বিদায়ী ভাষণের শুরুতে মুখে হাসি ফুটিয়ে রজার ফেদেরার বললেন, ‘দিনটা দারুণ। সবাইকে বলেছি, আমি খুশি। খারাপ লাগছে না।’
‘খারাপ লাগছে না’ বললেন বটে, কিন্তু কিছুক্ষণ পরই অকৃত্রিম হাসি মিলিয়ে গেল লন্ডনের ওটু এরিনায়। চোখের জলে আর বাঁধ দিতে পারলেন না টেনিসকে শিল্পে রূপ দেওয়া কিংবদন্তি ফেদেরার। তিনি কাঁদলেন। কখনো কখনো তা অঝোরে। সেই কান্না সংক্রমিত হলো সবার মধ্যে। কোর্টের পাশে বসা রাফায়েল নাদালেও। ঘোর প্রতিদ্বন্দ্বী রাফাও কাঁদছেন। এ এক দুর্লভ দৃশ্য। শুধু টেনিসপ্রেমী নয়, পুরো বিশ্ব ক্রীড়াঙ্গনকে ছুঁয়ে গেল ফেদেরারের এমন হৃদয়ছোঁয়া বিদায়।
২০ গ্র্যান্ড স্লাম বিজয়ী ফেদেরার আগেই জানিয়েছিলেন, এই লেভার কাপ দিয়েই পেশাদার টেনিসকে জানাবেন বিদায়। গত রাতে সুইস মহাতারকা বিদায়ী ম্যাচে জুটি বেঁধে খেলেছিলেন নাদালের সঙ্গে। টিম ইউরোপের হয়ে দ্বৈত জুটি হিসেবে নামা ফেদেরার ও নাদাল হেরেছেন টিম ওয়ার্ল্ডের জুটি ফ্রান্সিস তিয়াফো ও জ্যাক সকের কাছে। ৪-৬, ৭-৬ (৭ /২), ১১-৯ গেমের হারে শেষটা মনের মতো হয়নি ফেদেরার। তাতে কী? গত রাতটা ছিল যতটা না খেলা, তার চেয়ে বেশি ৪১ বছর বয়সী কিংবদন্তির বিদায়।
নীল জার্সিতে ফেদেরার বিদায় জানালেন টেনিসকে। কোর্টে দাঁড়িয়ে টেনিসের এই মহাতারকাকে বিদায় জানালেন ইউরোপীয় দলে তাঁর সতীর্থ নাদাল, জোকোভিচ, মারের মতো বড় তারকারাও। বিদায়ী ভাষণে ফেদেরার কৃতজ্ঞতা জানালেন ভক্ত, সমর্থক, সতীর্থ, প্রতিদ্বন্দ্বী, বন্ধু, স্ত্রী আর বাবা-মাকে। কোর্টে ফেদেরারের ভেজা চোখ ছুঁয়ে গেল গ্যালারিতেও, পৃথিবীর সব টেনিসপ্রেমীকেই।
বিদায়ী ভাষণের শুরুতে মুখে হাসি ফুটিয়ে রজার ফেদেরার বললেন, ‘দিনটা দারুণ। সবাইকে বলেছি, আমি খুশি। খারাপ লাগছে না।’
‘খারাপ লাগছে না’ বললেন বটে, কিন্তু কিছুক্ষণ পরই অকৃত্রিম হাসি মিলিয়ে গেল লন্ডনের ওটু এরিনায়। চোখের জলে আর বাঁধ দিতে পারলেন না টেনিসকে শিল্পে রূপ দেওয়া কিংবদন্তি ফেদেরার। তিনি কাঁদলেন। কখনো কখনো তা অঝোরে। সেই কান্না সংক্রমিত হলো সবার মধ্যে। কোর্টের পাশে বসা রাফায়েল নাদালেও। ঘোর প্রতিদ্বন্দ্বী রাফাও কাঁদছেন। এ এক দুর্লভ দৃশ্য। শুধু টেনিসপ্রেমী নয়, পুরো বিশ্ব ক্রীড়াঙ্গনকে ছুঁয়ে গেল ফেদেরারের এমন হৃদয়ছোঁয়া বিদায়।
২০ গ্র্যান্ড স্লাম বিজয়ী ফেদেরার আগেই জানিয়েছিলেন, এই লেভার কাপ দিয়েই পেশাদার টেনিসকে জানাবেন বিদায়। গত রাতে সুইস মহাতারকা বিদায়ী ম্যাচে জুটি বেঁধে খেলেছিলেন নাদালের সঙ্গে। টিম ইউরোপের হয়ে দ্বৈত জুটি হিসেবে নামা ফেদেরার ও নাদাল হেরেছেন টিম ওয়ার্ল্ডের জুটি ফ্রান্সিস তিয়াফো ও জ্যাক সকের কাছে। ৪-৬, ৭-৬ (৭ /২), ১১-৯ গেমের হারে শেষটা মনের মতো হয়নি ফেদেরার। তাতে কী? গত রাতটা ছিল যতটা না খেলা, তার চেয়ে বেশি ৪১ বছর বয়সী কিংবদন্তির বিদায়।
নীল জার্সিতে ফেদেরার বিদায় জানালেন টেনিসকে। কোর্টে দাঁড়িয়ে টেনিসের এই মহাতারকাকে বিদায় জানালেন ইউরোপীয় দলে তাঁর সতীর্থ নাদাল, জোকোভিচ, মারের মতো বড় তারকারাও। বিদায়ী ভাষণে ফেদেরার কৃতজ্ঞতা জানালেন ভক্ত, সমর্থক, সতীর্থ, প্রতিদ্বন্দ্বী, বন্ধু, স্ত্রী আর বাবা-মাকে। কোর্টে ফেদেরারের ভেজা চোখ ছুঁয়ে গেল গ্যালারিতেও, পৃথিবীর সব টেনিসপ্রেমীকেই।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
১ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
৩ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৩ ঘণ্টা আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৪ ঘণ্টা আগে