৩৬ বছর বয়সেও অনবদ্য নাদাল। ২২তম গ্র্যান্ড স্লাম জিতে নিজেকে ছাড়িয়ে যাওয়ার পথে নাদাল জিতেছেন ১৪তম ফ্রেঞ্চ ওপেন শিরোপা। চোটাক্রান্ত নাদাল অনিশ্চয়তা সঙ্গে নিয়েও ছুটছেন দারুণভাবে। থামছে না নাদালের প্রশংসাও। এবার টেনিস কোচ ইভান জুবিসিচ ফ্রেঞ্চ ওপেনের কোর্ট লাল দুর্গের রাজা নাদালের নামে করার দাবি জানিয়েছেন।
ইভান জুবিসিচের অন্য পরিচয় তিনি আরেক টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের কোচ। তাঁর এক টুইট সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সোমবার জুবিসিচ নাদালের রেকর্ড শিরোপা জয়ের কীর্তিকে অভিবাদন জানিয়ে টুইটটি করেছেন। তিনি লিখেছেন, ‘অনেক পেশাদার খেলোয়াড়ের সৌভাগ্য হয়নি রোলা গাঁরোতে ১৪ বার খেলার। আর নাদাল চ্যাম্পিয়নই হয়েছেন ১৪ বার। এমন কৃতিত্বের প্রশংসা করার ভাষা আমার জানা নেই। শুধু এটুকু বলতে পারি, প্যারিসের মূল কোর্টটি নাদালের নামে হওয়া উচিত। এখন যদিও ফিলিপে চ্যাট্রিয়ারের নামে আছে। তবে কোর্টের নাম বদল হলে তিনিও বোধ হয় কিছু মনে করবেন না। অবশ্য রোলা গাঁরোর চত্বরে নাদালের একটা মূর্তি আছে। কিন্তু ফরাসি ওপেনে ওর কীর্তির তাৎপর্য বোঝানোর জন্য সেটা যথেষ্ট নয়।’
স্পেনের সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসেছে, ‘নাদালের বাঁ-পায়ের টিস্যু নাকি শুকিয়ে যাচ্ছে।’ এরপরও অবশ্য নাদাল তৃপ্ত নন। ২২টি গ্র্যান্ড স্লামের মালিক নাদালের লক্ষ্য এবার উইম্বলডন। দুইবার ঘাসের কোর্টের চ্যাম্পিয়ন বলেছেন, ‘উইম্বলডন আমাকে আকর্ষণ করে। তা ছাড়া আমার কাছে একই বছরে টানা তিনটি গ্র্যান্ড স্লাম জেতার সুযোগ আছে। এখন চোটই চিন্তার বিষয়। একটা পায়ে কোনো সাড়া পাই না। এখন দেখি মন চাইলেও শরীর সায় দেয় কি না!’
চ্যাম্পিয়ন হওয়ার পর গত সোমবার নাদাল রীতি মেনে আইফেল টাওয়ারের সামনে ফটোসেশন করেন। পরে সংবাদমাধ্যমকে বলেন, ‘আইফেল টাওয়ার আমার খুবই পছন্দের স্থান। এখানে আগেও এসেছি। তবে এবারেরটা বিশেষ কিছু। কারণ চ্যাম্পিয়ন হওয়ার পথে র্যাঙ্কিংয়ে প্রথম দশে থাকা চারজনকে হারিয়েছি।’
৩৬ বছর বয়সেও অনবদ্য নাদাল। ২২তম গ্র্যান্ড স্লাম জিতে নিজেকে ছাড়িয়ে যাওয়ার পথে নাদাল জিতেছেন ১৪তম ফ্রেঞ্চ ওপেন শিরোপা। চোটাক্রান্ত নাদাল অনিশ্চয়তা সঙ্গে নিয়েও ছুটছেন দারুণভাবে। থামছে না নাদালের প্রশংসাও। এবার টেনিস কোচ ইভান জুবিসিচ ফ্রেঞ্চ ওপেনের কোর্ট লাল দুর্গের রাজা নাদালের নামে করার দাবি জানিয়েছেন।
ইভান জুবিসিচের অন্য পরিচয় তিনি আরেক টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের কোচ। তাঁর এক টুইট সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সোমবার জুবিসিচ নাদালের রেকর্ড শিরোপা জয়ের কীর্তিকে অভিবাদন জানিয়ে টুইটটি করেছেন। তিনি লিখেছেন, ‘অনেক পেশাদার খেলোয়াড়ের সৌভাগ্য হয়নি রোলা গাঁরোতে ১৪ বার খেলার। আর নাদাল চ্যাম্পিয়নই হয়েছেন ১৪ বার। এমন কৃতিত্বের প্রশংসা করার ভাষা আমার জানা নেই। শুধু এটুকু বলতে পারি, প্যারিসের মূল কোর্টটি নাদালের নামে হওয়া উচিত। এখন যদিও ফিলিপে চ্যাট্রিয়ারের নামে আছে। তবে কোর্টের নাম বদল হলে তিনিও বোধ হয় কিছু মনে করবেন না। অবশ্য রোলা গাঁরোর চত্বরে নাদালের একটা মূর্তি আছে। কিন্তু ফরাসি ওপেনে ওর কীর্তির তাৎপর্য বোঝানোর জন্য সেটা যথেষ্ট নয়।’
স্পেনের সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসেছে, ‘নাদালের বাঁ-পায়ের টিস্যু নাকি শুকিয়ে যাচ্ছে।’ এরপরও অবশ্য নাদাল তৃপ্ত নন। ২২টি গ্র্যান্ড স্লামের মালিক নাদালের লক্ষ্য এবার উইম্বলডন। দুইবার ঘাসের কোর্টের চ্যাম্পিয়ন বলেছেন, ‘উইম্বলডন আমাকে আকর্ষণ করে। তা ছাড়া আমার কাছে একই বছরে টানা তিনটি গ্র্যান্ড স্লাম জেতার সুযোগ আছে। এখন চোটই চিন্তার বিষয়। একটা পায়ে কোনো সাড়া পাই না। এখন দেখি মন চাইলেও শরীর সায় দেয় কি না!’
চ্যাম্পিয়ন হওয়ার পর গত সোমবার নাদাল রীতি মেনে আইফেল টাওয়ারের সামনে ফটোসেশন করেন। পরে সংবাদমাধ্যমকে বলেন, ‘আইফেল টাওয়ার আমার খুবই পছন্দের স্থান। এখানে আগেও এসেছি। তবে এবারেরটা বিশেষ কিছু। কারণ চ্যাম্পিয়ন হওয়ার পথে র্যাঙ্কিংয়ে প্রথম দশে থাকা চারজনকে হারিয়েছি।’
টানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের তাজা আত্মবিশ্বাস নিয়ে কাল এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং। লক্ষ্য একটাই— ইতিহাস গড়া। তা সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ ধরে।
৮ ঘণ্টা আগেবোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
১০ ঘণ্টা আগে‘যশপ্রীত বুমরা একাদশে থাকলে আমি ধর্মঘটে যাব’—টিভি অনুষ্ঠানে বসে এমনই কথা বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। ভারতের টিম ম্যানেজমেন্ট অবশ্য জাদেজার কথা রাখেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঠিকই খেলিয়েছে বুমরাকে। তাঁর এনে দেওয়া ব্রেকথ্রুর পর ভারতের স্পিন আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে
১১ ঘণ্টা আগেস্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
১৩ ঘণ্টা আগে