প্রযুক্তি ডেস্ক
কম্পিউটারের গতি কমার অনেক কারণ আছে। কাজের গতি মূলত নির্ভর করে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ওপর। র্যাম, হার্ডডিস্ক, মেমোরি কার্ড, গ্রাফিকস সিস্টেম, ইন্টারনাল হার্ডওয়্যার সিস্টেমের গতি ও সক্ষমতা—এই সবকিছু কম্পিউটারের গতি নির্ধারণে ভূমিকা রাখে। গতি কমে গেলে কী করবেন, সেটা নিয়ে ভাবছেন? টিপসগুলো অনুসরণ করুন।
হার্ড ড্রাইভ আপগ্রেড করা
কম্পিউটারের গতি যদি কম হয়ে থাকে, তবে খেয়াল করুন, আপনি দীর্ঘদিন ধরে পুরোনো হার্ড ড্রাইভ ব্যবহার করছেন কি না। পুরোনো হার্ড ড্রাইভ ব্যবহার করে থাকলে বুঝতে হবে, আগের হার্ড ড্রাইভ বদলে নতুন ও দ্রুতগতির হার্ড ড্রাইভ কেনার সময় এসেছে। নতুন হার্ড ড্রাইভ কম্পিউটারের গতি নিমেষেই বাড়িয়ে দেবে কয়েক গুণ।
বাড়তি র্যাম সংযোজন
র্যান্ডম অ্যাকসেস মেমোরি বা র্যাম কম্পিউটারে অস্থায়ী, তাৎক্ষণিক এবং বারবার ব্যবহৃত হয় এমন ডেটা সংরক্ষণ করে থাকে। পর্যাপ্ত র্যাম না থাকলে কম্পিউটারে মাত্রাতিরিক্ত চাপ পড়ে, যা এর গতি কমিয়ে দেয়। অতিরিক্ত র্যাম কিনে তা ইনস্টল করে এ সমস্যা দূর করা সম্ভব।
কম্পিউটার পরিষ্কার রাখা
যত্নহীন কম্পিউটারে অতিরিক্ত ধুলাময়লা জমা হলে তাপ ঠিকমতো বাইরে বের হতে পারে না। ফলে কম্পিউটারটি দ্রুত গরম হয়ে যায় এবং এর গতিও কমে আসে। তাই নিয়মিত কম্পিউটার পরিষ্কার করতে হবে।
সফটওয়্যার আপডেট করা
কম্পিউটারে ব্যবহৃত প্রায় সব সফটওয়্যারই প্রতিনিয়ত নতুন নতুন আপডেট প্রকাশ করে থাকে। তাই সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ ব্যবহৃত হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট করতে হবে নিয়মিত। এর ফলে সফটওয়্যারের নানান সমস্যা ও বাগ সংশোধন হবে এবং সেগুলোর কর্মক্ষমতা বাড়বে।
উপযোগী অ্যান্টিভাইরাস ব্যবহার করা
অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপনার কম্পিউটারকে ভাইরাস এবং অন্যান্য ম্যালওয়্যার থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। একই সঙ্গে এটি কম্পিউটারের গতিও কমিয়ে ফেলতে পারে। অ্যান্টিভাইরাস সফটওয়্যারের জন্য যদি গতি কমে যায়, তাহলে সেটি পরিবর্তন করতে হবে। এ ক্ষেত্রে সক্ষমতা অনুযায়ী (র্যাম ও প্রসেসর স্পিড) অপেক্ষাকৃত কম স্টোরেজ বা মেমোরির অ্যান্টিভাইরাস ব্যবহার করা উচিত।
অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করা
ব্যবহার করা হয় না এমন অপ্রয়োজনীয় সফটওয়্যার অনেক স্টোরেজ নিয়ে নেয়, যা কম্পিউটারের গতি
কমিয়ে দেয়। এ জন্য অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করা জরুরি। এতে স্টোরেজ খালি হয় এবং কম্পিউটারের গতি বৃদ্ধি পায়।
কম্পিউটারের গতি কমার অনেক কারণ আছে। কাজের গতি মূলত নির্ভর করে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ওপর। র্যাম, হার্ডডিস্ক, মেমোরি কার্ড, গ্রাফিকস সিস্টেম, ইন্টারনাল হার্ডওয়্যার সিস্টেমের গতি ও সক্ষমতা—এই সবকিছু কম্পিউটারের গতি নির্ধারণে ভূমিকা রাখে। গতি কমে গেলে কী করবেন, সেটা নিয়ে ভাবছেন? টিপসগুলো অনুসরণ করুন।
হার্ড ড্রাইভ আপগ্রেড করা
কম্পিউটারের গতি যদি কম হয়ে থাকে, তবে খেয়াল করুন, আপনি দীর্ঘদিন ধরে পুরোনো হার্ড ড্রাইভ ব্যবহার করছেন কি না। পুরোনো হার্ড ড্রাইভ ব্যবহার করে থাকলে বুঝতে হবে, আগের হার্ড ড্রাইভ বদলে নতুন ও দ্রুতগতির হার্ড ড্রাইভ কেনার সময় এসেছে। নতুন হার্ড ড্রাইভ কম্পিউটারের গতি নিমেষেই বাড়িয়ে দেবে কয়েক গুণ।
বাড়তি র্যাম সংযোজন
র্যান্ডম অ্যাকসেস মেমোরি বা র্যাম কম্পিউটারে অস্থায়ী, তাৎক্ষণিক এবং বারবার ব্যবহৃত হয় এমন ডেটা সংরক্ষণ করে থাকে। পর্যাপ্ত র্যাম না থাকলে কম্পিউটারে মাত্রাতিরিক্ত চাপ পড়ে, যা এর গতি কমিয়ে দেয়। অতিরিক্ত র্যাম কিনে তা ইনস্টল করে এ সমস্যা দূর করা সম্ভব।
কম্পিউটার পরিষ্কার রাখা
যত্নহীন কম্পিউটারে অতিরিক্ত ধুলাময়লা জমা হলে তাপ ঠিকমতো বাইরে বের হতে পারে না। ফলে কম্পিউটারটি দ্রুত গরম হয়ে যায় এবং এর গতিও কমে আসে। তাই নিয়মিত কম্পিউটার পরিষ্কার করতে হবে।
সফটওয়্যার আপডেট করা
কম্পিউটারে ব্যবহৃত প্রায় সব সফটওয়্যারই প্রতিনিয়ত নতুন নতুন আপডেট প্রকাশ করে থাকে। তাই সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ ব্যবহৃত হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট করতে হবে নিয়মিত। এর ফলে সফটওয়্যারের নানান সমস্যা ও বাগ সংশোধন হবে এবং সেগুলোর কর্মক্ষমতা বাড়বে।
উপযোগী অ্যান্টিভাইরাস ব্যবহার করা
অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপনার কম্পিউটারকে ভাইরাস এবং অন্যান্য ম্যালওয়্যার থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। একই সঙ্গে এটি কম্পিউটারের গতিও কমিয়ে ফেলতে পারে। অ্যান্টিভাইরাস সফটওয়্যারের জন্য যদি গতি কমে যায়, তাহলে সেটি পরিবর্তন করতে হবে। এ ক্ষেত্রে সক্ষমতা অনুযায়ী (র্যাম ও প্রসেসর স্পিড) অপেক্ষাকৃত কম স্টোরেজ বা মেমোরির অ্যান্টিভাইরাস ব্যবহার করা উচিত।
অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করা
ব্যবহার করা হয় না এমন অপ্রয়োজনীয় সফটওয়্যার অনেক স্টোরেজ নিয়ে নেয়, যা কম্পিউটারের গতি
কমিয়ে দেয়। এ জন্য অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করা জরুরি। এতে স্টোরেজ খালি হয় এবং কম্পিউটারের গতি বৃদ্ধি পায়।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি আবিষ্কার করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ...
১ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
৪ ঘণ্টা আগেধর্ষণ ও অজাচার (নিকটাত্মীয়ের মধ্যে যৌন সম্পর্ক) উৎসাহিত করার অভিযোগের মুখে পড়েছে ভিডিও গেম ‘নো মার্সি’। সারা বিশ্বে গেমিং কমিউনিটির তীব্র সমালোচনার মুখে অবশেষে স্টিম প্ল্যাটফর্ম থেকে সেটি সরিয়ে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে