অন্য খেলার কিংবদন্তিদের একসঙ্গে প্রায়ই খেলতে দেখা যায়। কিন্তু টেনিসে সে সুযোগ আসে খুব কম। এবার টেনিস অনুরাগীদের অপেক্ষার পালা ফুরোচ্ছে। প্রথমবার একসঙ্গে খেলবেন এই শতাব্দীর শ্রেষ্ঠ তারকারা। টেনিসের ‘বিগ ফোর’ নামে পরিচিত রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে খেলবেন লেভার কাপে খেলবেন একই দলে। টিম ইউরোপকে প্রতিনিধিত্ব করবেন তাঁরা। প্রথম ৩ জন তো টেনিসের তিন নক্ষত্র হিসেবেই সমাদৃত।
ফেদেরার, নাদাল ও মারে আগেই জানিয়েছেন, লেভার কাপে একই দলে খেলবেন। বাকি ছিলেন শুধু জোকোভিচ। টিকা না নেওয়ায় যুক্তরাষ্ট্র ওপেনে খেলার সুযোগ না মেলায় সার্বিয়ান তারকাও যুক্ত হয়েছেন এই দলে। লেভার কাপ খেলতে কতটা উন্মুখ, সেটি নিজেই জানিয়েছেন জোকো, ‘ইউরোপের দলের হয়ে টুর্নামেন্টে খেলার জন্য উন্মুখ আছি। এটি একমাত্র প্রতিযোগিতা, যেখানে আমার অন্যতম প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে একই দলে খেলা যায়। এটি টেনিস ইতিহাসে অদ্বিতীয় মুহূর্ত হতে যাচ্ছে।’
শেষ ৭৬ গ্র্যান্ড স্লামের ৬৬ টিতেই চ্যাম্পিয়ন হয়েছেন ফেদেরার, নাদাল, জোকোভিচ ও মারে। লেভার কাপে তাঁদের দলকে নেতৃত্ব দেবেন আরেক কিংবদন্তি বিওর্ন বর্গ। সুইডিশ মহাতারকা এমন সংবাদ শুনে বিস্ময় প্রকাশ করেছেন, ‘মনে করি না চার আইকনকে একদলে রাখার কথা কল্পনাও করতে পারতাম। আমার মতো তারাও এই মুহূর্তটির তাৎপর্য উপলব্ধি করে এবং এটির জন্য সত্যই প্রস্তুত থাকবে। প্রতি বছরই আমাদের লক্ষ্য থাকে শিরোপা জয়। দলে রাফা, রজার, অ্যান্ডি ও নোভাক থাকায় এবারও সে সুযোগ আমরা নেব।’
টিম ইউরোপের প্রতিপক্ষ হচ্ছে বাকি বিশ্ব। এই দলের অধিনায়ক জন ম্যাকেনরো। মার্কিন কিংবদন্তির নেতৃত্বে খেলবেন কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমে, স্বদেশি টেলর ফ্রিটজ ও আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্টজমান।
২০১৭ সালে লেভার কাপ শুরু হয়েছে অস্ট্রেলিয়ান টেনিস কিংবদন্তি রড লেভারের সম্মানে। প্রতি বছর ইউরোপ ও বাকি বিশ্ব মধ্যে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাটি হয়। এবার পঞ্চম আসরটি হবে লন্ডনে। সেখানে ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর বসবে টেনিস নক্ষত্রদের মেলা।
প্রতিযোগিতায় দুই দলের হয়ে ছয়জন করে মোট ১২ জন খেলোয়াড় অংশ নেবেন। টিম ইউরোপের দুই ও বাকি বিশ্বের তিন খেলোয়াড়ের নাম এখনো জানা যায়নি। আগের চার আসরেই চ্যাম্পিয়ন হয়েছে টিম ইউরোপ।
অন্য খেলার কিংবদন্তিদের একসঙ্গে প্রায়ই খেলতে দেখা যায়। কিন্তু টেনিসে সে সুযোগ আসে খুব কম। এবার টেনিস অনুরাগীদের অপেক্ষার পালা ফুরোচ্ছে। প্রথমবার একসঙ্গে খেলবেন এই শতাব্দীর শ্রেষ্ঠ তারকারা। টেনিসের ‘বিগ ফোর’ নামে পরিচিত রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে খেলবেন লেভার কাপে খেলবেন একই দলে। টিম ইউরোপকে প্রতিনিধিত্ব করবেন তাঁরা। প্রথম ৩ জন তো টেনিসের তিন নক্ষত্র হিসেবেই সমাদৃত।
