উইম্বলডনের তৃতীয় রাউন্ডেই ছিটকে গেলেন অ্যান্ডি মারে। সেটাও আবার হারলেন তাকেই আদর্শ মানা ডেনিস শাপোভালভের কাছে। কানাডিয়ান উঠতি তারকার কাছে দুই উইম্বলডনজয়ী ব্রিটিশ তারকার হার ৪-৬, ২-৬, ২-৬ গেমে।
প্রথম সেট থেকেই দাপুটে খেলেছেন শাপোভালভ। শুরু থেকেই একপ্রকার অসহায়ই হয়েছিলেন মারে। প্রথম সেটে ১-৫ ব্যবধানে পিছিয়ে থাকার পর পরের তিন গেম জিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত অবশ্য দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। প্রথম সেটে হার ৪-৬ গেমে। পরের দুই সেটে মারেকে কোনো সুযোগই দেননি ২২ বয়সী শাপোভালভ।
দুইবারের উইম্বলডন জয়ী মারেকে হারিয়েও অবশ্য পা মাটিতে রাখছেন শাপোভালভ। রাখবেনই না বা কেন এই মারেই তো তাঁর কাছে টেনিসের নায়ক। ম্যাচ শেষে শাপোভালভ বলেছেন, ‘আমি এত ভালো খেলবে এটা কখনো চিন্তাও করিনি। মারের বিপক্ষে এই জয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে।’
নিজের আদর্শের বিপক্ষে এমন জয় তো স্বপ্নের মতোই হবে। অ্যান্ডি মারেই যে শাপোভালভের টেনিসের নায়ক। কোর্টে নেমেই সে কথা মারেকে জানিয়েছিলেন। ম্যাচ শেষে সেই প্রসঙ্গ টেনে এনে বলেছেন, ‘নেটেই তাকে আমি বলেছি টেনিসে তুমি আমার আদর্শ।’
ম্যাচ জিতেও শাপোভালভ তাই মুগ্ধ মারের খেলায়। নিজের নায়ক নিয়ে শাপোভালভের মূল্যায়ন, ‘অর্জন একপাশে রেখে যদি একজন ভক্ত হিসেবে বলি, চোট কাটিয়ে তিনি যে খেলাটা খেলেছেন এ যেন পুরোনো সেই অ্যান্ডি। তাঁর খেলা দেখাও চোখের প্রশান্তি।’
উইম্বলডনের তৃতীয় রাউন্ডেই ছিটকে গেলেন অ্যান্ডি মারে। সেটাও আবার হারলেন তাকেই আদর্শ মানা ডেনিস শাপোভালভের কাছে। কানাডিয়ান উঠতি তারকার কাছে দুই উইম্বলডনজয়ী ব্রিটিশ তারকার হার ৪-৬, ২-৬, ২-৬ গেমে।
প্রথম সেট থেকেই দাপুটে খেলেছেন শাপোভালভ। শুরু থেকেই একপ্রকার অসহায়ই হয়েছিলেন মারে। প্রথম সেটে ১-৫ ব্যবধানে পিছিয়ে থাকার পর পরের তিন গেম জিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত অবশ্য দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। প্রথম সেটে হার ৪-৬ গেমে। পরের দুই সেটে মারেকে কোনো সুযোগই দেননি ২২ বয়সী শাপোভালভ।
দুইবারের উইম্বলডন জয়ী মারেকে হারিয়েও অবশ্য পা মাটিতে রাখছেন শাপোভালভ। রাখবেনই না বা কেন এই মারেই তো তাঁর কাছে টেনিসের নায়ক। ম্যাচ শেষে শাপোভালভ বলেছেন, ‘আমি এত ভালো খেলবে এটা কখনো চিন্তাও করিনি। মারের বিপক্ষে এই জয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে।’
নিজের আদর্শের বিপক্ষে এমন জয় তো স্বপ্নের মতোই হবে। অ্যান্ডি মারেই যে শাপোভালভের টেনিসের নায়ক। কোর্টে নেমেই সে কথা মারেকে জানিয়েছিলেন। ম্যাচ শেষে সেই প্রসঙ্গ টেনে এনে বলেছেন, ‘নেটেই তাকে আমি বলেছি টেনিসে তুমি আমার আদর্শ।’
ম্যাচ জিতেও শাপোভালভ তাই মুগ্ধ মারের খেলায়। নিজের নায়ক নিয়ে শাপোভালভের মূল্যায়ন, ‘অর্জন একপাশে রেখে যদি একজন ভক্ত হিসেবে বলি, চোট কাটিয়ে তিনি যে খেলাটা খেলেছেন এ যেন পুরোনো সেই অ্যান্ডি। তাঁর খেলা দেখাও চোখের প্রশান্তি।’
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
১১ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
১২ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
১৩ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
১৫ ঘণ্টা আগে