Ajker Patrika

পাকিস্তানকে কঠিন লক্ষ্যই দিতে চাইছে বাংলাদেশ

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১১: ৩৯
পাকিস্তানকে কঠিন লক্ষ্যই দিতে চাইছে বাংলাদেশ

লিটন দাস - ইয়াসির রাব্বির ষষ্ঠ উইকেট জুটিতে যখন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল বাংলাদেশ তখনই শাহীন আফ্রিদির বল রাব্বির হেলমেটে লাগে। এর এক ওভার পরেই স্বেচ্ছায় অবসরে যান রাব্বি। এর আগে এই দুজন যোগ করেছেন ৪৭ রান। মেহেদী হাসান মিরাজকে নিয়ে ব্যাটিং করছেন লিটন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের লিড ১৪৯ রান। হাতে আছে ৫ উইকেট। 

৩০ তম ওভারে শাহীন আফ্রিদির বল ছেড়ে দিতে হেলমেটে লাগে রাব্বির। তাৎক্ষণিকভাবে আবার ব্যাটিং শুরু করলেও। এক ওভার পরেই স্বেচ্ছায় অবসরের সিদ্ধান্ত নেন রাব্বি।  

এর আগে হাসান আলীর করা দিনের প্রথম বলেই চার মেরে শুরু করেছিলেন মুশফিক। এক বল পরেই অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দিতে গিয়ে বোল্ড হোন অভিজ্ঞ এই ব্যাটার। বলে শেষ মুহূর্ত পর্যন্ত চোখ রেখেছিলেন মুশফিক। তবে তাঁর প্রত্যাশার চেয়ে একটু বেশি সুইং করে অফ স্টাম্প ভেঙে দেয়। ৩৩ বলে ১৬ রান করে বিদায় নিয়েছেন এই ব্যাটসম্যান। 

মুশফিক ফেরার পর জীবন পেয়েছেন লিটনও। দলীয় ৬৪ রানে নোমান আলীকে উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন লিটন। উইকেটের পেছনে থাকা মোহাম্মদ রিজওয়ান গ্লাভসে বল জমাতে পারেননি। ৮ রানে জীবন পাওয়া লিটন এরপর অবশ্য বেশ সতর্কতার সঙ্গেই খেলছেন। আরেক প্রান্তে মেহেদী শুরুটা করেছেন দেখেশুনে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত