Ajker Patrika

আদালত থেকে বের হতেই গ্রেপ্তার জোকোভিচ

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৮: ২১
আদালত থেকে বের হতেই গ্রেপ্তার জোকোভিচ

যে দেশ থেকে সবচেয়ে বেশি ৯টি গ্র্যান্ড স্লাম জিতে ফিরেছেন, সেই অস্ট্রেলিয়াই নোভাক জোকোভিচকে জীবনের সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা উপহার দিচ্ছে। 

টেনিস কোর্টে প্রতিপক্ষকে হরহামেশাই উড়িয়ে দেওয়া জোকোভিচ আজ জিতেছিলেন আইনের কোর্টেও। তাতে অস্ট্রেলিয়ার ভিসা ফেরত পাওয়ার পাশাপাশি বছরের প্রথম গ্র্যান্ড স্লামে খেলতে না পারার শঙ্কা কেটে গিয়েছিল। কিন্তু আদালত থেকে বিজয়ীর বেশে বের হতেই বেধেছে বিপত্তি। করোনা টিকার বিরোধী সার্বিয়ান তারকাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে তাঁর পরিবার। 

জোকোভিচের বাবা সার্দিয়ান জোকোভিচ সার্বিয়ান সাংবাদিক পাভলোভিচ ম্যাকআতিরকে জানিয়েছেন, অস্ট্রেলিয়া সরকার নিজস্ব ক্ষমতাবলে তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে। পাভলোভিচ টুইটারে লিখেছেন, ‘ব্রেকিং …. জোকোভিচের বাবা একটু আগে আমাকে জানিয়েছেন তাঁকে ওরা (অস্ট্রেলিয়া পুলিশ) গ্রেপ্তার করেছে। 

অস্ট্রেলিয়ার দৈনিক ‘দ্য এজ’-এর রাজনৈতিক প্রতিবেদক পল সাক্কাল অবশ্য লিখেছেন, ‘জোকোভিচকে দ্বিতীয়বার আটক করার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক ভিসা পুনর্বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’ 

এর আগে ভিসা বাতিল এবং তাঁকে অভিবাসন কর্তৃপক্ষের হেফাজতে আটক রাখার যৌক্তিকতা খুঁজে না পেয়ে জোকোভিচকে ৩০ মিনিটের মধ্যে মুক্তি দিতে বলেন বিচারক অ্যান্থনি কেলি। সেই সঙ্গে মামলা চালাতে তাঁর যে খরচ হয়েছে, সেটাও অস্ট্রেলিয়া সরকারকে বহন করতে বলার আদেশ দেন তিনি।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত