ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু সেটা পরিশোধ করতে চাননি। পরিশোধ করার ক্ষমতা না থাকলে আলাদা কথা ছিল। কিন্তু ঋণ পরিশোধ করবেন না বলে কাগজে-কলমে তিনি দেখিয়েছিলেন, পরিশোধের আর্থিক সামর্থ্য তাঁর নেই। এই সম্পদ গোপনের জন্য দুই বছরের স্থগিত জেল হয়েছে মেয়েদের টেনিসের সাবেক ‘নাম্বার ওয়ান’ আরাঞ্চা সানচেজ ভিকারিওর।
এই প্রজন্মের টেনিস ভক্তদের কাছে স্পেনের সানচেজ ভিকারিও অবশ্য ‘অচেনা’ এক নাম। তবে নব্বইয়ের দশকে বিশ্ব টেনিসে যে কজন নারী তারকা আলো ছড়িয়েছেন তাঁদের অন্যতম আরাঞ্চা সানচেজ ভিকারিও। চারটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। যার তিনটিই ফ্রেঞ্চ ওপেন। একটি ইউএস ওপেন। দুবার করে ফাইনাল খেলেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনের। সানচেজ ভিকারিও ও তাঁর সাবেক স্বামী জোসেপ সান্তাকানা মিলে ব্যাংক থেকে ৬.৬ মিলিয়ন ইউরো ধার নিয়েছিলেন। টাকার অঙ্কে যা ৭৮ কোটি ৭১ লাখের মতো। ধারের এই অর্থ পরিশোধ করেননি সানচেজ ভিকারিও। দুই বছরের স্থগিত জেলের শাস্তির পাশাপাশি স্পেনের আদালত এই অর্থ পরিশোধ করার নির্দেশও দিয়েছেন।
সানচেজ ভিকারিওর টাকা পয়সার হিসাব রাখতেন সান্তাকানা। শাস্তি এড়াতে পারেননি তিনিও। উল্টো তাঁর শাস্তি হয়েছে বেশি। তিন বছর তিন মাসের জেল হয়েছে তাঁর।
ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু সেটা পরিশোধ করতে চাননি। পরিশোধ করার ক্ষমতা না থাকলে আলাদা কথা ছিল। কিন্তু ঋণ পরিশোধ করবেন না বলে কাগজে-কলমে তিনি দেখিয়েছিলেন, পরিশোধের আর্থিক সামর্থ্য তাঁর নেই। এই সম্পদ গোপনের জন্য দুই বছরের স্থগিত জেল হয়েছে মেয়েদের টেনিসের সাবেক ‘নাম্বার ওয়ান’ আরাঞ্চা সানচেজ ভিকারিওর।
এই প্রজন্মের টেনিস ভক্তদের কাছে স্পেনের সানচেজ ভিকারিও অবশ্য ‘অচেনা’ এক নাম। তবে নব্বইয়ের দশকে বিশ্ব টেনিসে যে কজন নারী তারকা আলো ছড়িয়েছেন তাঁদের অন্যতম আরাঞ্চা সানচেজ ভিকারিও। চারটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। যার তিনটিই ফ্রেঞ্চ ওপেন। একটি ইউএস ওপেন। দুবার করে ফাইনাল খেলেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনের। সানচেজ ভিকারিও ও তাঁর সাবেক স্বামী জোসেপ সান্তাকানা মিলে ব্যাংক থেকে ৬.৬ মিলিয়ন ইউরো ধার নিয়েছিলেন। টাকার অঙ্কে যা ৭৮ কোটি ৭১ লাখের মতো। ধারের এই অর্থ পরিশোধ করেননি সানচেজ ভিকারিও। দুই বছরের স্থগিত জেলের শাস্তির পাশাপাশি স্পেনের আদালত এই অর্থ পরিশোধ করার নির্দেশও দিয়েছেন।
সানচেজ ভিকারিওর টাকা পয়সার হিসাব রাখতেন সান্তাকানা। শাস্তি এড়াতে পারেননি তিনিও। উল্টো তাঁর শাস্তি হয়েছে বেশি। তিন বছর তিন মাসের জেল হয়েছে তাঁর।
দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
১ ঘণ্টা আগেপ্রথম তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো পরের তিনটি ফাইনালেও (২০২৭,২০২৯, ২০৩১) আয়োজক হিসেবে ইংল্যান্ডের নাম ঘোষণা করেছে আইসিসি। যদিও ভারত চেয়েছিল ২০২৭ সালের আসর আয়োজন করতে। তবে অতীতের তিন আসরে ইংল্যান্ডের আয়োজনের অভিজ্ঞতা মুগ্ধ করেছে আইসিসিকে।
২ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা। ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। পাকিস্তানের তিন ব্যাটারই শুধু দুই অঙ্কের ঘরে পোঁছাতে পেরেছেন।
৩ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার-প্লেতে পাকিস্তানকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। ৬ ওভার শেষে ৪ উইকেটে ৪১ রান পাকিস্তানের। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
৪ ঘণ্টা আগে