ক্রীড়া ডেস্ক
বিশ্বে নতুন করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাদ পড়ছেন না ক্রীড়াবিদেরাও।
ইংল্যান্ড সফরে গিয়ে দুই দফা করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক আইসোলেশনে থাকায় খেলতে পারছেন না এজবাস্টন টেস্টে। একই কারণে নেই ইংল্যান্ডের কিপার-ব্যাটার বেন ফোকস।
ক্রিকেটের মতো টেনিসেও করোনার চোখ রাঙানি। ক্রোয়েশিয়ার মারিন চিলিচ, ইতালির মাতেও বারেত্তিনির পর পজিটিভ হয়ে উইম্বলডন থেকে ছিটকে গেছেন স্পেনের রবার্তো বাউতিস্তা আগুত।
এ ঘটনায় শঙ্কিত হয়ে পড়েছেন রাফায়েল নাদাল। বাইরে বেরোলেই মুখে থাকছে মাস্ক, হাতে থাকছে স্যানিটাইজার। বাড়তি সতর্কতা হিসেবে ম্যাচ ও অনুশীলন ছাড়া বাকি সময় হোটেল কক্ষেই নিজেকে বন্দী রাখছেন তিনি।
রেকর্ড ২২ গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল বলেছেন, ‘করোনার ব্যাপারে সতর্ক থাকতেই হবে। এটাই বাস্তবতা। আজ (গতকাল) আমার বন্ধু আগুত নিজেকে সরিয়ে নিয়েছে। যেহেতু আবার করোনা ছড়াতে শুরু করেছে, ভয়ের কারণ তো আছেই।’
এবারের উইম্বলডনে খেলোয়াড়দের করোনা টিকা নেওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই। লন্ডনের সবুজ গালিচায় দর্শক প্রবেশেও কড়াকড়ি নেই। সে কারণেই নাদাল কোর্টের বাইরে নিজেকে আড়াল করে রাখছেন, ‘দরকার ছাড়া বাইরে যাই না। গত দুই বছর ধরে আমরা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করছি। বলছি না যে, সঠিক পথ অবলম্বন করছি না। তবে স্বাভাবিক জীবন যাপনের জন্য সবকিছু খুলে দেওয়ায় আবার সংক্রমণ বাড়ছে।’
৩৬ বছর বয়সী নাদালের ক্যালেন্ডার স্লাম (বছরের সব কটি গ্র্যান্ড স্লাম জয়) পূরণের সুযোগ আছে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেন জিতেছেন স্প্যানিশ টেনিস নক্ষত্র।
বিশ্বে নতুন করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাদ পড়ছেন না ক্রীড়াবিদেরাও।
ইংল্যান্ড সফরে গিয়ে দুই দফা করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক আইসোলেশনে থাকায় খেলতে পারছেন না এজবাস্টন টেস্টে। একই কারণে নেই ইংল্যান্ডের কিপার-ব্যাটার বেন ফোকস।
ক্রিকেটের মতো টেনিসেও করোনার চোখ রাঙানি। ক্রোয়েশিয়ার মারিন চিলিচ, ইতালির মাতেও বারেত্তিনির পর পজিটিভ হয়ে উইম্বলডন থেকে ছিটকে গেছেন স্পেনের রবার্তো বাউতিস্তা আগুত।
এ ঘটনায় শঙ্কিত হয়ে পড়েছেন রাফায়েল নাদাল। বাইরে বেরোলেই মুখে থাকছে মাস্ক, হাতে থাকছে স্যানিটাইজার। বাড়তি সতর্কতা হিসেবে ম্যাচ ও অনুশীলন ছাড়া বাকি সময় হোটেল কক্ষেই নিজেকে বন্দী রাখছেন তিনি।
রেকর্ড ২২ গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল বলেছেন, ‘করোনার ব্যাপারে সতর্ক থাকতেই হবে। এটাই বাস্তবতা। আজ (গতকাল) আমার বন্ধু আগুত নিজেকে সরিয়ে নিয়েছে। যেহেতু আবার করোনা ছড়াতে শুরু করেছে, ভয়ের কারণ তো আছেই।’
এবারের উইম্বলডনে খেলোয়াড়দের করোনা টিকা নেওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই। লন্ডনের সবুজ গালিচায় দর্শক প্রবেশেও কড়াকড়ি নেই। সে কারণেই নাদাল কোর্টের বাইরে নিজেকে আড়াল করে রাখছেন, ‘দরকার ছাড়া বাইরে যাই না। গত দুই বছর ধরে আমরা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করছি। বলছি না যে, সঠিক পথ অবলম্বন করছি না। তবে স্বাভাবিক জীবন যাপনের জন্য সবকিছু খুলে দেওয়ায় আবার সংক্রমণ বাড়ছে।’
৩৬ বছর বয়সী নাদালের ক্যালেন্ডার স্লাম (বছরের সব কটি গ্র্যান্ড স্লাম জয়) পূরণের সুযোগ আছে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেন জিতেছেন স্প্যানিশ টেনিস নক্ষত্র।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে এসেছিলেন হান্নান সরকার। ঠিক এক বছর পরই পদত্যাগ করলেন বিসিবির এই নির্বাচক।
২২ মিনিট আগে১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই বিধ্বস্ত হওয়ার পর সব মিলে টানা পাঁচ ম্যাচ জিতল রিয়াল। ম্যাচগুলোও রিয়াল জিতেছে হেসেখেলে। ছন্দে থাকা রিয়ালের জয়রথ গত রাতে থামিয়েছে এসপানিওল।
১ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতেছে ভারত। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত এগিয়ে ৩-১ ব্যবধানে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টি-টোয়েন্টি।
২ ঘণ্টা আগেশেফিল্ড ইউনাইটেডে এর চেয়ে সুন্দর অভিষেক আর কী হতে পারত হামজা চৌধুরীর জন্য! তাঁর অভিষেকে ক্লাব জিতেছে। তিনি নিজেও জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
২ ঘণ্টা আগে