অবশেষে এ বছর দ্বিতীয় শিরোপার দেখা পেলেন আরিনা সাবালেঙ্কা। গত রাতে সেন্টার কোর্টে জেসিকা পেগুলাকে হারিয়ে সিনসিনাটি ওপেন জিতেছেন তিনি। গত জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনের পর এটি তাঁর প্রথম টাইটেল।
ফাইনালে পেগুলাকে হারাতে সাবালেঙ্কার লেগেছে ৭৬ মিনিট। ৬-৩, ৭-৫ গেমে জিতেছেন তিনি। ২৬ বছর বয়সী বেলারুশিয়ানের এটি ক্যারিয়ারের ১৫তম শিরোপা এবং ষষ্ঠতম ১০০০ ডব্লুটিএ। চোট কাটিয়ে ফিরে এই জয়ের পর তিনি বলেন, ‘এই ট্রফি আমার কাছে অনেক কিছু। এটা সত্যি অনেক বড় অর্জন।’ কাঁধের চোটে সাবালেঙ্কা গত উইম্বলডনে খেলতে পারেননি।
গত সপ্তাহে কানাডিয়ান ওপেন জিতেছিলেন পেগুলা। আমেরিকার মেয়ে তবে এবার পারলেন না সিনসিনাটির ফাইনালে। থামল তাঁর টানা ৯ ম্যাচের জয়রথ। এই জয়ে ডব্লুটিএ র্যাঙ্কিংয়ে নতুন দুই নম্বর বাছাই হলেন সাবালেঙ্কা। কোকো গফকে তিনে নামিয়ে দিয়েছেন তিনি। দুটি গ্র্যান্ড স্ল্যামের মালিক এর আগে সিনসিনাটি ওপেনের সেমিফাইনালে হারান শীর্ষ বাছাই ইগা শিয়াতেককে। আগামী ২৬ আগস্ট থেকে শুরু ইউএস ওপেনেও দেখা যাবে সাবালেঙ্কা।
গতকাল ছেলেদের সিনসিনাটি ওপেন জিতেছেন ইয়ানিক সিনারও। শীর্ষ বাছাই ফাইনালে ৭-৬ (৭-৪), ৬-২ গেমে হারিয়েছেন ফ্রান্সিস টিয়াফোকে। ইতালিয়ান তারকার এটি তৃতীয় এটিপি মাস্টার্স ট্রফি।
অবশেষে এ বছর দ্বিতীয় শিরোপার দেখা পেলেন আরিনা সাবালেঙ্কা। গত রাতে সেন্টার কোর্টে জেসিকা পেগুলাকে হারিয়ে সিনসিনাটি ওপেন জিতেছেন তিনি। গত জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনের পর এটি তাঁর প্রথম টাইটেল।
ফাইনালে পেগুলাকে হারাতে সাবালেঙ্কার লেগেছে ৭৬ মিনিট। ৬-৩, ৭-৫ গেমে জিতেছেন তিনি। ২৬ বছর বয়সী বেলারুশিয়ানের এটি ক্যারিয়ারের ১৫তম শিরোপা এবং ষষ্ঠতম ১০০০ ডব্লুটিএ। চোট কাটিয়ে ফিরে এই জয়ের পর তিনি বলেন, ‘এই ট্রফি আমার কাছে অনেক কিছু। এটা সত্যি অনেক বড় অর্জন।’ কাঁধের চোটে সাবালেঙ্কা গত উইম্বলডনে খেলতে পারেননি।
গত সপ্তাহে কানাডিয়ান ওপেন জিতেছিলেন পেগুলা। আমেরিকার মেয়ে তবে এবার পারলেন না সিনসিনাটির ফাইনালে। থামল তাঁর টানা ৯ ম্যাচের জয়রথ। এই জয়ে ডব্লুটিএ র্যাঙ্কিংয়ে নতুন দুই নম্বর বাছাই হলেন সাবালেঙ্কা। কোকো গফকে তিনে নামিয়ে দিয়েছেন তিনি। দুটি গ্র্যান্ড স্ল্যামের মালিক এর আগে সিনসিনাটি ওপেনের সেমিফাইনালে হারান শীর্ষ বাছাই ইগা শিয়াতেককে। আগামী ২৬ আগস্ট থেকে শুরু ইউএস ওপেনেও দেখা যাবে সাবালেঙ্কা।
গতকাল ছেলেদের সিনসিনাটি ওপেন জিতেছেন ইয়ানিক সিনারও। শীর্ষ বাছাই ফাইনালে ৭-৬ (৭-৪), ৬-২ গেমে হারিয়েছেন ফ্রান্সিস টিয়াফোকে। ইতালিয়ান তারকার এটি তৃতীয় এটিপি মাস্টার্স ট্রফি।
বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য ফাহামিদুল ইসলাম এক আক্ষেপের নাম। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে ইতালি প্রবাসী ফুটবলারকে রেখে চমক দেখান জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু চূড়ান্ত দলে না রেখে আরও বড় বিস্ময়ের জন্ম দেন তিনি।
৭ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ জর্ডান ও ইন্দোনেশিয়া। দুটি ম্যাচই হবে জর্ডানের আম্মানে। ম্যাচের জন্য নেপাল-ভুটানের সঙ্গেও আলোচনা হয়েছিল বাফুফের। তবে শক্তির পরিধি পরখ করে দেখতে ২৭ মে জর্ডান সফরে যাচ্ছে পিটার বাটলারের দল।
৯ ঘণ্টা আগেসুপার লিগ পর্বের প্রথম দিনেই ছিল বৃষ্টির পূর্বাভাস। সেই পূর্বাভাসই শেষ পর্যন্ত সত্যি হলো। ম্যাচ শুরুর আড়াই ঘণ্টা পর শুরু হয় বৃষ্টি। তাতে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে খেলা। আর মিরপুর শেরেবাংলায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোহামেডান রীতিমতো বিধ্বস্ত হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে। বৃষ্টি আইনে সহজ লক্ষ্য পেয়ে
১০ ঘণ্টা আগেহারের সংজ্ঞা একরকম ভুলেই গিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম তিন ম্যাচের তিনটিতে জেতে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ের পর আজ হারের মুখ দেখলেন জ্যোতিরা।
১১ ঘণ্টা আগে