Ajker Patrika

রুদ্ধশ্বাস লড়াইয়ে উইম্বলডনের নতুন রানি ভন্দ্রোসভা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ২১: ৩৩
Thumbnail image

মার্কেতা ভন্দ্রোসভা, ওনস জাবির-দুজনের সামনেই মঞ্চ প্রস্তুত ছিল উইম্বলডনের নতুন রানি হবার। শেষ হাসি হেসেছেন ভন্দ্রোসভা। রুদ্ধশ্বাস লড়াইয়ে ২০২৩ উইম্বলডন জিতলেন ভন্দ্রোসভা। 

শুরু থেকেই দুর্দান্ত লড়াই হয়েছে জাবির ও ভন্দ্রুসভা। ভন্দ্রোসভা সার্ভ ফেরাতে না পারায় ১-০ তে এগিয়ে যান জাবির। সমতায় ফেরার সুযোগ তৈরি করেছিলেন ভন্দ্রোসভা। তবে সার্ভ ধরে রাখতে না পারায় সেটে ২-০ তে পিছিয়ে যান চেক এই নারী টেনিস তারকা। 

২-০ তে পিছিয়ে থেকে প্রথম সেটে দ্রুতই ঘুরে দাঁড়ান ভন্দ্রোসভা। ২-২ গেম হয়ে যায় জাবির-ভন্দ্রোসভার স্কোরলাইন। দুজনের লড়াই বেশ জমে হয়ে উঠতে থাকে। কখনো এগিয়ে যাচ্ছেন ভন্দ্রুসভা, কখনো বা জাবির। এক পর্যায়ে এই দুই টেনিস তারকা স্কোরলাইন করে ফেলেন ৪-৪। প্রতিযোগিতাপূর্ণ প্রথম সেট ৬-৪ গেমে জেতেন ভন্দ্রুসভা। 

দুজনের তুমুল প্রতিযোগিতা বজায় থাকে দ্বিতীয় সেটেও। এবার শুরুতে এগিয়ে যান ভন্দ্রোসভা। চেক এই টেনিস তারকার সার্ভ ব্রেক করে সমতায় ফেরেন জাবির। সার্ভ ব্রেকের ধারাবাহিকতা ধরে রেখে খুব দ্রুতই ৩-১ এ এগিয়ে যান তিউনিস এই টেনিস তারকা। তবে এই ৩-১ এ এ বেশিক্ষণ থাকতে পারেননি জাবির। অল্প সময়ের মধ্যেই তা ৩-৩ হয়ে যায়। এরপর ব্যাকহ্যান্ড শটে ৪-৩ গেমে এগিয়ে যান জাবির। এগিয়ে থেকেও এই সেট জিততে পারেননি তিউনিস এই টেনিস তারকা। প্রথম সেটের মতো এই সেটও ৬-৪ গেমে জেতেন ভন্দ্রোসভা। ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন চেক এই টেনিস তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত