নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের অনুশীলন বিরতি ছিল আজ। তবে দলের বাইরে থাকা বিকল্প ক্রিকেটাররা অনুশীলন করেছেন। এই তালিকায় ৮ জন ক্রিকেটার থাকলেও ইবাদত হোসেন ছিটকে যাওয়ায় তানজিম হাসান সাকিবকে এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত করে বিসিবি। ফলে বিকল্প তালিকায় এখন আছেন ৭ ক্রিকেটার।
সকাল থেকে মিরপুর স্টেডিয়ামের চলছে বিকেএসপিসহ বিভিন্ন একাডেমি ও ক্লাবের শিক্ষার্থীদের মেডিকেল টেস্ট। দুপুরে অনুশীলনের উদ্দেশ্যে মাঠে এসে নামলেন সৌম্য সরকার। বিসিবির মেডিকেল বিভাগে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা সৌম্যকে দেখেই মিডিয়া সেন্টারের সামনে থেকে একটু কাছাকাছি দৌড়ে এলেন। সৌম্যও ভবিষ্যৎ ক্রিকেটারদের দিকে তাকিয়ে হাত নাড়িয়ে সায় দিলেন। তাতেই খুশি শিক্ষার্থীরা, বন্ধ করলেন ডাকাডাকি।
এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার পর অনুশীলনে দেখা যায়নি মাহমুদউল্লাহ রিয়াদকে। তবে বিকল্প খেলোয়াড়ের তালিকায় আছেন এই অলরাউন্ডারও। গত দুইদিন অবশ্য বাকি সাতজন অনুশীলনে এলেও মাহমুদউল্লাহ ছিলেন না। তিনিও অনুশীলনে ফিরেছেন আজ।
একটি সূত্র জানিয়েছে, পারিবারিক কারণে গত দুদিন অনুশীলন ক্যাম্পে ছিলেন না মাহমুদউল্লাহ। তাঁর মা অসুস্থ ছিলেন। ফিল্ডিং অনুশীলন করে বেশ কিছুক্ষণ একাডেমি মাঠে ব্যাটিং করলেন আজ। মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম ও জাকির হাসানও অনুশীলন করলেন।
দুই দিন আগেই বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের ভিসা করিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে তালিকায় আছেন সৌম্যও। বেশ কদিন ধরেই অনুশীলনে নিজেকে প্রস্তুত করছেন এই বাঁহাতি ব্যাটার। সময়টা যদিও তাঁর অনুকূলে নেই। জাতীয় দল থেকে বাদ পড়ে ঘরোয়া লিগ কিংবা ‘এ’ দলের হয়েও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তবু সৌম্যকে জাতীয় দলের আশপাশে রাখছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কারণ, সৌম্যর রুদ্ররূপটা প্রথম মেয়াদে দেখে গেছেন এই শ্রীলঙ্কান কোচ।
নিজেকে ফিরে পেতে, সব রকমের চেষ্টাই করছেন সৌম্য। মানসিকতাও বেশ ইতিবাচক। একজন সাংবাদিক কেমন আছেন জিজ্ঞেস করতেই হাসিমুখে বললেন, ‘ভালো আছি।’ এরপর ওয়ার্মআপ, ফিল্ডিং ও নেটে ব্যাটিংয়ে ঘাম ঝরালেন।
এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের অনুশীলন বিরতি ছিল আজ। তবে দলের বাইরে থাকা বিকল্প ক্রিকেটাররা অনুশীলন করেছেন। এই তালিকায় ৮ জন ক্রিকেটার থাকলেও ইবাদত হোসেন ছিটকে যাওয়ায় তানজিম হাসান সাকিবকে এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত করে বিসিবি। ফলে বিকল্প তালিকায় এখন আছেন ৭ ক্রিকেটার।
সকাল থেকে মিরপুর স্টেডিয়ামের চলছে বিকেএসপিসহ বিভিন্ন একাডেমি ও ক্লাবের শিক্ষার্থীদের মেডিকেল টেস্ট। দুপুরে অনুশীলনের উদ্দেশ্যে মাঠে এসে নামলেন সৌম্য সরকার। বিসিবির মেডিকেল বিভাগে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা সৌম্যকে দেখেই মিডিয়া সেন্টারের সামনে থেকে একটু কাছাকাছি দৌড়ে এলেন। সৌম্যও ভবিষ্যৎ ক্রিকেটারদের দিকে তাকিয়ে হাত নাড়িয়ে সায় দিলেন। তাতেই খুশি শিক্ষার্থীরা, বন্ধ করলেন ডাকাডাকি।
এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার পর অনুশীলনে দেখা যায়নি মাহমুদউল্লাহ রিয়াদকে। তবে বিকল্প খেলোয়াড়ের তালিকায় আছেন এই অলরাউন্ডারও। গত দুইদিন অবশ্য বাকি সাতজন অনুশীলনে এলেও মাহমুদউল্লাহ ছিলেন না। তিনিও অনুশীলনে ফিরেছেন আজ।
একটি সূত্র জানিয়েছে, পারিবারিক কারণে গত দুদিন অনুশীলন ক্যাম্পে ছিলেন না মাহমুদউল্লাহ। তাঁর মা অসুস্থ ছিলেন। ফিল্ডিং অনুশীলন করে বেশ কিছুক্ষণ একাডেমি মাঠে ব্যাটিং করলেন আজ। মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম ও জাকির হাসানও অনুশীলন করলেন।
দুই দিন আগেই বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের ভিসা করিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে তালিকায় আছেন সৌম্যও। বেশ কদিন ধরেই অনুশীলনে নিজেকে প্রস্তুত করছেন এই বাঁহাতি ব্যাটার। সময়টা যদিও তাঁর অনুকূলে নেই। জাতীয় দল থেকে বাদ পড়ে ঘরোয়া লিগ কিংবা ‘এ’ দলের হয়েও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তবু সৌম্যকে জাতীয় দলের আশপাশে রাখছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কারণ, সৌম্যর রুদ্ররূপটা প্রথম মেয়াদে দেখে গেছেন এই শ্রীলঙ্কান কোচ।
নিজেকে ফিরে পেতে, সব রকমের চেষ্টাই করছেন সৌম্য। মানসিকতাও বেশ ইতিবাচক। একজন সাংবাদিক কেমন আছেন জিজ্ঞেস করতেই হাসিমুখে বললেন, ‘ভালো আছি।’ এরপর ওয়ার্মআপ, ফিল্ডিং ও নেটে ব্যাটিংয়ে ঘাম ঝরালেন।
অনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
১২ মিনিট আগেপ্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
১০ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১১ ঘণ্টা আগে