১৮ সালে বোর্ড থেকে পদত্যাগ করেন। শুরুতে এই প্রতিষ্ঠানে মোট ১০০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছিল।
২০২০ সালের অক্টোবরে ওপেন এআইজিপিটি-৩ মডেলের ‘চ্যাটজিপিটি’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত একধরনের চ্যাটবট প্রকাশ করে। মডেলটি সংলাপ ও ভাষা বোঝার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত ছিল।
গত বছরের ৩০ নভেম্বর আপডেটসহ চ্যাটজিপিটির একটি নতুন সংস্করণ প্রকাশ করে ওপেনএআই। ওপেন এআইয়ের চ্যাটবটের আগের সংস্করণগুলো টাকা খরচ করে ব্যবহার করতে হলেও চ্যাটজিটিপি ব্যবহার করা যাবে সম্পূর্ণ বিনা মূল্যে।
যেভাবে ব্যবহার করবেন চ্যাটজিপিটি
চ্যাটজিপিটি ব্যবহার করতে হলে প্রথমে এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। গুগলে চ্যাটজিপিটি লিখে সার্চ করলে প্রথম লিংকটিতে প্রবেশ করতে হবে অথবা সরাসরি ব্রাউজারে https://chat.openai.com/ টাইপ করেও চ্যাটজিপিটির ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।
চ্যাটজিপিটি ব্যবহার করতে হলে এই ওয়েবসাইটে আপনাকে বিনা মূল্যে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট তৈরি করা ছাড়া এই চ্যাটবট ব্যবহার করা যাবে না। ওয়েবসাইটের হোম পেজ খোলার পর আপনি ‘লগইন’ ও ‘সাইন আপ’ দুটি অপশন দেখতে পাবেন। আপনাকে সাইনআপ অপশনে ক্লিক করতে হবে। কারণ আপনি প্রথমবারের মতো আপনার অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন।
চ্যাটজিপিটিতে অ্যাকাউন্ট খোলার জন্য আলাদা করে ই-মেইল ইনপুট দিতে পারবেন। অথবা, ‘Continue with Google’ বা ‘Continue with Microsoft Account’-এ ক্লিক করে সহজেই আপনার সংশ্লিষ্ট ই-মেইল আইডি সংযুক্ত একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন চ্যাটজিপিটিতে।
‘Continue with Google’- এ ক্লিক করলে আপনার ব্রাউজারে যে জিমেইল আইডিগুলো লগইন করা আছে, সেগুলো দেখতে পাবেন। আপনি যে জিমেইল আইডি ব্যবহার করে চ্যাটজিপিটিতে প্রবেশ করতে চান, তার ওপর ক্লিক করুন।
এরপর আপনি যে প্রথম বক্সটি দেখতে পাবেন, সেখানে আপনার নাম এবং পরের বক্সে আপনাকে ফোন নম্বর লিখতে হবে। এরপর Continue বাটনে ক্লিক করতে হবে। যে ফোন নম্বরটি দিয়েছেন, তাতে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। পাসওয়ার্ডটিকে এবার স্ক্রিনে প্রদর্শিত বক্সে লিখে ভেরিফাই বাটনে ক্লিক করুন।
ফোন নম্বর যাচাই করার পরে চ্যাটজিপিটিতে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবার চ্যাটজিপিটির উইন্ডোতে প্রবেশের পর আপনি যা জানতে চান, তা চ্যাটবক্সে লিখে ফেলুন!