ফেদেরার, নাদাল ও মারে আগেই জানিয়েছেন, লেভার কাপে একই দলে খেলবেন। বাকি ছিলেন শুধু জোকোভিচ। টিকা না নেওয়ায় যুক্তরাষ্ট্র ওপেনে খেলার সুযোগ না মেলায় সার্বিয়ান তারকাও যুক্ত হয়েছেন এই দলে। লেভার কাপ খেলতে কতটা উন্মুখ, সেটি নিজেই জানিয়েছেন জোকো, ‘ইউরোপের দলের হয়ে টুর্নামেন্টে খেলার জন্য উন্মুখ আছি। এটি একমাত্র প্রতিযোগিতা, যেখানে আমার অন্যতম প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে একই দলে খেলা যায়। এটি টেনিস ইতিহাসে অদ্বিতীয় মুহূর্ত হতে যাচ্ছে।’
শেষ ৭৬ গ্র্যান্ড স্লামের ৬৬ টিতেই চ্যাম্পিয়ন হয়েছেন ফেদেরার, নাদাল, জোকোভিচ ও মারে। লেভার কাপে তাঁদের দলকে নেতৃত্ব দেবেন আরেক কিংবদন্তি বিওর্ন বর্গ। সুইডিশ মহাতারকা এমন সংবাদ শুনে বিস্ময় প্রকাশ করেছেন, ‘মনে করি না চার আইকনকে একদলে রাখার কথা কল্পনাও করতে পারতাম। আমার মতো তারাও এই মুহূর্তটির তাৎপর্য উপলব্ধি করে এবং এটির জন্য সত্যই প্রস্তুত থাকবে। প্রতি বছরই আমাদের লক্ষ্য থাকে শিরোপা জয়। দলে রাফা, রজার, অ্যান্ডি ও নোভাক থাকায় এবারও সে সুযোগ আমরা নেব।’
টিম ইউরোপের প্রতিপক্ষ হচ্ছে বাকি বিশ্ব। এই দলের অধিনায়ক জন ম্যাকেনরো। মার্কিন কিংবদন্তির নেতৃত্বে খেলবেন কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমে, স্বদেশি টেলর ফ্রিটজ ও আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্টজমান।
২০১৭ সালে লেভার কাপ শুরু হয়েছে অস্ট্রেলিয়ান টেনিস কিংবদন্তি রড লেভারের সম্মানে। প্রতি বছর ইউরোপ ও বাকি বিশ্ব মধ্যে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাটি হয়। এবার পঞ্চম আসরটি হবে লন্ডনে। সেখানে ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর বসবে টেনিস নক্ষত্রদের মেলা।
প্রতিযোগিতায় দুই দলের হয়ে ছয়জন করে মোট ১২ জন খেলোয়াড় অংশ নেবেন। টিম ইউরোপের দুই ও বাকি বিশ্বের তিন খেলোয়াড়ের নাম এখনো জানা যায়নি। আগের চার আসরেই চ্যাম্পিয়ন হয়েছে টিম ইউরোপ।
প্রত্যাবর্তনের গল্প রিয়াল মাদ্রিদের চেয়ে আর কোন দল সুন্দর করে লিখতে পারে? এটা রীতিমতো গবেষণার ব্যাপার। তবে এবার আর ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারল না রিয়াল। যে চ্যাম্পিয়নস লিগ তাদের এক রকম সম্পত্তি হয়ে গেছে, সেই টুর্নামেন্ট থেকেই এবার কোয়ার্টার ফাইনালেই বেজে গেল বিদায়ঘণ্টা।
২২ মিনিট আগেম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৬ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১২ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১৩ ঘণ্টা আগে