গরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কমবেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম খাবারে ঠান্ডা বাতাস দিয়ে সেগুলোর তাপমাত্রায় সহনীয় পর্যায়ে এনে দেয় রোবটটি। আর এ কাজটি করতে মাত্র তিন মিনিট সময় নেয়।
ফুফু খুবই ছোট আকারের রোবট, যা সহজেই জামার পকেটে রাখা যাবে। মগ বা বাটির ওপর বসে ঠান্ডা বাতাস দিয়ে গরম খাবার ঠান্ডা করে রোবটটি।
রোবটটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি এর নামের অর্থও চমকপ্রদ। গরম খাবার ঠান্ডা করতে মুখ দিয়ে বাতাস বের করার সময় ফুঁ ফুঁ শব্দ হয়। এই শব্দ থেকেই রোবটটির নাম ফুফু রাখা হয়েছে। আবার জাপানি ‘নেকোজিতা’ শব্দের অর্থ ‘বিড়ালের জিভ’। যারা গরম খাবার সহ্য করতে পারে না, তাদের ক্ষেত্রে রূপক অর্থে শব্দটি ব্যবহার করা হয়। এই রোবটটির ধারণাটি প্রথমে ইয়ুকাই ইঞ্জিনিয়ারিংয়ের দলের সদস্যের মাথায় এসেছিল। তিনি তাঁর সন্তানের খাবার ঠান্ডা করার সহজ উপায় খুঁজছিলেন।
মজাদার রোবট তৈরির জন্য পরিচিত জাপানি স্টার্টআপ ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং। সাধারণত বেশির ভাগ রোবট পণ্যগুলো মেঝে পরিষ্কার বা আগাছা কাটার মতো কাজে ব্যবহৃত হয়। যেমন—রোবট ভ্যাকুয়াম ক্লিনার বা রোবট লন মওয়ার। তবে ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং ভিন্ন দৃষ্টিকোণ থেকে কাজ করে। স্টার্টআপটি এমন ডিজাইন তৈরি করে যা সহজেই বহনযোগ্য, কার্যকর ও হাস্যরস সৃষ্টি করে।
এই রোবটটির মধ্যে একটি পাখা রয়েছে। পাখাটি মানুষের শ্বাস-প্রশ্বাসের অনুকরণে এলোমেলো ছন্দে বাতাস বের করে।
এই রোবটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন হাতে সহজেই বসিয়ে রাখা যায়। অর্থাৎ এটি পোর্টেবল বা বহনযোগ্য। যদি আপনার বিশেষভাবে গরম খাবারে অস্বস্তি হয়, তাহলে এটি আপনার ব্যাগে রেখে যেকোনো ক্যাফে বা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহারের মাধ্যমে খাবারের তাপমাত্রা দ্রুত সহনীয় পর্যায়ে চলে আসে।
বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত প্রযুক্তির মহাসম্মেলন সিইএস ২০২৫–এ উন্মোচন করা হয় রোবটটি। এই পণ্যটি কির্কস্টাটারে কিনতে পাওয়া যাবে, যার মূল্য ২৫ ডলার। উল্লেখ্য, কিকস্টার্টার হলো একটি ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম, যেখানে উদ্ভাবকেরা বা স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো তাদের নতুন পণ্য বা প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করতে পারেন।
তথ্যসূত্র: সিনেট ও টি৩ ডটকম
গরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কমবেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম খাবারে ঠান্ডা বাতাস দিয়ে সেগুলোর তাপমাত্রায় সহনীয় পর্যায়ে এনে দেয় রোবটটি। আর এ কাজটি করতে মাত্র তিন মিনিট সময় নেয়।
ফুফু খুবই ছোট আকারের রোবট, যা সহজেই জামার পকেটে রাখা যাবে। মগ বা বাটির ওপর বসে ঠান্ডা বাতাস দিয়ে গরম খাবার ঠান্ডা করে রোবটটি।
রোবটটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি এর নামের অর্থও চমকপ্রদ। গরম খাবার ঠান্ডা করতে মুখ দিয়ে বাতাস বের করার সময় ফুঁ ফুঁ শব্দ হয়। এই শব্দ থেকেই রোবটটির নাম ফুফু রাখা হয়েছে। আবার জাপানি ‘নেকোজিতা’ শব্দের অর্থ ‘বিড়ালের জিভ’। যারা গরম খাবার সহ্য করতে পারে না, তাদের ক্ষেত্রে রূপক অর্থে শব্দটি ব্যবহার করা হয়। এই রোবটটির ধারণাটি প্রথমে ইয়ুকাই ইঞ্জিনিয়ারিংয়ের দলের সদস্যের মাথায় এসেছিল। তিনি তাঁর সন্তানের খাবার ঠান্ডা করার সহজ উপায় খুঁজছিলেন।
মজাদার রোবট তৈরির জন্য পরিচিত জাপানি স্টার্টআপ ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং। সাধারণত বেশির ভাগ রোবট পণ্যগুলো মেঝে পরিষ্কার বা আগাছা কাটার মতো কাজে ব্যবহৃত হয়। যেমন—রোবট ভ্যাকুয়াম ক্লিনার বা রোবট লন মওয়ার। তবে ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং ভিন্ন দৃষ্টিকোণ থেকে কাজ করে। স্টার্টআপটি এমন ডিজাইন তৈরি করে যা সহজেই বহনযোগ্য, কার্যকর ও হাস্যরস সৃষ্টি করে।
এই রোবটটির মধ্যে একটি পাখা রয়েছে। পাখাটি মানুষের শ্বাস-প্রশ্বাসের অনুকরণে এলোমেলো ছন্দে বাতাস বের করে।
এই রোবটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন হাতে সহজেই বসিয়ে রাখা যায়। অর্থাৎ এটি পোর্টেবল বা বহনযোগ্য। যদি আপনার বিশেষভাবে গরম খাবারে অস্বস্তি হয়, তাহলে এটি আপনার ব্যাগে রেখে যেকোনো ক্যাফে বা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহারের মাধ্যমে খাবারের তাপমাত্রা দ্রুত সহনীয় পর্যায়ে চলে আসে।
বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত প্রযুক্তির মহাসম্মেলন সিইএস ২০২৫–এ উন্মোচন করা হয় রোবটটি। এই পণ্যটি কির্কস্টাটারে কিনতে পাওয়া যাবে, যার মূল্য ২৫ ডলার। উল্লেখ্য, কিকস্টার্টার হলো একটি ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম, যেখানে উদ্ভাবকেরা বা স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো তাদের নতুন পণ্য বা প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করতে পারেন।
তথ্যসূত্র: সিনেট ও টি৩ ডটকম
রিয়েলমি আবারও নতুন চমক নিয়ে আসছে। রিয়েলমি ‘সি ৭৫’ লাইনআপের আরও আধুনিক একটি ডিভাইস রিয়েলমি ‘সি ৭৫ এক্স’ দেশের বাজারে আসছে শিগগির।
৬ ঘণ্টা আগেবৈশ্বিক উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের বহুল প্রতীক্ষিত নোট ৫০ সিরিজ। এই সিরিজে তিনটি মডেল—নোট ৫০, নোট ৫০ প্রো এবং নোট ৫০ প্রো প্লাস—বিশেষভাবে তরুণ প্রজন্মের জন্য ডিজাইন করা হয়েছে।
৯ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া হিসেবে প্রযুক্তি বিশ্বে একসময় একচ্ছত্র আধিপত্য ছিল ফেসবুকের। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর প্রাসঙ্গিকতা কমছে বলেই মনে করছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। তবে ২০২২ সালে ফেসবুকের ব্যবহার বাড়াতে তিনি এক ‘উদ্ভট’ ধারণা দিয়েছিলেন—সবার বন্ধুতালিকা মুছে ফেলা!
৯ ঘণ্টা আগেবহুল প্রতীক্ষিত জিফোর্স আরটিএক্স ৫০৬০ সিরিজের গ্রাফিকস কার্ড বাজারে আনার ঘোষণা দিয়েছে এনভিডিয়া। এই সিরিজে তিনটি আলাদা মডেল আসছে, যার মধ্যে আরটিএক্স ৫০৬০ টিআই-এর ১৬ জিবি ও ৮ জিবি সংস্করণ আজ থেকেই বিক্রি করা হবে। অন্যদিকে তুলনামূলক সস্তা আরটিএক্স ৫০৬০ (নন-টিআই) মডেলটি আগামী মে মাসে বাজারে আসবে
১১ ঘণ্টা আগে