চ্যাটজিপিটি হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট। চ্যাটজিপিটির পূর্ণরূপ—চ্যাট জেনারেটিভ প্রি-টেইন্ড ট্রান্সফর্মার। আপনি যখন গুগলে কিছু সার্চ করেন, তখন গুগল আপনাকে সেই সার্চ সম্পর্কিত অনেকগুলো ওয়েবসাইট দেখায়। তবে চ্যাটজিপিটি সম্পূর্ণ ভিন্ন উপায়ে কাজ করে। এই চ্যাটবটে আপনি যখন কোনো প্রশ্ন লেখেন, চ্যাটজিপিটি আপনাকে সেই প্রশ্নের উত্তর সরাসরি দেখাবে। চ্যাটজিপিটির মাধ্যমে আপনি প্রবন্ধ, কাভার লেটার, ছুটির আবেদন এমনকি ইউটিউব ভিডিও স্ক্রিপ্টও লিখিয়ে নিতে পারবেন।
চ্যাটজিপিটির সংক্ষিপ্ত ইতিহাস
কৃত্রিম গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য দুজন হলেন স্যাম অল্টম্যান ও ইলন মাস্ক। তবে মাস্ক ২০১৮ সালে বোর্ড থেকে পদত্যাগ করেন। শুরুতে এই প্রতিষ্ঠানে মোট ১০০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছিল।
২০২০ সালের অক্টোবরে ওপেন এআইজিপিটি-৩ মডেলের ‘চ্যাটজিপিটি’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত একধরনের চ্যাটবট প্রকাশ করে। মডেলটি সংলাপ ও ভাষা বোঝার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত ছিল।
গত বছরের ৩০ নভেম্বর আপডেটসহ চ্যাটজিপিটির একটি নতুন সংস্করণ প্রকাশ করে ওপেনএআই। ওপেন এআইয়ের চ্যাটবটের আগের সংস্করণগুলো টাকা খরচ করে ব্যবহার করতে হলেও চ্যাটজিটিপি ব্যবহার করা যাবে সম্পূর্ণ বিনা মূল্যে।
যেভাবে ব্যবহার করবেন চ্যাটজিপিটি
চ্যাটজিপিটি ব্যবহার করতে হলে প্রথমে এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। গুগলে চ্যাটজিপিটি লিখে সার্চ করলে প্রথম লিংকটিতে প্রবেশ করতে হবে অথবা সরাসরি ব্রাউজারে https://chat.openai.com/ টাইপ করেও চ্যাটজিপিটির ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।
চ্যাটজিপিটি ব্যবহার করতে হলে এই ওয়েবসাইটে আপনাকে বিনা মূল্যে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট তৈরি করা ছাড়া এই চ্যাটবট ব্যবহার করা যাবে না। ওয়েবসাইটের হোম পেজ খোলার পর আপনি ‘লগইন’ ও ‘সাইন আপ’ দুটি অপশন দেখতে পাবেন। আপনাকে সাইনআপ অপশনে ক্লিক করতে হবে। কারণ আপনি প্রথমবারের মতো আপনার অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন।
চ্যাটজিপিটিতে অ্যাকাউন্ট খোলার জন্য আলাদা করে ই-মেইল ইনপুট দিতে পারবেন। অথবা, ‘Continue with Google’ বা ‘Continue with Microsoft Account’-এ ক্লিক করে সহজেই আপনার সংশ্লিষ্ট ই-মেইল আইডি সংযুক্ত একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন চ্যাটজিপিটিতে।
‘Continue with Google’- এ ক্লিক করলে আপনার ব্রাউজারে যে জিমেইল আইডিগুলো লগইন করা আছে, সেগুলো দেখতে পাবেন। আপনি যে জিমেইল আইডি ব্যবহার করে চ্যাটজিপিটিতে প্রবেশ করতে চান, তার ওপর ক্লিক করুন।
এরপর আপনি যে প্রথম বক্সটি দেখতে পাবেন, সেখানে আপনার নাম এবং পরের বক্সে আপনাকে ফোন নম্বর লিখতে হবে। এরপর Continue বাটনে ক্লিক করতে হবে। যে ফোন নম্বরটি দিয়েছেন, তাতে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। পাসওয়ার্ডটিকে এবার স্ক্রিনে প্রদর্শিত বক্সে লিখে ভেরিফাই বাটনে ক্লিক করুন।
ফোন নম্বর যাচাই করার পরে চ্যাটজিপিটিতে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবার চ্যাটজিপিটির উইন্ডোতে প্রবেশের পর আপনি যা জানতে চান, তা চ্যাটবক্সে লিখে ফেলুন!
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এনভিডিয়ার শক্তিশালী এআই চিপের ওপর নতুন করে রপ্তানি নিষেধাজ্ঞা জারির পরপরই হুয়াওয়ের এই ঘোষণা চীনের এআই কোম্পানিগুলোর জন্য অত্যন্ত সময়োপযোগী। এত দিন পর্যন্ত এনভিডিয়ার এইচ২০ চিপটি চীনা বাজারে অবাধে বিক্রি করার অনুমতি ছিল, যা ছিল চীনের এআই কোম্পানিগুলোর জন্য প্রধান চিপ।
৭ ঘণ্টা আগেপ্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
১২ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
১৩ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
১৬ ঘণ্টা আগে