৩৬ বছর বয়সেও অনবদ্য নাদাল। ২২তম গ্র্যান্ড স্লাম জিতে নিজেকে ছাড়িয়ে যাওয়ার পথে নাদাল জিতেছেন ১৪তম ফ্রেঞ্চ ওপেন শিরোপা। চোটাক্রান্ত নাদাল অনিশ্চয়তা সঙ্গে নিয়েও ছুটছেন দারুণভাবে। থামছে না নাদালের প্রশংসাও। এবার টেনিস কোচ ইভান জুবিসিচ ফ্রেঞ্চ ওপেনের কোর্ট লাল দুর্গের রাজা নাদালের নামে করার দাবি জানিয়েছেন।
ইভান জুবিসিচের অন্য পরিচয় তিনি আরেক টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের কোচ। তাঁর এক টুইট সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সোমবার জুবিসিচ নাদালের রেকর্ড শিরোপা জয়ের কীর্তিকে অভিবাদন জানিয়ে টুইটটি করেছেন। তিনি লিখেছেন, ‘অনেক পেশাদার খেলোয়াড়ের সৌভাগ্য হয়নি রোলা গাঁরোতে ১৪ বার খেলার। আর নাদাল চ্যাম্পিয়নই হয়েছেন ১৪ বার। এমন কৃতিত্বের প্রশংসা করার ভাষা আমার জানা নেই। শুধু এটুকু বলতে পারি, প্যারিসের মূল কোর্টটি নাদালের নামে হওয়া উচিত। এখন যদিও ফিলিপে চ্যাট্রিয়ারের নামে আছে। তবে কোর্টের নাম বদল হলে তিনিও বোধ হয় কিছু মনে করবেন না। অবশ্য রোলা গাঁরোর চত্বরে নাদালের একটা মূর্তি আছে। কিন্তু ফরাসি ওপেনে ওর কীর্তির তাৎপর্য বোঝানোর জন্য সেটা যথেষ্ট নয়।’
স্পেনের সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসেছে, ‘নাদালের বাঁ-পায়ের টিস্যু নাকি শুকিয়ে যাচ্ছে।’ এরপরও অবশ্য নাদাল তৃপ্ত নন। ২২টি গ্র্যান্ড স্লামের মালিক নাদালের লক্ষ্য এবার উইম্বলডন। দুইবার ঘাসের কোর্টের চ্যাম্পিয়ন বলেছেন, ‘উইম্বলডন আমাকে আকর্ষণ করে। তা ছাড়া আমার কাছে একই বছরে টানা তিনটি গ্র্যান্ড স্লাম জেতার সুযোগ আছে। এখন চোটই চিন্তার বিষয়। একটা পায়ে কোনো সাড়া পাই না। এখন দেখি মন চাইলেও শরীর সায় দেয় কি না!’
চ্যাম্পিয়ন হওয়ার পর গত সোমবার নাদাল রীতি মেনে আইফেল টাওয়ারের সামনে ফটোসেশন করেন। পরে সংবাদমাধ্যমকে বলেন, ‘আইফেল টাওয়ার আমার খুবই পছন্দের স্থান। এখানে আগেও এসেছি। তবে এবারেরটা বিশেষ কিছু। কারণ চ্যাম্পিয়ন হওয়ার পথে র্যাঙ্কিংয়ে প্রথম দশে থাকা চারজনকে হারিয়েছি।’
৩৬ বছর বয়সেও অনবদ্য নাদাল। ২২তম গ্র্যান্ড স্লাম জিতে নিজেকে ছাড়িয়ে যাওয়ার পথে নাদাল জিতেছেন ১৪তম ফ্রেঞ্চ ওপেন শিরোপা। চোটাক্রান্ত নাদাল অনিশ্চয়তা সঙ্গে নিয়েও ছুটছেন দারুণভাবে। থামছে না নাদালের প্রশংসাও। এবার টেনিস কোচ ইভান জুবিসিচ ফ্রেঞ্চ ওপেনের কোর্ট লাল দুর্গের রাজা নাদালের নামে করার দাবি জানিয়েছেন।
ইভান জুবিসিচের অন্য পরিচয় তিনি আরেক টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের কোচ। তাঁর এক টুইট সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সোমবার জুবিসিচ নাদালের রেকর্ড শিরোপা জয়ের কীর্তিকে অভিবাদন জানিয়ে টুইটটি করেছেন। তিনি লিখেছেন, ‘অনেক পেশাদার খেলোয়াড়ের সৌভাগ্য হয়নি রোলা গাঁরোতে ১৪ বার খেলার। আর নাদাল চ্যাম্পিয়নই হয়েছেন ১৪ বার। এমন কৃতিত্বের প্রশংসা করার ভাষা আমার জানা নেই। শুধু এটুকু বলতে পারি, প্যারিসের মূল কোর্টটি নাদালের নামে হওয়া উচিত। এখন যদিও ফিলিপে চ্যাট্রিয়ারের নামে আছে। তবে কোর্টের নাম বদল হলে তিনিও বোধ হয় কিছু মনে করবেন না। অবশ্য রোলা গাঁরোর চত্বরে নাদালের একটা মূর্তি আছে। কিন্তু ফরাসি ওপেনে ওর কীর্তির তাৎপর্য বোঝানোর জন্য সেটা যথেষ্ট নয়।’
স্পেনের সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসেছে, ‘নাদালের বাঁ-পায়ের টিস্যু নাকি শুকিয়ে যাচ্ছে।’ এরপরও অবশ্য নাদাল তৃপ্ত নন। ২২টি গ্র্যান্ড স্লামের মালিক নাদালের লক্ষ্য এবার উইম্বলডন। দুইবার ঘাসের কোর্টের চ্যাম্পিয়ন বলেছেন, ‘উইম্বলডন আমাকে আকর্ষণ করে। তা ছাড়া আমার কাছে একই বছরে টানা তিনটি গ্র্যান্ড স্লাম জেতার সুযোগ আছে। এখন চোটই চিন্তার বিষয়। একটা পায়ে কোনো সাড়া পাই না। এখন দেখি মন চাইলেও শরীর সায় দেয় কি না!’
চ্যাম্পিয়ন হওয়ার পর গত সোমবার নাদাল রীতি মেনে আইফেল টাওয়ারের সামনে ফটোসেশন করেন। পরে সংবাদমাধ্যমকে বলেন, ‘আইফেল টাওয়ার আমার খুবই পছন্দের স্থান। এখানে আগেও এসেছি। তবে এবারেরটা বিশেষ কিছু। কারণ চ্যাম্পিয়ন হওয়ার পথে র্যাঙ্কিংয়ে প্রথম দশে থাকা চারজনকে হারিয়েছি।’
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৭ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৮ ঘণ্টা আগে