Ajker Patrika

আইফোনে ডিফল্ট অ্যাপসে এখন গুগল ট্রান্সলেট যুক্ত করা যাবে

অনলাইন ডেস্ক
তালিকা থেকে ‘গুগল ট্রান্সলেট’ নির্বাচন করুন।  ছবি: ম্যাকরিউমার
তালিকা থেকে ‘গুগল ট্রান্সলেট’ নির্বাচন করুন। ছবি: ম্যাকরিউমার

আইওএসের গুগল ট্রান্সলেট অ্যাপে নতুন ফিচার যুক্ত হয়েছে। আপডেটের পর থেকে নির্দিষ্ট কিছু আইফোন ও আইপ্যাড মডেলে এটি ডিফল্ট অনুবাদ অ্যাপ হিসেবে সেট করা যাবে। অ্যাপল প্রথমবারের মতো আইওএস ১৮.৪ আপডেটে মিডিয়া প্লেব্যাক, নেভিগেশন ও অনুবাদ অ্যাপ ডিফল্ট হিসেবে নির্ধারণ করার সুযোগ চালু করে। এত দিন অ্যাপলের নিজস্ব ট্রান্সলেট অ্যাপই কেবল এই কাজের জন্য নির্ধারিত ছিল। তবে এবার গুগল ট্রান্সলেটও বিকল্প হিসেবে যুক্ত হয়েছে।

আইওএস অ্যাপ স্টোরে গুগল ট্রান্সলেটের অ্যাপ পেজে জানানো হয়েছে, আইওএস ১৮.৪ বা আইপ্যাডওএস ১৮.৪ অথবা তার পরবর্তী সংস্করণের আইফোন ও আইপ্যাডে এই অ্যাপটি ডিফল্ট অনুবাদ অ্যাপ হিসেবে সেট করা যাবে। এর জন্য ব্যবহারকারীদের অ্যাপটি ৯.৮. ০১১ সংস্করণে হালনাগাদ করতে হবে।

সেটআপ করার পদ্ধতি

১. আইফোনের সেটিংস খুলুন

২. এরপর অ্যাপ সেকশনে যান এবং এরপরে ডিফল্ট অ্যাপসে যান

৩. ট্রান্সলেশন অপশনে ট্যাপ করুন

৪. তালিকা থেকে ‘গুগল ট্রান্সলেট’ নির্বাচন করুন

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস ৩৬০ প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যাপ আপডেট করার পর ডিফল্ট অ্যাপ অপশনে গুগল ট্রান্সলেট দেখা যায়।

গুগল ট্রান্সলেট অ্যাপ দিয়ে দুই ভাষার মধ্যে কথোপকথন অনুবাদ করা যায়, যার সংখ্যা ২৪৯টি পর্যন্ত। এটি লিখে অনুবাদ ছাড়াও মুখে বলা শব্দ বা বাক্য অনুবাদ করতে পারে। গুগলের মতে, ইন্টারনেট সংযোগ না থাকলেও আগেভাগে ভাষার প্যাক ডাউনলোড করে অফলাইনে ব্যবহার করা যায়। এ ছাড়া এই অ্যাপে টাইপ না করে অক্ষর আঁকার সুবিধা, রিয়েল টাইমে ট্রান্সক্রিপশন, ভবিষ্যতের জন্য অনুবাদ সংরক্ষণ এবং ছবি বা ক্যামেরার ভিউফাইন্ডারের মাধ্যমে লেখা অনুবাদ করার সুবিধাও রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিন বাহিনীর প্রধান

১৭ বছর খাইনি, এবার খাব—টেন্ডার জমা দেওয়া ঠিকাদারকে বললেন বিএনপি নেতা

দেশে এল স্টারলিংক: কতগুলো ডিভাইস যুক্ত করা যাবে, কীভাবে করবেন

যৌথ পরিবারে কোরবানি কার ওপর ওয়াজিব

মধ্যরাতে হাক্কানীর মালিকের বাসায় মবের হানা, আটক তিন সমন্বয়ককে ছাড়িয়ে নিলেন হান্নান মাসউদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত