মার্কেতা ভন্দ্রোসভা, ওনস জাবির-দুজনের সামনেই মঞ্চ প্রস্তুত ছিল উইম্বলডনের নতুন রানি হবার। শেষ হাসি হেসেছেন ভন্দ্রোসভা। রুদ্ধশ্বাস লড়াইয়ে ২০২৩ উইম্বলডন জিতলেন ভন্দ্রোসভা।
শুরু থেকেই দুর্দান্ত লড়াই হয়েছে জাবির ও ভন্দ্রুসভা। ভন্দ্রোসভা সার্ভ ফেরাতে না পারায় ১-০ তে এগিয়ে যান জাবির। সমতায় ফেরার সুযোগ তৈরি করেছিলেন ভন্দ্রোসভা। তবে সার্ভ ধরে রাখতে না পারায় সেটে ২-০ তে পিছিয়ে যান চেক এই নারী টেনিস তারকা।
২-০ তে পিছিয়ে থেকে প্রথম সেটে দ্রুতই ঘুরে দাঁড়ান ভন্দ্রোসভা। ২-২ গেম হয়ে যায় জাবির-ভন্দ্রোসভার স্কোরলাইন। দুজনের লড়াই বেশ জমে হয়ে উঠতে থাকে। কখনো এগিয়ে যাচ্ছেন ভন্দ্রুসভা, কখনো বা জাবির। এক পর্যায়ে এই দুই টেনিস তারকা স্কোরলাইন করে ফেলেন ৪-৪। প্রতিযোগিতাপূর্ণ প্রথম সেট ৬-৪ গেমে জেতেন ভন্দ্রুসভা।
দুজনের তুমুল প্রতিযোগিতা বজায় থাকে দ্বিতীয় সেটেও। এবার শুরুতে এগিয়ে যান ভন্দ্রোসভা। চেক এই টেনিস তারকার সার্ভ ব্রেক করে সমতায় ফেরেন জাবির। সার্ভ ব্রেকের ধারাবাহিকতা ধরে রেখে খুব দ্রুতই ৩-১ এ এগিয়ে যান তিউনিস এই টেনিস তারকা। তবে এই ৩-১ এ এ বেশিক্ষণ থাকতে পারেননি জাবির। অল্প সময়ের মধ্যেই তা ৩-৩ হয়ে যায়। এরপর ব্যাকহ্যান্ড শটে ৪-৩ গেমে এগিয়ে যান জাবির। এগিয়ে থেকেও এই সেট জিততে পারেননি তিউনিস এই টেনিস তারকা। প্রথম সেটের মতো এই সেটও ৬-৪ গেমে জেতেন ভন্দ্রোসভা। ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন চেক এই টেনিস তারকা।
মার্কেতা ভন্দ্রোসভা, ওনস জাবির-দুজনের সামনেই মঞ্চ প্রস্তুত ছিল উইম্বলডনের নতুন রানি হবার। শেষ হাসি হেসেছেন ভন্দ্রোসভা। রুদ্ধশ্বাস লড়াইয়ে ২০২৩ উইম্বলডন জিতলেন ভন্দ্রোসভা।
শুরু থেকেই দুর্দান্ত লড়াই হয়েছে জাবির ও ভন্দ্রুসভা। ভন্দ্রোসভা সার্ভ ফেরাতে না পারায় ১-০ তে এগিয়ে যান জাবির। সমতায় ফেরার সুযোগ তৈরি করেছিলেন ভন্দ্রোসভা। তবে সার্ভ ধরে রাখতে না পারায় সেটে ২-০ তে পিছিয়ে যান চেক এই নারী টেনিস তারকা।
২-০ তে পিছিয়ে থেকে প্রথম সেটে দ্রুতই ঘুরে দাঁড়ান ভন্দ্রোসভা। ২-২ গেম হয়ে যায় জাবির-ভন্দ্রোসভার স্কোরলাইন। দুজনের লড়াই বেশ জমে হয়ে উঠতে থাকে। কখনো এগিয়ে যাচ্ছেন ভন্দ্রুসভা, কখনো বা জাবির। এক পর্যায়ে এই দুই টেনিস তারকা স্কোরলাইন করে ফেলেন ৪-৪। প্রতিযোগিতাপূর্ণ প্রথম সেট ৬-৪ গেমে জেতেন ভন্দ্রুসভা।
দুজনের তুমুল প্রতিযোগিতা বজায় থাকে দ্বিতীয় সেটেও। এবার শুরুতে এগিয়ে যান ভন্দ্রোসভা। চেক এই টেনিস তারকার সার্ভ ব্রেক করে সমতায় ফেরেন জাবির। সার্ভ ব্রেকের ধারাবাহিকতা ধরে রেখে খুব দ্রুতই ৩-১ এ এগিয়ে যান তিউনিস এই টেনিস তারকা। তবে এই ৩-১ এ এ বেশিক্ষণ থাকতে পারেননি জাবির। অল্প সময়ের মধ্যেই তা ৩-৩ হয়ে যায়। এরপর ব্যাকহ্যান্ড শটে ৪-৩ গেমে এগিয়ে যান জাবির। এগিয়ে থেকেও এই সেট জিততে পারেননি তিউনিস এই টেনিস তারকা। প্রথম সেটের মতো এই সেটও ৬-৪ গেমে জেতেন ভন্দ্রোসভা। ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন চেক এই টেনিস তারকা।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৭ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৮ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১০ ঘণ্টা আগে