এক সপ্তাহ পরেই ফ্রেঞ্চ ওপেনে খেলতে নামবেন এলেনা রাইবাকিনা। তার আগে নিজের প্রস্তুতিটা দুর্দান্তভাবেই সারলেন তিনি। আজ ইতালিয়ান ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হয়ে।
চতুর্থবারের মতো ডব্লিউটিএ টাইটেল জিততে অবশ্য পুরো ম্যাচ খেলতে হয়নি রাইবাকিনাকে। মাত্র ৬৫ মিনিটেই চ্যাম্পিয়ন হয়েছেন কাজাখস্তান টেনিস তারকা, প্রতিপক্ষ আনহেলিনা কালিনিনা পায়ের চোটে ফাইনাল থেকে নিজেকে সরিয়ে নিলে।
কালিনিনার অবসরের কারণে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হলেও শুরুটা দুর্দান্ত করেছিলেন রাইবাকিনা। প্রথম সেটে ৬-৪ ব্যবধানে জয় পান তিনি। দ্বিতীয় সেটেও ১-০ ব্যবধানে এগিয়ে ছিলেন। তবে সেটটির আর চূড়ান্ত ফল আসেনি। এ সময়েই পায়ে ব্যথা পান কালিনিনা। চিকিৎসা নেওয়ার পরও যখন লড়াইয়ের জন্য নিজেকে সুস্থ মনে করলেন না, তখন ম্যাচ থেকেই সরে গেলেন ইউক্রেন তারকা।
সেরেনা উইলিয়ামস, পেত্রা কেভিতোভা, সিমোনা হালেপ, গারবিন মুগুরুজা এবং অ্যাশলে বার্টির পর ষষ্ঠ নারী খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম এবং মাস্টার্স শিরোপা জিতলেন রাইবাকিনা।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় নিশ্চিতভাবেই রোলাঁ-গারোয় খেলতে আত্মবিশ্বাস পাবেন রাইবাকিনা। আগামীকাল থেকে টুর্নামেন্টে শুরু হলেও ২৮ মে শুরু হবে গ্র্যান্ড স্লামের মূল পর্ব। আজকের জয়ে চতুর্থ বাছাই হিসেবে এবারে টুর্নামেন্টে খেলবেন ২৩ বছর বয়সী টেনিস তারকা।
ম্যাচ শেষে ফ্রেঞ্চ ওপেন নিয়ে রাইবাকিনা বলেছেন, ‘আমার খেলার ধরনের কারণে সব কোর্টে ভালো খেলতে পারি। তবে মাটির কোর্টের জন্য আমাকে শারীরিকভাবে প্রস্তুত এবং প্রচুর অনুশীলন করতে হবে। যদিও হার্ড-কোর্টের পর খুব বেশি সময় পাই না।’
অন্যদিকে ফাইনাল ম্যাচ শেষ করতে না পারায় সমর্থকসহ সবার কাছে ক্ষমা চেয়েছেন কালিনিনা। সঙ্গে রাইবাকিনাকে অভিনন্দন জানিয়ে ২৬ বছর বয়সী টেনিস তারকা বলেছেন, ‘ম্যাচ শেষ করতে না পারার জন্য সত্যি দুঃখিত। আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছিলাম। শিরোপা জেতায় অভিনন্দন। এ বছর এখন পর্যন্ত সবকিছুই জিতেছ। এটি অনুপ্রেরণাদায়ক এবং আশা করি একদিন তোমার পর্যায়ে যেতে পারব।’
এক সপ্তাহ পরেই ফ্রেঞ্চ ওপেনে খেলতে নামবেন এলেনা রাইবাকিনা। তার আগে নিজের প্রস্তুতিটা দুর্দান্তভাবেই সারলেন তিনি। আজ ইতালিয়ান ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হয়ে।
চতুর্থবারের মতো ডব্লিউটিএ টাইটেল জিততে অবশ্য পুরো ম্যাচ খেলতে হয়নি রাইবাকিনাকে। মাত্র ৬৫ মিনিটেই চ্যাম্পিয়ন হয়েছেন কাজাখস্তান টেনিস তারকা, প্রতিপক্ষ আনহেলিনা কালিনিনা পায়ের চোটে ফাইনাল থেকে নিজেকে সরিয়ে নিলে।
কালিনিনার অবসরের কারণে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হলেও শুরুটা দুর্দান্ত করেছিলেন রাইবাকিনা। প্রথম সেটে ৬-৪ ব্যবধানে জয় পান তিনি। দ্বিতীয় সেটেও ১-০ ব্যবধানে এগিয়ে ছিলেন। তবে সেটটির আর চূড়ান্ত ফল আসেনি। এ সময়েই পায়ে ব্যথা পান কালিনিনা। চিকিৎসা নেওয়ার পরও যখন লড়াইয়ের জন্য নিজেকে সুস্থ মনে করলেন না, তখন ম্যাচ থেকেই সরে গেলেন ইউক্রেন তারকা।
সেরেনা উইলিয়ামস, পেত্রা কেভিতোভা, সিমোনা হালেপ, গারবিন মুগুরুজা এবং অ্যাশলে বার্টির পর ষষ্ঠ নারী খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম এবং মাস্টার্স শিরোপা জিতলেন রাইবাকিনা।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় নিশ্চিতভাবেই রোলাঁ-গারোয় খেলতে আত্মবিশ্বাস পাবেন রাইবাকিনা। আগামীকাল থেকে টুর্নামেন্টে শুরু হলেও ২৮ মে শুরু হবে গ্র্যান্ড স্লামের মূল পর্ব। আজকের জয়ে চতুর্থ বাছাই হিসেবে এবারে টুর্নামেন্টে খেলবেন ২৩ বছর বয়সী টেনিস তারকা।
ম্যাচ শেষে ফ্রেঞ্চ ওপেন নিয়ে রাইবাকিনা বলেছেন, ‘আমার খেলার ধরনের কারণে সব কোর্টে ভালো খেলতে পারি। তবে মাটির কোর্টের জন্য আমাকে শারীরিকভাবে প্রস্তুত এবং প্রচুর অনুশীলন করতে হবে। যদিও হার্ড-কোর্টের পর খুব বেশি সময় পাই না।’
অন্যদিকে ফাইনাল ম্যাচ শেষ করতে না পারায় সমর্থকসহ সবার কাছে ক্ষমা চেয়েছেন কালিনিনা। সঙ্গে রাইবাকিনাকে অভিনন্দন জানিয়ে ২৬ বছর বয়সী টেনিস তারকা বলেছেন, ‘ম্যাচ শেষ করতে না পারার জন্য সত্যি দুঃখিত। আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছিলাম। শিরোপা জেতায় অভিনন্দন। এ বছর এখন পর্যন্ত সবকিছুই জিতেছ। এটি অনুপ্রেরণাদায়ক এবং আশা করি একদিন তোমার পর্যায়ে যেতে পারব।’
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতেছে বাংলাদেশ। আজ জিতলেই ওয়ানডে, টেস্টের মতো টি-টোয়েন্টিতেও পাকিস্তানকে ধবলধোলাইয়ের লজ্জা উপহার দেবে বাংলাদেশ। মিরপুরে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। ওল্ড ট্রাফোর
৩০ মিনিট আগেটি-টোয়েন্টির মতো বিশ্বজুড়ে পাল্লা দিয়ে চলছে টি-টেন টুর্নামেন্টও। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এসব টুর্নামেন্ট নিয়ে প্রায় সময়ই শোনা যায় নানারকম ঝামেলার কথা। পারিশ্রমিক বকেয়া থাকায় অনেক সময় ক্রিকেটাররা বিদ্রোহ করে বসেন। এবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান টুর্নামেন্টে ঘটেছে এমনই এক ঘটনা।
৩৩ মিনিট আগেটি-টোয়েন্টিতে টানা ছয় হারের বৃত্ত ভেঙে বাংলাদেশ এখন জয়ের ধারায়। শ্রীলঙ্কা সফরের শেষ দুটি ম্যাচের সঙ্গে পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের দুটি জয় নিয়ে টানা চার ম্যাচ জয়ের ধারায় বাংলাদেশ। এই চার ম্যাচের সাধারণ মিল হলো , বাংলাদেশ বোলারদের দুর্দান্ত বোলিং।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট দল ফিরে পেয়েছে হারানো ছন্দ। নিজেদের সবশেষ চার ম্যাচের চারটিতেই জিতেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। যার মধ্যে রয়েছে এ মাসে শ্রীলঙ্কায় গিয়ে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়। এই সিরিজ হার নিয়ে এবার মুখ খুলেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা।
২ ঘণ্টা আগে