Ajker Patrika

ফর্মের তুঙ্গে থাকলেও খেলা ছাড়তে চান না জোকো 

ফর্মের তুঙ্গে থাকলেও খেলা ছাড়তে চান না জোকো 

ছেলেদের সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড তো নোভাক জোকোভিচ করে ফেলেছেন অনেক আগেই। জোকোর কাছে গত রাতের ইউএস ওপেনের ফাইনাল ছিল রেকর্ডটা সমৃদ্ধ করার। আরও একটু স্পষ্ট করে বললে, ছেলে-মেয়ে সব মিলিয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ভাগ বসানোর। জোকোভিচ তাতে সফলও হয়েছেন। 

আর্থার অ্যাশ স্টেডিয়ামে এবার জোকোভিচের প্রতিপক্ষ ছিলেন দানিলো মেদভেদেভ। সরাসরি সেটে হেসেখেলে জিতেছেন জোকো ঠিকই। এই ম্যাচে লড়েছিলেন মেদভেদেভও। দ্বিতীয় সেটের নিষ্পত্তি হয়েছিল টাইব্রেকারে। টাইব্রেকারে সেই সেট মেদভেদেভ জিতলে লড়াইটা আরও জমত। শেষ পর্যন্ত ৬-৩,৭-৬, ৬-৩ গেমে জিতেছেন জোকো। 

২০২৩ ইউএস ওপেন জিতে এখন পর্যন্ত ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। জোকোর মতো মেয়েদের এককেও মার্গারেট কোর্ট জিতেছেন ২৪টি গ্র্যান্ড স্লাম। অন্যদিকে জোকোর বয়স হয়ে গেছে ৩৬ বছর। ইউএস ওপেন সহ এই বছরে জিতেছেন তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। বয়স যে শুধুই একটি সংখ্যা, সেটার প্রমাণ তিনি দেখিয়ে যাচ্ছেন। ম্যাচ শেষে সার্বিয়ান টেনিস তারকা বলেন, ‘গ্র্যান্ড স্লাম কতটি জিততে চাই, সেই সংখ্যা এখন নির্দিষ্ট করে বলতে পারছি না। সেরা অবস্থায় থেকে যে খেলছি, তা আমি এখনো জানি। সেরা টুর্নামেন্টগুলো জিতেছি। এমনকি সেরা ফর্মে থাকলেও খেলা ছাড়তে চাই না।’ 

শিষ্য জোকোর জয়ে ভীষণ উচ্ছ্বসিত কোচ গোরান ইভানিসেভিচ। ইভানিসেভিচ বলেন, ‘খেলাধুলার ইতিহাসে অন্যতম সেরা অর্জন এটি। আমরা শুধু টেনিস নিয়েই কথা বলছি না। খেলাধুলা নিয়েই কথা বলছি। যদি সে ২৫টা জিততে পারে, তাহলে ২৬টা কেন নয়? সে সবসময়ই আরও পেতে চায়।’ 

উইম্বলডন জিতলে গতকালই মার্গারেট কোর্টকে ছাড়িয়ে যেতে পারতেন জোকো। তবে এ বছরের জুলাইয়ে জোকোকে হারিয়ে উইম্বলডন জিতে চমক দেখান কার্লোস আলকারাস। জোকোর পর ছেলেদের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্লাম জিতেছেন রাফায়েল নাদাল। আর ২০টি গ্র‍্যান্ড স্লাম জিতে গত বছর অবসরে গেছেন রজার ফেদেরার। ছেলেদের এককে সর্বোচ্চ ৩৬ বার ফাইনাল খেলার রেকর্ডও জোকোভিচের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত