ক্রীড়া ডেস্ক
হারার আগে কখনো না হারার খ্যাতি আছে নোভাক জোকোভিচের। উইম্বলডনের কোয়ার্টার ফাইনালেও প্রথম দুই সেটে হারার পর হাল ছাড়েননি তিনি। ইতালিয়ান প্রতিপক্ষ ইয়ানিক সিনারের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় পেয়েছেন জোকোভিচ। ৫ সেটে গড়ানো লড়াইয়ে ৭-৫,৬-২, ৩-৬,২-৬, ২-৬ গেমে জিতে সেমিফাইনালে উঠেছেন ২০ গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা।
সেন্টার কোর্টে আজ ২০ বছর বয়সী সিনার শুরু থেকেই চ্যালেঞ্জে ফেলেন জোকোভিচকে। প্রথম সেটে ৭-৫ গেমে জিতে এগিয়েও যান তিনি। পরের সেটে আরও কোণঠাসা জোকোভিচ। এবার সিনার জেতেন ৬-২ গেমে।
অনেকে তখন টানা দুই সেট হারা জোকোভিচের বিদায়ও প্রায় দেখে ফেলেছিলেন। তবে সার্বিয়ান এই মহাতারকার মনে অন্য কিছু চলছিল। ঘুরে দাঁড়িয়ে ব্যবধান কমান পরের সেটেই। তৃতীয় সেটে জোকোভিচ জেতেন ৬-৩ গেমে। আর শেষ দুই সেটে জোকোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি সিনার। ৬-২ ও ৬-২ গেমে হেরে বিদায় নেন শেষ আট থেকেই।
দারুণ এই জয়ের পর জোকোভিচ বলেন, ‘সে (সিনার) প্রথম দুই সেটে অপেক্ষাকৃত ভালো খেলোয়াড় ছিল। এরপর আমি টয়লেট বিরতিতে গেলাম, নিজের সঙ্গে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলে ফিরে এলাম। এটা সত্য। কখনো কখনো যখন বিষয়গুলো আপনার জন্য ইতিবাচক হয় না তখন এসব বিষয় জরুরি। ভাবনাগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য একটা ছোট বিরতি কাজে লাগতে পারে।’
জোকোভিচ আরও যোগ করে বলেন, ‘আমি সৌভাগ্যবান যে তৃতীয় সেট ভালোভাবে শুরু করতে পেরেছি। শুরুতেই সার্ভ ব্রেক করতে পেরেছি, এটা আমার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে। অভিজ্ঞতা আমাকে সহায়তা করেছে।’
হারার আগে কখনো না হারার খ্যাতি আছে নোভাক জোকোভিচের। উইম্বলডনের কোয়ার্টার ফাইনালেও প্রথম দুই সেটে হারার পর হাল ছাড়েননি তিনি। ইতালিয়ান প্রতিপক্ষ ইয়ানিক সিনারের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় পেয়েছেন জোকোভিচ। ৫ সেটে গড়ানো লড়াইয়ে ৭-৫,৬-২, ৩-৬,২-৬, ২-৬ গেমে জিতে সেমিফাইনালে উঠেছেন ২০ গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা।
সেন্টার কোর্টে আজ ২০ বছর বয়সী সিনার শুরু থেকেই চ্যালেঞ্জে ফেলেন জোকোভিচকে। প্রথম সেটে ৭-৫ গেমে জিতে এগিয়েও যান তিনি। পরের সেটে আরও কোণঠাসা জোকোভিচ। এবার সিনার জেতেন ৬-২ গেমে।
অনেকে তখন টানা দুই সেট হারা জোকোভিচের বিদায়ও প্রায় দেখে ফেলেছিলেন। তবে সার্বিয়ান এই মহাতারকার মনে অন্য কিছু চলছিল। ঘুরে দাঁড়িয়ে ব্যবধান কমান পরের সেটেই। তৃতীয় সেটে জোকোভিচ জেতেন ৬-৩ গেমে। আর শেষ দুই সেটে জোকোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি সিনার। ৬-২ ও ৬-২ গেমে হেরে বিদায় নেন শেষ আট থেকেই।
দারুণ এই জয়ের পর জোকোভিচ বলেন, ‘সে (সিনার) প্রথম দুই সেটে অপেক্ষাকৃত ভালো খেলোয়াড় ছিল। এরপর আমি টয়লেট বিরতিতে গেলাম, নিজের সঙ্গে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলে ফিরে এলাম। এটা সত্য। কখনো কখনো যখন বিষয়গুলো আপনার জন্য ইতিবাচক হয় না তখন এসব বিষয় জরুরি। ভাবনাগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য একটা ছোট বিরতি কাজে লাগতে পারে।’
জোকোভিচ আরও যোগ করে বলেন, ‘আমি সৌভাগ্যবান যে তৃতীয় সেট ভালোভাবে শুরু করতে পেরেছি। শুরুতেই সার্ভ ব্রেক করতে পেরেছি, এটা আমার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে। অভিজ্ঞতা আমাকে সহায়তা করেছে।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে