উইম্বলডনের তৃতীয় রাউন্ডেই ছিটকে গেলেন অ্যান্ডি মারে। সেটাও আবার হারলেন তাকেই আদর্শ মানা ডেনিস শাপোভালভের কাছে। কানাডিয়ান উঠতি তারকার কাছে দুই উইম্বলডনজয়ী ব্রিটিশ তারকার হার ৪-৬, ২-৬, ২-৬ গেমে।
প্রথম সেট থেকেই দাপুটে খেলেছেন শাপোভালভ। শুরু থেকেই একপ্রকার অসহায়ই হয়েছিলেন মারে। প্রথম সেটে ১-৫ ব্যবধানে পিছিয়ে থাকার পর পরের তিন গেম জিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত অবশ্য দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। প্রথম সেটে হার ৪-৬ গেমে। পরের দুই সেটে মারেকে কোনো সুযোগই দেননি ২২ বয়সী শাপোভালভ।
দুইবারের উইম্বলডন জয়ী মারেকে হারিয়েও অবশ্য পা মাটিতে রাখছেন শাপোভালভ। রাখবেনই না বা কেন এই মারেই তো তাঁর কাছে টেনিসের নায়ক। ম্যাচ শেষে শাপোভালভ বলেছেন, ‘আমি এত ভালো খেলবে এটা কখনো চিন্তাও করিনি। মারের বিপক্ষে এই জয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে।’
নিজের আদর্শের বিপক্ষে এমন জয় তো স্বপ্নের মতোই হবে। অ্যান্ডি মারেই যে শাপোভালভের টেনিসের নায়ক। কোর্টে নেমেই সে কথা মারেকে জানিয়েছিলেন। ম্যাচ শেষে সেই প্রসঙ্গ টেনে এনে বলেছেন, ‘নেটেই তাকে আমি বলেছি টেনিসে তুমি আমার আদর্শ।’
ম্যাচ জিতেও শাপোভালভ তাই মুগ্ধ মারের খেলায়। নিজের নায়ক নিয়ে শাপোভালভের মূল্যায়ন, ‘অর্জন একপাশে রেখে যদি একজন ভক্ত হিসেবে বলি, চোট কাটিয়ে তিনি যে খেলাটা খেলেছেন এ যেন পুরোনো সেই অ্যান্ডি। তাঁর খেলা দেখাও চোখের প্রশান্তি।’
উইম্বলডনের তৃতীয় রাউন্ডেই ছিটকে গেলেন অ্যান্ডি মারে। সেটাও আবার হারলেন তাকেই আদর্শ মানা ডেনিস শাপোভালভের কাছে। কানাডিয়ান উঠতি তারকার কাছে দুই উইম্বলডনজয়ী ব্রিটিশ তারকার হার ৪-৬, ২-৬, ২-৬ গেমে।
প্রথম সেট থেকেই দাপুটে খেলেছেন শাপোভালভ। শুরু থেকেই একপ্রকার অসহায়ই হয়েছিলেন মারে। প্রথম সেটে ১-৫ ব্যবধানে পিছিয়ে থাকার পর পরের তিন গেম জিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত অবশ্য দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। প্রথম সেটে হার ৪-৬ গেমে। পরের দুই সেটে মারেকে কোনো সুযোগই দেননি ২২ বয়সী শাপোভালভ।
দুইবারের উইম্বলডন জয়ী মারেকে হারিয়েও অবশ্য পা মাটিতে রাখছেন শাপোভালভ। রাখবেনই না বা কেন এই মারেই তো তাঁর কাছে টেনিসের নায়ক। ম্যাচ শেষে শাপোভালভ বলেছেন, ‘আমি এত ভালো খেলবে এটা কখনো চিন্তাও করিনি। মারের বিপক্ষে এই জয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে।’
নিজের আদর্শের বিপক্ষে এমন জয় তো স্বপ্নের মতোই হবে। অ্যান্ডি মারেই যে শাপোভালভের টেনিসের নায়ক। কোর্টে নেমেই সে কথা মারেকে জানিয়েছিলেন। ম্যাচ শেষে সেই প্রসঙ্গ টেনে এনে বলেছেন, ‘নেটেই তাকে আমি বলেছি টেনিসে তুমি আমার আদর্শ।’
ম্যাচ জিতেও শাপোভালভ তাই মুগ্ধ মারের খেলায়। নিজের নায়ক নিয়ে শাপোভালভের মূল্যায়ন, ‘অর্জন একপাশে রেখে যদি একজন ভক্ত হিসেবে বলি, চোট কাটিয়ে তিনি যে খেলাটা খেলেছেন এ যেন পুরোনো সেই অ্যান্ডি। তাঁর খেলা দেখাও চোখের প্রশান্তি।’
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
২ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৯ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৫ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৫ ঘণ্টা আগে