লম্বা সময় ধরে টেনিস কোর্টের বাইরে রজার ফেদেরার। হাঁটুর চোট কোর্টে ফিরতেই দিচ্ছে না তাঁকে। এরপরও অবশ্য হাল ছাড়তে চান না এই সুইস কিংবদন্তি। আবার ফিরতে চান কোর্টে। বিশেষ করে উইম্বলডনে আরেকবার খেলতে চান তিনি।
উইম্বলডনের সঙ্গে ফেদেরারের সম্পর্কটা বরাবরই মধুর। ঘাসের কোর্টে রেকর্ড ৮ বার শিরোপা জিতেছেন ২০ গ্র্যান্ড স্লামজয়ী তারকা। এই কোর্টেই আরেকবার শিরোপা উঁচিয়ে ধরার ইচ্ছে তাঁর।
সেন্টার কোর্টের ১০০ বছর পূর্তিতে এসে ফেদেরার বলেন, ‘বাকি সব চ্যাম্পিয়নদের সঙ্গে এখানে আসতে পারাটা দারুণ ব্যাপার। এই কোর্টে অনেক ম্যাচ খেলতে পেরে আমি ভাগ্যবান। ভিন্ন এক পরিচয়ে এখানে আসাটা একটু অন্য রকম, আবার অন্য চ্যাম্পিয়নদের সঙ্গে আসাটা আনন্দেরও। আমি আশা করি, এখানে আরেকবার ফিরতে পারব।’
এদিন চ্যাম্পিয়নদের আগমনে উৎসবের আমেজে জমে উঠেছিল উইম্বলডন প্রাঙ্গণ। ফেদেরার ছাড়াও এদিন উপস্থিত ছিলেন নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল, ভেনাস উইলিয়ামস, বিয়ন বোর্গ, রড লেভারসহ শিরোপাজয়ী অনেকেই। অনুষ্ঠানের একপর্যায়ে ফেদেরার ও জোকোভিচকে আলাদাভাবে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায়।
লম্বা সময় ধরে টেনিস কোর্টের বাইরে রজার ফেদেরার। হাঁটুর চোট কোর্টে ফিরতেই দিচ্ছে না তাঁকে। এরপরও অবশ্য হাল ছাড়তে চান না এই সুইস কিংবদন্তি। আবার ফিরতে চান কোর্টে। বিশেষ করে উইম্বলডনে আরেকবার খেলতে চান তিনি।
উইম্বলডনের সঙ্গে ফেদেরারের সম্পর্কটা বরাবরই মধুর। ঘাসের কোর্টে রেকর্ড ৮ বার শিরোপা জিতেছেন ২০ গ্র্যান্ড স্লামজয়ী তারকা। এই কোর্টেই আরেকবার শিরোপা উঁচিয়ে ধরার ইচ্ছে তাঁর।
সেন্টার কোর্টের ১০০ বছর পূর্তিতে এসে ফেদেরার বলেন, ‘বাকি সব চ্যাম্পিয়নদের সঙ্গে এখানে আসতে পারাটা দারুণ ব্যাপার। এই কোর্টে অনেক ম্যাচ খেলতে পেরে আমি ভাগ্যবান। ভিন্ন এক পরিচয়ে এখানে আসাটা একটু অন্য রকম, আবার অন্য চ্যাম্পিয়নদের সঙ্গে আসাটা আনন্দেরও। আমি আশা করি, এখানে আরেকবার ফিরতে পারব।’
এদিন চ্যাম্পিয়নদের আগমনে উৎসবের আমেজে জমে উঠেছিল উইম্বলডন প্রাঙ্গণ। ফেদেরার ছাড়াও এদিন উপস্থিত ছিলেন নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল, ভেনাস উইলিয়ামস, বিয়ন বোর্গ, রড লেভারসহ শিরোপাজয়ী অনেকেই। অনুষ্ঠানের একপর্যায়ে ফেদেরার ও জোকোভিচকে আলাদাভাবে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায়।
প্রত্যাবর্তনের গল্প রিয়াল মাদ্রিদের চেয়ে আর কোন দল সুন্দর করে লিখতে পারে? এটা রীতিমতো গবেষণার ব্যাপার। তবে এবার আর ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারল না রিয়াল। যে চ্যাম্পিয়নস লিগ তাদের এক রকম সম্পত্তি হয়ে গেছে, সেই টুর্নামেন্ট থেকেই এবার কোয়ার্টার ফাইনালেই বেজে গেল বিদায়ঘণ্টা।
১৩ মিনিট আগেম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৬ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১২ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১৩ ঘণ্টা আগে