বিশ্বে নতুন করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাদ পড়ছেন না ক্রীড়াবিদেরাও।
ইংল্যান্ড সফরে গিয়ে দুই দফা করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক আইসোলেশনে থাকায় খেলতে পারছেন না এজবাস্টন টেস্টে। একই কারণে নেই ইংল্যান্ডের কিপার-ব্যাটার বেন ফোকস।
ক্রিকেটের মতো টেনিসেও করোনার চোখ রাঙানি। ক্রোয়েশিয়ার মারিন চিলিচ, ইতালির মাতেও বারেত্তিনির পর পজিটিভ হয়ে উইম্বলডন থেকে ছিটকে গেছেন স্পেনের রবার্তো বাউতিস্তা আগুত।
এ ঘটনায় শঙ্কিত হয়ে পড়েছেন রাফায়েল নাদাল। বাইরে বেরোলেই মুখে থাকছে মাস্ক, হাতে থাকছে স্যানিটাইজার। বাড়তি সতর্কতা হিসেবে ম্যাচ ও অনুশীলন ছাড়া বাকি সময় হোটেল কক্ষেই নিজেকে বন্দী রাখছেন তিনি।
রেকর্ড ২২ গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল বলেছেন, ‘করোনার ব্যাপারে সতর্ক থাকতেই হবে। এটাই বাস্তবতা। আজ (গতকাল) আমার বন্ধু আগুত নিজেকে সরিয়ে নিয়েছে। যেহেতু আবার করোনা ছড়াতে শুরু করেছে, ভয়ের কারণ তো আছেই।’
এবারের উইম্বলডনে খেলোয়াড়দের করোনা টিকা নেওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই। লন্ডনের সবুজ গালিচায় দর্শক প্রবেশেও কড়াকড়ি নেই। সে কারণেই নাদাল কোর্টের বাইরে নিজেকে আড়াল করে রাখছেন, ‘দরকার ছাড়া বাইরে যাই না। গত দুই বছর ধরে আমরা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করছি। বলছি না যে, সঠিক পথ অবলম্বন করছি না। তবে স্বাভাবিক জীবন যাপনের জন্য সবকিছু খুলে দেওয়ায় আবার সংক্রমণ বাড়ছে।’
৩৬ বছর বয়সী নাদালের ক্যালেন্ডার স্লাম (বছরের সব কটি গ্র্যান্ড স্লাম জয়) পূরণের সুযোগ আছে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেন জিতেছেন স্প্যানিশ টেনিস নক্ষত্র।
বিশ্বে নতুন করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাদ পড়ছেন না ক্রীড়াবিদেরাও।
ইংল্যান্ড সফরে গিয়ে দুই দফা করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক আইসোলেশনে থাকায় খেলতে পারছেন না এজবাস্টন টেস্টে। একই কারণে নেই ইংল্যান্ডের কিপার-ব্যাটার বেন ফোকস।
ক্রিকেটের মতো টেনিসেও করোনার চোখ রাঙানি। ক্রোয়েশিয়ার মারিন চিলিচ, ইতালির মাতেও বারেত্তিনির পর পজিটিভ হয়ে উইম্বলডন থেকে ছিটকে গেছেন স্পেনের রবার্তো বাউতিস্তা আগুত।
এ ঘটনায় শঙ্কিত হয়ে পড়েছেন রাফায়েল নাদাল। বাইরে বেরোলেই মুখে থাকছে মাস্ক, হাতে থাকছে স্যানিটাইজার। বাড়তি সতর্কতা হিসেবে ম্যাচ ও অনুশীলন ছাড়া বাকি সময় হোটেল কক্ষেই নিজেকে বন্দী রাখছেন তিনি।
রেকর্ড ২২ গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল বলেছেন, ‘করোনার ব্যাপারে সতর্ক থাকতেই হবে। এটাই বাস্তবতা। আজ (গতকাল) আমার বন্ধু আগুত নিজেকে সরিয়ে নিয়েছে। যেহেতু আবার করোনা ছড়াতে শুরু করেছে, ভয়ের কারণ তো আছেই।’
এবারের উইম্বলডনে খেলোয়াড়দের করোনা টিকা নেওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই। লন্ডনের সবুজ গালিচায় দর্শক প্রবেশেও কড়াকড়ি নেই। সে কারণেই নাদাল কোর্টের বাইরে নিজেকে আড়াল করে রাখছেন, ‘দরকার ছাড়া বাইরে যাই না। গত দুই বছর ধরে আমরা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করছি। বলছি না যে, সঠিক পথ অবলম্বন করছি না। তবে স্বাভাবিক জীবন যাপনের জন্য সবকিছু খুলে দেওয়ায় আবার সংক্রমণ বাড়ছে।’
৩৬ বছর বয়সী নাদালের ক্যালেন্ডার স্লাম (বছরের সব কটি গ্র্যান্ড স্লাম জয়) পূরণের সুযোগ আছে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেন জিতেছেন স্প্যানিশ টেনিস নক্ষত্র।
লিওনেল মেসির ম্যাচ মানেই যেন নিত্যনতুন রেকর্ড। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—আর্জেন্টাইন তারকা ফুটবলার খেললেই রেকর্ড হয়ে যায়। দল, ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে দর্শকেরও রেকর্ড দেখা যায়। কারণ, কিংবদন্তি মেসিকে দেখতেই স্টেডিয়ামে আসেন কয়েক হাজার দর্শক।
৩৯ মিনিট আগেচার বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেটে আজ শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগেঅনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
২ ঘণ্টা আগেপ্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
১২ ঘণ্টা আগে