ক্রীড়া ডেস্ক
মার্কেতা ভন্দ্রোসভা, ওনস জাবির-দুজনের সামনেই মঞ্চ প্রস্তুত ছিল উইম্বলডনের নতুন রানি হবার। শেষ হাসি হেসেছেন ভন্দ্রোসভা। রুদ্ধশ্বাস লড়াইয়ে ২০২৩ উইম্বলডন জিতলেন ভন্দ্রোসভা।
শুরু থেকেই দুর্দান্ত লড়াই হয়েছে জাবির ও ভন্দ্রুসভা। ভন্দ্রোসভা সার্ভ ফেরাতে না পারায় ১-০ তে এগিয়ে যান জাবির। সমতায় ফেরার সুযোগ তৈরি করেছিলেন ভন্দ্রোসভা। তবে সার্ভ ধরে রাখতে না পারায় সেটে ২-০ তে পিছিয়ে যান চেক এই নারী টেনিস তারকা।
২-০ তে পিছিয়ে থেকে প্রথম সেটে দ্রুতই ঘুরে দাঁড়ান ভন্দ্রোসভা। ২-২ গেম হয়ে যায় জাবির-ভন্দ্রোসভার স্কোরলাইন। দুজনের লড়াই বেশ জমে হয়ে উঠতে থাকে। কখনো এগিয়ে যাচ্ছেন ভন্দ্রুসভা, কখনো বা জাবির। এক পর্যায়ে এই দুই টেনিস তারকা স্কোরলাইন করে ফেলেন ৪-৪। প্রতিযোগিতাপূর্ণ প্রথম সেট ৬-৪ গেমে জেতেন ভন্দ্রুসভা।
দুজনের তুমুল প্রতিযোগিতা বজায় থাকে দ্বিতীয় সেটেও। এবার শুরুতে এগিয়ে যান ভন্দ্রোসভা। চেক এই টেনিস তারকার সার্ভ ব্রেক করে সমতায় ফেরেন জাবির। সার্ভ ব্রেকের ধারাবাহিকতা ধরে রেখে খুব দ্রুতই ৩-১ এ এগিয়ে যান তিউনিস এই টেনিস তারকা। তবে এই ৩-১ এ এ বেশিক্ষণ থাকতে পারেননি জাবির। অল্প সময়ের মধ্যেই তা ৩-৩ হয়ে যায়। এরপর ব্যাকহ্যান্ড শটে ৪-৩ গেমে এগিয়ে যান জাবির। এগিয়ে থেকেও এই সেট জিততে পারেননি তিউনিস এই টেনিস তারকা। প্রথম সেটের মতো এই সেটও ৬-৪ গেমে জেতেন ভন্দ্রোসভা। ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন চেক এই টেনিস তারকা।
মার্কেতা ভন্দ্রোসভা, ওনস জাবির-দুজনের সামনেই মঞ্চ প্রস্তুত ছিল উইম্বলডনের নতুন রানি হবার। শেষ হাসি হেসেছেন ভন্দ্রোসভা। রুদ্ধশ্বাস লড়াইয়ে ২০২৩ উইম্বলডন জিতলেন ভন্দ্রোসভা।
শুরু থেকেই দুর্দান্ত লড়াই হয়েছে জাবির ও ভন্দ্রুসভা। ভন্দ্রোসভা সার্ভ ফেরাতে না পারায় ১-০ তে এগিয়ে যান জাবির। সমতায় ফেরার সুযোগ তৈরি করেছিলেন ভন্দ্রোসভা। তবে সার্ভ ধরে রাখতে না পারায় সেটে ২-০ তে পিছিয়ে যান চেক এই নারী টেনিস তারকা।
২-০ তে পিছিয়ে থেকে প্রথম সেটে দ্রুতই ঘুরে দাঁড়ান ভন্দ্রোসভা। ২-২ গেম হয়ে যায় জাবির-ভন্দ্রোসভার স্কোরলাইন। দুজনের লড়াই বেশ জমে হয়ে উঠতে থাকে। কখনো এগিয়ে যাচ্ছেন ভন্দ্রুসভা, কখনো বা জাবির। এক পর্যায়ে এই দুই টেনিস তারকা স্কোরলাইন করে ফেলেন ৪-৪। প্রতিযোগিতাপূর্ণ প্রথম সেট ৬-৪ গেমে জেতেন ভন্দ্রুসভা।
দুজনের তুমুল প্রতিযোগিতা বজায় থাকে দ্বিতীয় সেটেও। এবার শুরুতে এগিয়ে যান ভন্দ্রোসভা। চেক এই টেনিস তারকার সার্ভ ব্রেক করে সমতায় ফেরেন জাবির। সার্ভ ব্রেকের ধারাবাহিকতা ধরে রেখে খুব দ্রুতই ৩-১ এ এগিয়ে যান তিউনিস এই টেনিস তারকা। তবে এই ৩-১ এ এ বেশিক্ষণ থাকতে পারেননি জাবির। অল্প সময়ের মধ্যেই তা ৩-৩ হয়ে যায়। এরপর ব্যাকহ্যান্ড শটে ৪-৩ গেমে এগিয়ে যান জাবির। এগিয়ে থেকেও এই সেট জিততে পারেননি তিউনিস এই টেনিস তারকা। প্রথম সেটের মতো এই সেটও ৬-৪ গেমে জেতেন ভন্দ্রোসভা। ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন চেক এই টেনিস তারকা।
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৩ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৪ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
৪ ঘণ্টা আগে