ক্রীড়া ডেস্ক
বড্ড একগুঁয়ে মানুষ তিনি। মনে যে জেদ চাপে, সেটাতেই অনড় থাকেন। তবু আপোস করতে রাজি নন।
করোনা টিকার বিরোধিতা করায় নোভাক জোকোভিচকে অস্ট্রেলিয়ান ওপেন না খেলেই ফিরতে হয়েছিল। মেলবোর্নের টেনিস কোর্টে নামার অনুমতি পেতে আইনের কোর্টেও গিয়েছিলেন। তবে সার্বিয়ান মহাতারকার মামলা ধোপে টেকেনি।
ধারণা করা হচ্ছিল, টিকা না নিলে উইম্বলডনেও খেলতে পারবেন না জোকোভিচ। তবে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় নমনীয় হয়েছে ব্রিটিশ সরকার। তাই টিকা না নিলেও লন্ডনের সবুজ গালিচায় নামতে বাধা নেই শীর্ষ টেনিস তারকার।
বিষয়টি আজ নিশ্চিত করে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের প্রধান নির্বাহী স্যালি বোল্টন বলেছেন, ‘টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে টিকা সংক্রান্ত কোনো শর্ত থাকছে না। এটা খেলোয়াড়দের ব্যক্তিগত ইচ্ছা। তবে আমরা সব খেলোয়াড়কে টিকা নিতে উৎসাহিত করছি।’
জোকোভিচের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে তাঁকে ও রজার ফেদেরারকে ছাড়িয়ে সর্বাধিক গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক বনে যান রাফায়েল নাদাল। উইম্বলডনে খেলার সবুজ সংকেত মেলায় নাদালকে ছুঁয়ে ফেলার সুযোগ পাচ্ছেন জোকো। সঙ্গে শিরোপা ধরে রাখারও। বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন যে তিনিই!
গত দুই বছরে দুইবার করোনায় আক্রান্ত হয়েছিলেন জোকাভিচ। তবু টিকা নেননি। অনেকে ভেবেছিলেন, বছরের বাকি তিনটি গ্র্যান্ড স্লাম খেলার অনুমতি পেতে হয়তো টিকা নিতে বাধ্য হবেন তিনি। তবে সবাইকে ভুল প্রমাণ করে ২০টি গ্র্যান্ড স্লামের মালিক বলেছিলেন, ‘আমি শিরোপার তোয়াক্কা করি না। প্রয়োজনে খেলব না, তবু টিকা নেব না।’
শেষমেশ ‘জেদি জোকারই’ জয়ী হলেন। উইম্বলডন কর্তৃপক্ষ হয়তো বুঝতে পেরেছে, জোকোভিচ টিকা না নিলে তাঁর ক্ষতি। কিন্তু তাঁকে খেলতে না দিলে টুর্নামেন্টেরই ক্ষতি। বিশ্বের শীর্ষ টেনিস তারকাকে ছাড়া গ্র্যান্ড স্লাম যে অনেকাংশেই জৌলুশ হারায়।
উইম্বলডনের পথ অনুসরণ করে অন্য দুই গ্র্যান্ড স্লাম (ফ্রেঞ্চ ও যুক্তরাষ্ট্র ওপেন) কর্তৃপক্ষ নমনীয় হয় কি না, সেটা সময়ের থাকেই তোলা থাক।
বড্ড একগুঁয়ে মানুষ তিনি। মনে যে জেদ চাপে, সেটাতেই অনড় থাকেন। তবু আপোস করতে রাজি নন।
করোনা টিকার বিরোধিতা করায় নোভাক জোকোভিচকে অস্ট্রেলিয়ান ওপেন না খেলেই ফিরতে হয়েছিল। মেলবোর্নের টেনিস কোর্টে নামার অনুমতি পেতে আইনের কোর্টেও গিয়েছিলেন। তবে সার্বিয়ান মহাতারকার মামলা ধোপে টেকেনি।
ধারণা করা হচ্ছিল, টিকা না নিলে উইম্বলডনেও খেলতে পারবেন না জোকোভিচ। তবে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় নমনীয় হয়েছে ব্রিটিশ সরকার। তাই টিকা না নিলেও লন্ডনের সবুজ গালিচায় নামতে বাধা নেই শীর্ষ টেনিস তারকার।
বিষয়টি আজ নিশ্চিত করে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের প্রধান নির্বাহী স্যালি বোল্টন বলেছেন, ‘টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে টিকা সংক্রান্ত কোনো শর্ত থাকছে না। এটা খেলোয়াড়দের ব্যক্তিগত ইচ্ছা। তবে আমরা সব খেলোয়াড়কে টিকা নিতে উৎসাহিত করছি।’
জোকোভিচের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে তাঁকে ও রজার ফেদেরারকে ছাড়িয়ে সর্বাধিক গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক বনে যান রাফায়েল নাদাল। উইম্বলডনে খেলার সবুজ সংকেত মেলায় নাদালকে ছুঁয়ে ফেলার সুযোগ পাচ্ছেন জোকো। সঙ্গে শিরোপা ধরে রাখারও। বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন যে তিনিই!
গত দুই বছরে দুইবার করোনায় আক্রান্ত হয়েছিলেন জোকাভিচ। তবু টিকা নেননি। অনেকে ভেবেছিলেন, বছরের বাকি তিনটি গ্র্যান্ড স্লাম খেলার অনুমতি পেতে হয়তো টিকা নিতে বাধ্য হবেন তিনি। তবে সবাইকে ভুল প্রমাণ করে ২০টি গ্র্যান্ড স্লামের মালিক বলেছিলেন, ‘আমি শিরোপার তোয়াক্কা করি না। প্রয়োজনে খেলব না, তবু টিকা নেব না।’
শেষমেশ ‘জেদি জোকারই’ জয়ী হলেন। উইম্বলডন কর্তৃপক্ষ হয়তো বুঝতে পেরেছে, জোকোভিচ টিকা না নিলে তাঁর ক্ষতি। কিন্তু তাঁকে খেলতে না দিলে টুর্নামেন্টেরই ক্ষতি। বিশ্বের শীর্ষ টেনিস তারকাকে ছাড়া গ্র্যান্ড স্লাম যে অনেকাংশেই জৌলুশ হারায়।
উইম্বলডনের পথ অনুসরণ করে অন্য দুই গ্র্যান্ড স্লাম (ফ্রেঞ্চ ও যুক্তরাষ্ট্র ওপেন) কর্তৃপক্ষ নমনীয় হয় কি না, সেটা সময়ের থাকেই তোলা থাক।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে