টেনিস ছেড়েছেন তিন বছর হয়ে গেল। কোর্টের বাইরে সময়টাও বেশ ভালোই কাটছিল মারিয়া শারাপোভার। তবে রুশ সুন্দরী ভক্তদের জন্য সুখবর। আবারও খেলতে দেখতে যাবে শারাপোভাকে। তবে টেনিসে নয়, ‘পিকলবল’ নামে এক টুর্নামেন্টে।
পিকলবল স্ল্যাম-২ এর এই আসরে নারী এককের সাবেক শীর্ষ বাছাই জুটি বাধবেন আমেরিকান কিংবদন্তি জন ম্যাকেনরোর সঙ্গে। তাঁদের প্রতিপক্ষ আন্দ্রে আগাসি ও স্টেফি গ্রাফ জুটি। এ যেন কিংবদন্তিদের সঙ্গে কিংবদন্তির লড়াই।
পিকলবল স্লামের দ্বিতীয় আসরে কোর্টে ফেরার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্ট করে নিশ্চিত করেছেন শারাপোভা। এই টুর্নামেন্টে হবে দক্ষিণ ফ্লোরিডার সেমিনোলে হার্ড রক হোটেলে।
পিকলবল খেলাটা দেখতে প্রায় টেনিসের মতো। বিশ্বব্যাপী খেলাটি বেশ জনপ্রিয়। খেলতে হয় ছোট কোর্টে। খেলার উপকরণ হিসেবে থাকে টেনিস ব্যাট বা র্যাকেটের মতো দেখতে প্লাস্টিক প্যাডল ও ফাঁপা প্লাস্টিক বল। সেই বল টেনিসের মতো নেটের ওপর দিয়ে ছুড়তে হয়।
পিকলবল স্লামে খেলার বিষয়ে ভিডিওতে পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী শারাপোভা বলেছেন, ‘আমি পিকলবল খেলছি। যেমন তেমন পিকলবর নয়, আমি জন ম্যাকেনরোর সঙ্গে খেলব স্টেফি গ্রাফ ও আন্দ্রে আগাসি জুটির বিপক্ষে। একটু সাহস করেই বলি, আমি একটু প্রতিযোগিতামূলক হচ্ছি। কিছুটা নার্ভাস এবং উদ্বিগ্নও।’
টেনিস ছেড়েছেন তিন বছর হয়ে গেল। কোর্টের বাইরে সময়টাও বেশ ভালোই কাটছিল মারিয়া শারাপোভার। তবে রুশ সুন্দরী ভক্তদের জন্য সুখবর। আবারও খেলতে দেখতে যাবে শারাপোভাকে। তবে টেনিসে নয়, ‘পিকলবল’ নামে এক টুর্নামেন্টে।
পিকলবল স্ল্যাম-২ এর এই আসরে নারী এককের সাবেক শীর্ষ বাছাই জুটি বাধবেন আমেরিকান কিংবদন্তি জন ম্যাকেনরোর সঙ্গে। তাঁদের প্রতিপক্ষ আন্দ্রে আগাসি ও স্টেফি গ্রাফ জুটি। এ যেন কিংবদন্তিদের সঙ্গে কিংবদন্তির লড়াই।
পিকলবল স্লামের দ্বিতীয় আসরে কোর্টে ফেরার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্ট করে নিশ্চিত করেছেন শারাপোভা। এই টুর্নামেন্টে হবে দক্ষিণ ফ্লোরিডার সেমিনোলে হার্ড রক হোটেলে।
পিকলবল খেলাটা দেখতে প্রায় টেনিসের মতো। বিশ্বব্যাপী খেলাটি বেশ জনপ্রিয়। খেলতে হয় ছোট কোর্টে। খেলার উপকরণ হিসেবে থাকে টেনিস ব্যাট বা র্যাকেটের মতো দেখতে প্লাস্টিক প্যাডল ও ফাঁপা প্লাস্টিক বল। সেই বল টেনিসের মতো নেটের ওপর দিয়ে ছুড়তে হয়।
পিকলবল স্লামে খেলার বিষয়ে ভিডিওতে পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী শারাপোভা বলেছেন, ‘আমি পিকলবল খেলছি। যেমন তেমন পিকলবর নয়, আমি জন ম্যাকেনরোর সঙ্গে খেলব স্টেফি গ্রাফ ও আন্দ্রে আগাসি জুটির বিপক্ষে। একটু সাহস করেই বলি, আমি একটু প্রতিযোগিতামূলক হচ্ছি। কিছুটা নার্ভাস এবং উদ্বিগ্নও।’
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
৮ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
৮ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
১০ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
১১ ঘণ্টা আগে