Ajker Patrika

‘ভক্তের’ কাছে মারের এমন হার 

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২০: ৪৬
‘ভক্তের’ কাছে মারের এমন হার 

উইম্বলডনের তৃতীয় রাউন্ডেই ছিটকে গেলেন অ্যান্ডি মারে। সেটাও আবার হারলেন তাকেই আদর্শ মানা ডেনিস শাপোভালভের কাছে। কানাডিয়ান উঠতি তারকার কাছে দুই উইম্বলডনজয়ী ব্রিটিশ তারকার হার ৪-৬, ২-৬, ২-৬ গেমে। 

 প্রথম সেট থেকেই দাপুটে খেলেছেন শাপোভালভ। শুরু থেকেই একপ্রকার অসহায়ই হয়েছিলেন মারে। প্রথম সেটে ১-৫ ব্যবধানে পিছিয়ে থাকার পর পরের তিন গেম জিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত অবশ্য দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। প্রথম সেটে হার ৪-৬ গেমে। পরের দুই সেটে মারেকে কোনো সুযোগই দেননি ২২ বয়সী শাপোভালভ। 

দুইবারের উইম্বলডন জয়ী মারেকে হারিয়েও অবশ্য পা মাটিতে রাখছেন শাপোভালভ। রাখবেনই না বা কেন এই মারেই তো তাঁর কাছে টেনিসের নায়ক। ম্যাচ শেষে শাপোভালভ বলেছেন, ‘আমি এত ভালো খেলবে এটা কখনো চিন্তাও করিনি। মারের বিপক্ষে এই জয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে।’ 

নিজের আদর্শের বিপক্ষে এমন জয় তো স্বপ্নের মতোই হবে। অ্যান্ডি মারেই যে শাপোভালভের টেনিসের নায়ক। কোর্টে নেমেই সে কথা মারেকে জানিয়েছিলেন। ম্যাচ শেষে সেই প্রসঙ্গ টেনে এনে বলেছেন, ‘নেটেই তাকে আমি বলেছি টেনিসে তুমি আমার আদর্শ।’ 

ম্যাচ জিতেও শাপোভালভ তাই মুগ্ধ মারের খেলায়। নিজের নায়ক নিয়ে শাপোভালভের মূল্যায়ন, ‘অর্জন একপাশে রেখে যদি একজন ভক্ত হিসেবে বলি, চোট কাটিয়ে তিনি যে খেলাটা খেলেছেন এ যেন পুরোনো সেই অ্যান্ডি। তাঁর খেলা দেখাও চোখের প্রশান্তি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত