আজকের পত্রিকা ডেস্ক
আইওএসের গুগল ট্রান্সলেট অ্যাপে নতুন ফিচার যুক্ত হয়েছে। আপডেটের পর থেকে নির্দিষ্ট কিছু আইফোন ও আইপ্যাড মডেলে এটি ডিফল্ট অনুবাদ অ্যাপ হিসেবে সেট করা যাবে। অ্যাপল প্রথমবারের মতো আইওএস ১৮.৪ আপডেটে মিডিয়া প্লেব্যাক, নেভিগেশন ও অনুবাদ অ্যাপ ডিফল্ট হিসেবে নির্ধারণ করার সুযোগ চালু করে। এত দিন অ্যাপলের নিজস্ব ট্রান্সলেট অ্যাপই কেবল এই কাজের জন্য নির্ধারিত ছিল। তবে এবার গুগল ট্রান্সলেটও বিকল্প হিসেবে যুক্ত হয়েছে।
আইওএস অ্যাপ স্টোরে গুগল ট্রান্সলেটের অ্যাপ পেজে জানানো হয়েছে, আইওএস ১৮.৪ বা আইপ্যাডওএস ১৮.৪ অথবা তার পরবর্তী সংস্করণের আইফোন ও আইপ্যাডে এই অ্যাপটি ডিফল্ট অনুবাদ অ্যাপ হিসেবে সেট করা যাবে। এর জন্য ব্যবহারকারীদের অ্যাপটি ৯.৮. ০১১ সংস্করণে হালনাগাদ করতে হবে।
সেটআপ করার পদ্ধতি
১. আইফোনের সেটিংস খুলুন
২. এরপর অ্যাপ সেকশনে যান এবং এরপরে ডিফল্ট অ্যাপসে যান
৩. ট্রান্সলেশন অপশনে ট্যাপ করুন
৪. তালিকা থেকে ‘গুগল ট্রান্সলেট’ নির্বাচন করুন
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস ৩৬০ প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যাপ আপডেট করার পর ডিফল্ট অ্যাপ অপশনে গুগল ট্রান্সলেট দেখা যায়।
গুগল ট্রান্সলেট অ্যাপ দিয়ে দুই ভাষার মধ্যে কথোপকথন অনুবাদ করা যায়, যার সংখ্যা ২৪৯টি পর্যন্ত। এটি লিখে অনুবাদ ছাড়াও মুখে বলা শব্দ বা বাক্য অনুবাদ করতে পারে। গুগলের মতে, ইন্টারনেট সংযোগ না থাকলেও আগেভাগে ভাষার প্যাক ডাউনলোড করে অফলাইনে ব্যবহার করা যায়। এ ছাড়া এই অ্যাপে টাইপ না করে অক্ষর আঁকার সুবিধা, রিয়েল টাইমে ট্রান্সক্রিপশন, ভবিষ্যতের জন্য অনুবাদ সংরক্ষণ এবং ছবি বা ক্যামেরার ভিউফাইন্ডারের মাধ্যমে লেখা অনুবাদ করার সুবিধাও রয়েছে।
আইওএসের গুগল ট্রান্সলেট অ্যাপে নতুন ফিচার যুক্ত হয়েছে। আপডেটের পর থেকে নির্দিষ্ট কিছু আইফোন ও আইপ্যাড মডেলে এটি ডিফল্ট অনুবাদ অ্যাপ হিসেবে সেট করা যাবে। অ্যাপল প্রথমবারের মতো আইওএস ১৮.৪ আপডেটে মিডিয়া প্লেব্যাক, নেভিগেশন ও অনুবাদ অ্যাপ ডিফল্ট হিসেবে নির্ধারণ করার সুযোগ চালু করে। এত দিন অ্যাপলের নিজস্ব ট্রান্সলেট অ্যাপই কেবল এই কাজের জন্য নির্ধারিত ছিল। তবে এবার গুগল ট্রান্সলেটও বিকল্প হিসেবে যুক্ত হয়েছে।
আইওএস অ্যাপ স্টোরে গুগল ট্রান্সলেটের অ্যাপ পেজে জানানো হয়েছে, আইওএস ১৮.৪ বা আইপ্যাডওএস ১৮.৪ অথবা তার পরবর্তী সংস্করণের আইফোন ও আইপ্যাডে এই অ্যাপটি ডিফল্ট অনুবাদ অ্যাপ হিসেবে সেট করা যাবে। এর জন্য ব্যবহারকারীদের অ্যাপটি ৯.৮. ০১১ সংস্করণে হালনাগাদ করতে হবে।
সেটআপ করার পদ্ধতি
১. আইফোনের সেটিংস খুলুন
২. এরপর অ্যাপ সেকশনে যান এবং এরপরে ডিফল্ট অ্যাপসে যান
৩. ট্রান্সলেশন অপশনে ট্যাপ করুন
৪. তালিকা থেকে ‘গুগল ট্রান্সলেট’ নির্বাচন করুন
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস ৩৬০ প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যাপ আপডেট করার পর ডিফল্ট অ্যাপ অপশনে গুগল ট্রান্সলেট দেখা যায়।
গুগল ট্রান্সলেট অ্যাপ দিয়ে দুই ভাষার মধ্যে কথোপকথন অনুবাদ করা যায়, যার সংখ্যা ২৪৯টি পর্যন্ত। এটি লিখে অনুবাদ ছাড়াও মুখে বলা শব্দ বা বাক্য অনুবাদ করতে পারে। গুগলের মতে, ইন্টারনেট সংযোগ না থাকলেও আগেভাগে ভাষার প্যাক ডাউনলোড করে অফলাইনে ব্যবহার করা যায়। এ ছাড়া এই অ্যাপে টাইপ না করে অক্ষর আঁকার সুবিধা, রিয়েল টাইমে ট্রান্সক্রিপশন, ভবিষ্যতের জন্য অনুবাদ সংরক্ষণ এবং ছবি বা ক্যামেরার ভিউফাইন্ডারের মাধ্যমে লেখা অনুবাদ করার সুবিধাও রয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
২ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৪ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ দিন আগে