অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়ায় স্মার্টফোন বিক্রিতে নতুন রেকর্ড গড়ল স্যামসাং। মাত্র ২১ দিনের মাথায় গ্যালাক্সি এস২৫ সিরিজের ১০ লাখ ফোন বিক্রি করে এই মাইলফলক অর্জন করেছে কোম্পানিটি।
গত ৭ ফেব্রুয়ারি স্যামসাং তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ + এবং গ্যালাক্সি এস ২৫ আলট্রা বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে বিক্রির জন্য উন্মুক্ত করে। এর পর ২১ দিন পেরিয়ে গেছে। এই স্বল্প সময়ে দক্ষিণ কোরিয়ায় গ্যালাক্সি এস২৫ সিরিজের এক মিলিয়ন ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং।
এর ফলে দেশীয় বাজারে এক মিলিয়ন ইউনিট বিক্রির রেকর্ড অর্জনকারী সবচেয়ে দ্রুততম স্মার্টফোন লাইনআপ হয়ে উঠেছে গ্যালাক্সি এস২৫ সিরিজ। এর আগে এই রেকর্ডটি ছিল গ্যালাক্সি নোট ১০ সিরিজের, যা ২৫ দিনে ১ মিলিয়ন বা ১০ লাখ ইউনিট বিক্রি করেছিল। তবে গ্যালাক্সি এস২৫ সিরিজ সেই রেকর্ডটি ৪ দিন আগেই ভেঙে ফেলেছে।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইটি নিউজের প্রতিবেদনে জানা গেছে, গ্যালাক্সি এস২৫ সিরিজের প্রধান বিক্রির কারণ ছিল এর নকশা, পারফরম্যান্স, সাত বছর পর্যন্ত সফটওয়্যার আপডেটের সুবিধা এবং গ্যালাক্সি এআই। নতুন গ্যালাক্সি এআই সাবস্ক্রিপশন ক্লাব, যা গ্রাহকদের নতুন ফোনে আপগ্রেডের প্রক্রিয়া আরও সহজ করেছে, যা এসব ফোনের বিক্রিতে উল্লেখযোগ্যভাবে ভূমিকা রেখেছে।
গ্যালাক্সি এস২৫ সিরিজের ক্রেতাদের মধ্যে প্রায় অর্ধেক ব্যক্তি গ্যালাক্সি এস২৫ আলট্রা বেছে নিয়েছেন। এই ফোনের সবচেয়ে জনপ্রিয় রং হলো—টাইটানিয়াম হোয়াইট সিলভার এবং টাইটানিয়াম সিলভার ব্লু। অন্যদিকে, গ্যালাক্সি এস২৫ এবং গ্যালাক্সি এস২৫ প্লাসের মধ্যে জনপ্রিয় রং ছিল সিলভার শ্যাডো এবং আইস ব্লু।
অ্যাপলের ডাইনামিক আইল্যান্ডের মতো এই সিরিজের জন্য ‘নাও বার’ ফিচার এনেছে স্যামসাং। এটি থেকে একনজরে কাস্টমাইজ তথ্য পাওয়া যাবে। ফোনে খেলার লাইভ স্কোরের পাশাপাশি আগ্রহের ওপর ভিত্তি করে শীর্ষ সংবাদ স্বয়ংক্রিয়ভাবে এই বারে দেখানো হয়।
নতুন এই সিরিজে স্যামসাংয়ের নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিক্সবির উন্নত সংস্করণও রয়েছে। মোবাইল ফোন থেকে শুরু করে টেলিভিশন এবং হোম অ্যাপল্যায়েন্স, স্যামসাং ইকোসিস্টেমের বিভিন্ন পণ্যে ডিজিটাল ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিক্সবি ব্যবহার করা হয়। এবার এস২৫ সিরিজের ফোনে গুগল জেমিনি-কে যুক্ত করা হয়েছে। ফলে এসব হোম অ্যাপ্লিয়ান্সের তথ্য সরাসরি ফোনে পাওয়া যায়। স্যামসাং বলছে, বিক্সবি ও জেমিনি একে-অন্যের পরিপূরক হিসেবে কাজ করবে।
তথ্যসূত্র : স্যাম মোবাইল
দক্ষিণ কোরিয়ায় স্মার্টফোন বিক্রিতে নতুন রেকর্ড গড়ল স্যামসাং। মাত্র ২১ দিনের মাথায় গ্যালাক্সি এস২৫ সিরিজের ১০ লাখ ফোন বিক্রি করে এই মাইলফলক অর্জন করেছে কোম্পানিটি।
গত ৭ ফেব্রুয়ারি স্যামসাং তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ + এবং গ্যালাক্সি এস ২৫ আলট্রা বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে বিক্রির জন্য উন্মুক্ত করে। এর পর ২১ দিন পেরিয়ে গেছে। এই স্বল্প সময়ে দক্ষিণ কোরিয়ায় গ্যালাক্সি এস২৫ সিরিজের এক মিলিয়ন ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং।
এর ফলে দেশীয় বাজারে এক মিলিয়ন ইউনিট বিক্রির রেকর্ড অর্জনকারী সবচেয়ে দ্রুততম স্মার্টফোন লাইনআপ হয়ে উঠেছে গ্যালাক্সি এস২৫ সিরিজ। এর আগে এই রেকর্ডটি ছিল গ্যালাক্সি নোট ১০ সিরিজের, যা ২৫ দিনে ১ মিলিয়ন বা ১০ লাখ ইউনিট বিক্রি করেছিল। তবে গ্যালাক্সি এস২৫ সিরিজ সেই রেকর্ডটি ৪ দিন আগেই ভেঙে ফেলেছে।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইটি নিউজের প্রতিবেদনে জানা গেছে, গ্যালাক্সি এস২৫ সিরিজের প্রধান বিক্রির কারণ ছিল এর নকশা, পারফরম্যান্স, সাত বছর পর্যন্ত সফটওয়্যার আপডেটের সুবিধা এবং গ্যালাক্সি এআই। নতুন গ্যালাক্সি এআই সাবস্ক্রিপশন ক্লাব, যা গ্রাহকদের নতুন ফোনে আপগ্রেডের প্রক্রিয়া আরও সহজ করেছে, যা এসব ফোনের বিক্রিতে উল্লেখযোগ্যভাবে ভূমিকা রেখেছে।
গ্যালাক্সি এস২৫ সিরিজের ক্রেতাদের মধ্যে প্রায় অর্ধেক ব্যক্তি গ্যালাক্সি এস২৫ আলট্রা বেছে নিয়েছেন। এই ফোনের সবচেয়ে জনপ্রিয় রং হলো—টাইটানিয়াম হোয়াইট সিলভার এবং টাইটানিয়াম সিলভার ব্লু। অন্যদিকে, গ্যালাক্সি এস২৫ এবং গ্যালাক্সি এস২৫ প্লাসের মধ্যে জনপ্রিয় রং ছিল সিলভার শ্যাডো এবং আইস ব্লু।
অ্যাপলের ডাইনামিক আইল্যান্ডের মতো এই সিরিজের জন্য ‘নাও বার’ ফিচার এনেছে স্যামসাং। এটি থেকে একনজরে কাস্টমাইজ তথ্য পাওয়া যাবে। ফোনে খেলার লাইভ স্কোরের পাশাপাশি আগ্রহের ওপর ভিত্তি করে শীর্ষ সংবাদ স্বয়ংক্রিয়ভাবে এই বারে দেখানো হয়।
নতুন এই সিরিজে স্যামসাংয়ের নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিক্সবির উন্নত সংস্করণও রয়েছে। মোবাইল ফোন থেকে শুরু করে টেলিভিশন এবং হোম অ্যাপল্যায়েন্স, স্যামসাং ইকোসিস্টেমের বিভিন্ন পণ্যে ডিজিটাল ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিক্সবি ব্যবহার করা হয়। এবার এস২৫ সিরিজের ফোনে গুগল জেমিনি-কে যুক্ত করা হয়েছে। ফলে এসব হোম অ্যাপ্লিয়ান্সের তথ্য সরাসরি ফোনে পাওয়া যায়। স্যামসাং বলছে, বিক্সবি ও জেমিনি একে-অন্যের পরিপূরক হিসেবে কাজ করবে।
তথ্যসূত্র : স্যাম মোবাইল
লাইভ ভিডিও ফিচারে বড় পরিবর্তন আনছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এই পরিবর্তন লাখ লাখ ব্যবহারকারীর ওপর প্রভাব ফেলবে। কারণ, এখন থেকে মাত্র ৩০ দিনের জন্য সংরক্ষিত থাকবে লাইভ ভিডিওগুলো। তারপর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ফেসবুক তাদের এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগেআগের যুগে স্মার্টফোনগুলোয় মাত্র একটি ক্যামেরা থাকত। তবে বর্তমান যুগে এক স্মার্টফোনের ক্যামেরায় তিন বা তার বেশি লেন্স থাকাটা একেবারে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি অনেকের কাছে মার্কেটিং কৌশল বলে মনে হলেও বাস্তবে একাধিক ক্যামেরা স্মার্টফোনে ভালো মানের ছবি তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
৮ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ওপেনএআই গত বৃহস্পতিবার তাদের নতুন মডেল জিপিটি ৪.৫ উন্মোচন করেছেন। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এটি তাদের সবচেয়ে বড় ও শক্তিশালী মডেল। এটি ওপেনএআই আগের মডেলগুলো চেয়ে আরও বেশি আবেগ বুঝতে পারে এবং সংবেদনশীলভাবে উত্তর দিতে পারে।
৯ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপ চালু করলেই স্বয়ংক্রিয়ভাবে আপনার অনলাইন স্ট্যাটাস জানতে পারেন অন্য ব্যবহারকারীরা। অর্থাৎ আপনি কখন অনলাইনে আছেন বা অ্যাপটিতে সর্বশেষ কখন সক্রিয় (লাস্ট সিন) ছিলেন তা জেনে যায় তারা। তাই এসব ফিচার চালু থাকলে ব্যক্তিগত গোপনীয়তা বিঘ্ন হতে পারে। তবে ফিচারগুলো বন্ধ করারও সুযোগ রেখেছে হোয়াটসঅ্যাপ।
১২ ঘণ্টা আগে