Ajker Patrika

ফেরার প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত জোকোভিচ

ফেরার প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত জোকোভিচ

টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আইনি লড়াইয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি এই সার্বিয়ান তারকার। টুর্নামেন্ট শুরুর আগের দিন অস্ট্রেলিয়া ছাড়তে হয় তাঁকে। 

এরপর থেকে কিছুটা আড়ালেই ছিলেন জোকোভিচ। তবে নতুন খবর হচ্ছে, ফের কোর্টে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জোকোভিচ। জানা গেছে, ২১ ফেব্রুয়ারি থেকে দুবাইয়ে শুরু হতে যাওয়া ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপের প্রাথমিক তালিকায় নাম আছে জোকোভিচের। শেষ পর্যন্ত জোকোভিচ যদি খেলেন, তবে সেটি হবে অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত হওয়ার পর তাঁর প্রথম কোর্টে নামা। 

মেলবোর্ন ছাড়ার পর এখন পর্যন্ত মুখ খোলেননি ৩৪ বছর বয়সী জোকোভিচ। দুবাইয়ে খেলার জন্য অবশ্য টিকা নেওয়ার প্রয়োজন পড়বে না জোকোভিচের। এর আগেও এই প্রতিযোগিতায় খেলেছিলেন জোকোভিচ। যেখানে ৫ বার শিরোপাও জিতেছিলেন তিনি। 

তবে শেষ পর্যন্ত টিকা না নিলে খেলার সুযোগ সীমিত হয়ে যাবে জোকোভিচের। এমনকি মার্চে ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেনের মতো বড় আয়োজনে খেলা থেকে বঞ্চিত হতে পারেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত